বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ধাকার’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১লা অক্টবর। ভারতের প্রথম লেডি স্পাই থ্রীলার ভিত্তিক এই সিনেমায় এজেন্ট অগ্নি’র চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সম্প্রতি সিনেমাটির শুটিং এ অংশ নিতে ভোপাল জান এই তারকা। আর আজ (১৮ই জানুয়ারি) ভক্তদের জন্য মুক্তির তারিখ ঘোষনার পাশাপাশি প্রকাশ করলেন ফার্ষ্ট লুক পোষ্টার।
প্রকাশিত পোষ্টারে কঙ্গনাকে দুর্দান্ত একশন মুডে দেখা গেছে। নতুন এই সিনেমা প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘ধাকার ভারতের প্রথম নারী কেন্দ্রীক গোয়েন্দা একশন সিনেমা। এই সিনেমার মাধ্যমে ভারতে নতুন যুগের সূচনা করতে পেরে আমি উল্লসিত। এরকম একটি সিনেমার জন্য ছুটির সময়ে মুক্তি খুব জরুরি তাই আগামী ১লা অক্টবর এজেন্ট অগ্নি’র সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই।’
She is fearless and Fiery! She is Agent Agni ?
India’s first female led action thriller, #Dhaakad releasing in theatres on 1st October 2021!@SohamRockstrEnt @DeepakMukut @RazyGhai @sohelmaklai @sohailmaklai @AsylumFilms @rampalarjun @divyadutta25 @writish @DhaakadTheMovie pic.twitter.com/M4jmflfoV5— Kangana Ranaut (@KanganaTeam) January 18, 2021
অন্যদিকে সিনেমাটি প্রসঙ্গে এর পরিচালক রেজি ঘাই বলেন, ‘সিনেমাটি আমার অন্তরের খুব কাছাকাছি একটি প্রজেক্ট। নারী কেন্দ্রিক একশন সিনেমা বলিউডে দুস্প্রাপ্য। এই সিনেমার মাধ্যমে আমরা বলিউডে নতুন একটি ধারা তৈরী করতে চাই এবং চলতি বছরেই সেটা দর্শকদের উপহার দিতে চাই। বিশ্বমানের একটি একশন সিনেমা বানাতে আমরা কোন কার্পণ্য করবো না।’
সিনেমাটিতে কঙ্গনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্জুন রামপাল। আর সিনেমাটির চিত্রগ্রহণে থাকছেন হলিউডের পুরস্কার জয়ী চিত্রগ্রাহক তেতসুও নাগাতা। রাজনীশ রেজি ঘাই পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন দীপক মুকুট এবং সোহেল মাকলাই। সিনেমাটি আগামী ১লা অক্টবর মুক্তি পেতে যাচ্ছে।