মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’: সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত

শাকিব খানের ‘দরদ’

চলচ্চিত্র সেন্সর বোর্ডের পরিবির্তে গঠিত হয়েছে সার্টিফিকেশন বোর্ড। সম্প্রতি নবগঠিত এই বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। ‘তুফান’ সিনেমার বিশাল সাফল্যের পর ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা এবার হাজির হচ্ছেন অনন্য মামুনের নির্দেশনায়। সিনেমাটির টিজারে এই তারকার লুক ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ জন্ম দিয়েছে।

গত ৬ই অক্টোবর সন্ধ্যায় ‘দরদ’ সিনেমার প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শুধু তাই নয় সার্টিফিকেশন বোর্ডে এই সিনেমাটি প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা অন্যন্য মামুন। এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘দরদ প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবো। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না।‘

তবে সিনেমাটিতে কিছু টেনকিন্যাল অবজারভেশন দেয়া হয়েছে বলে জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান। এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। দরদ আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন।‘

বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’ সিনেমাটি বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে। অনুমতি পেলেও এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন অনন্য মামুন। ‘দরদ’ সিনেমাটির মুক্তির তারিখ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।‘

এদিকে ৮ই অক্টোবর শাকিব খানের ‘দরদ’ সিনেমাটির ফার্স্টলুক প্রকাশের কথা নিশ্চিত করেছে এর ভারতীয় অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। ‘দুলু মিয়ার খোঁজ মিলিছে’ – এরকম একটি কথা দিয়ে সংবাদপত্রের সংবাদ শিরোনামের আদলে পোষ্টার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকাশিত পোষ্টারে রক্তাক্ত শাকিব খানকে ভিন্নভাবে উপস্থাপনের ইঙ্গিতও রয়েছে।

উল্লেখ্য যে, গত ঈদুল আযহার দিন ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ হয়েছিল। এরপর সাইকো-থ্রিলার ধাঁচের গল্পের সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। দেড় মিনিটের টিজারে শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের রোমান্সের সাথে ছিলো দুর্দান্ত সাসপেন্স। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।

আরো পড়ুনঃ
‘তুফান ২’ মুক্তি নিয়ে রায়হান রাফির সাথে শাকিব খানের দ্বিমত
এবার জিৎকে নিয়ে রাফীর সিনেমা ‘লায়ন’: সাথে আছেন শরিফুল রাজ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত