করোনার মধ্যেই পরিচালক অভিষেক কাপুর শুরু করেছিলেন তার সিনেমা ‘চন্ডিগড় কারে আশিকি’ এর চিত্রায়ন। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা এবং বানী কাপুর। জানা গেছে মাত্র ৪৮ দিনেই সম্পন্ন হয়েছে সিনেমাটির চিত্রায়ন। নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে এই খবরটি নিজেই জানালেন অভিনেত্রী বানী কাপুর।
এর আগে বোম্বে টাইমসের সাথে আলাপকালে আয়ুষ্মান খুরানা বলেন, ‘অভিষেকের সিনেমার নিজস্ব একটা ভাষা আছে এবং অবশেষে তার সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত অনুভব করছি।’ সিনেমাটিকে একটি সুন্দর ভালোবাসার গল্পের ছবি উল্লেখ করে তিনি বলেন, ‘সুন্দর এই ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই পারিবারিক বিনোদনের ছবিটি দর্শকদের ভালো লাগবে।’
অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন বুসান কুমার এবং প্রাজ্ঞা কাপুর। সিনেমাটির মুক্তির তারিখ এখনও জানা যায়নি।
উল্লেখ্য যে, ‘চন্ডিগড় কারে আশিকি’ ছবিটি ছাড়াও বানী কাপুরকে অক্ষয় কুমার, লারা দত্ত এবং হুম কুরেশির সাথে ‘বেল বটম’ সিনেমায় দেখা যাবে। অন্যদিকে, সম্প্রতি আয়ুষ্মান খুরানা ‘ডক্টর জি’ নাম নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।