নতুন একটি একশন থ্রীলার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বিদ্যুত জম্মাওয়াল। আর সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার সিনেমার পরিচিত নাম রুক্ষিণী মিত্র। বিপুল অমৃতলাল শাহ এবং জি ষ্টুডিও প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন কনিষ্ক ভার্মা।
সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষনার পাশাপাশি সিনেমাটির ফার্ষ্ট লুক পোষ্টার প্ৰকাশ করেছেন নির্মাতারা। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে ফার্ষ্ট লুক পোষ্টারটি শেয়ার করেছেন বিদ্যুত জম্মাওয়াল।
When love is in danger, nothing can stop the rage!?
Presenting #Sanak, our next action extravaganza, A #VipulAmrutlalShah Production, starring @RukminiMaitra, @NehaDhupia, and @IamRoySanyal, Directed by @kanishk_v.
Produced by #VipulAmrutlalShah and @ZeeStudios_ pic.twitter.com/M1L9MEef8U
— Vidyut Jammwal (@VidyutJammwal) January 26, 2021
সিনেমাটির মাধ্যমে পঞ্চমবারের মত একসাথে কাজ করতে যাচ্ছেন বিদ্যুত জম্মাওয়াল এবং বিপুল অমৃতলাল শাহ। ভারতের একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শেষ ভাগে শুরু হবে এর চিত্রায়ন। সিনেমাটির কাজ শুরু আগে বিদ্যুত জম্মাওয়াল তার ‘খোদা হাফেজ’ সিনেমার সিক্যুয়েল এর শুটিং শেষ করবেন বলে জানা গেছে।