অবশেষে বহুল প্রতীক্ষিত জুটি হৃত্বিক রোশন এবং দীপিকা পাডুকোন আসছেন পর্দায়। সম্প্রতি হৃত্বিকের জন্মদিনে সিনেমাটির প্রযোজক এবং পরিচালক সিদ্ধার্ত আনন্দ ঘোষনা করেছেন এই জুটির নতুন সিনেমা ‘ফাইটার’ এর। ঘোষনার পর থেকেই দর্শক এবং বলিউড সংশ্লিষ্টদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সিনেমাটি।
এদিকে সিনেমাটির প্রধান দুই তারকা ছাড়া অন্য বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে সর্বশেষ খবর অনুযায়ী বিশাল বাজেটে নির্মিত হতে যাচ্ছে একশন নির্ভর এই সিনেমা। বলিউডের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ‘ফাইটার’ সিনেমার বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি রুপি।
পিংকভ্যালির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হৃত্বিক এবং সিদ্ধার্ত সিনেমাটি মুক্তির ব্যাপারে অনেক আগে থেকেই আলোচনা করছেন। একশন থ্রিলারধর্মী সিনেমাটি তারা ‘ওয়ার’ সিনেমার আগেই নির্মান করতে চেয়েছিলেন। জানা গেছে সিনেমাটিতে হৃত্বিক নৌবাহিনীর একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। বিশাল ক্যানভাসে দুর্দান্ত একশন সিক্যুয়েন্স সমৃদ্ধ সিনেমা নির্মানের পরিকল্পনা করছেন সিদ্ধার্ত আনন্দ।
সিনেমাটির মাধ্যমে বলিউডে প্রযোজক হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন পরিচালক সিদ্ধার্ত আনন্দ। তবে খুব শীঘ্রই পরিবেশনের জন্য বড় একটি ষ্টুডিও এর সাথে চুক্তিবদ্ধ হবেন সিদ্ধার্ত। ২৫০ কোটি বাজেটে নির্মিতব্য ‘ফাইটার’ বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। ভারতীয় নৌবাহিনীকে নিয়ে এত বড় পরিসরে সিনেমা এর আগে নির্মিত হয়নি বলে উল্লেখ আছে উক্ত প্রতিবেদনে।
‘ফাইটার’ হৃত্বিক এবং সিদ্ধার্ত আনন্দের তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। এর আগে এই পরিচালক-নায়ক ঝুটি ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’ সিনেমায় একসাথে কাজ করেছেন। অন্যদিকে সিদ্ধার্ত আনন্দ এই মুহূর্তে শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে। আর ‘ফাইটার’ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে।