কিছুদিন আগেই জানা গিয়েছিলো যে তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি অভিনয় করছেন ‘আন্ধাধুন’ খ্যাত শ্রীরাম রাগবনের নতুন সিনেমায়। এবার জানা গেলো এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
কিছুদিন আগেই শ্রীরাম জানিয়েছিলেন করোনা মহামারীর কারনে বরুন ধাওয়ানের সাথে তার সিনেমা আপাতত পিছিয়ে গেছে। ‘এক্কিস’ নামের সিনেমাটি কবে শুরু হবে তা এখনও নিশ্চিত নয়, এর মধ্যেই তিনি শুরু করছেন তার নতুন সিনেমার কাজ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত জুটি হচ্ছেন ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি।
তবে প্রধান দুই তারকার নাম ছাড়া এই সিনেমার বিস্তারিত এখনও জানা যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে বলিউডে এটা বিজয় সেতুপতির দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে।
এদিকে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূরিযবংশী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আর এই মুহূর্তে ক্যাটরিনা তার পরবর্তী সিনেমা ‘ফোন বুথ’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাতে আরো অভিনয় করছেন ঈশান খাট্টার এবং সিদ্ধার্ত চতুর্বেদী। এই সিনেমার পর তিনি শুরু করবেন আলী আব্বাস জাফর পরিচালিত সুপারহিরো ভিত্তিক নতুন সিনেমার কাজ।