২০১৯ সালে ঘোষনার পর থেকেই আলোচনায় অক্ষয় কুমার এবং কৃতি শেনন অভিনীত সিনেমা ‘বচ্চন পান্ডে’। করোনা মহামারীর কারনে পিছিয়ে গিয়ে চলতি বছরে শুরু হয়েছে সিনেমাটির চিত্রায়ন। বর্তমানে জেসালমারে শুটিং চলছে সিনেমাটির। এদিকে সম্প্রতি নির্মাতারা ঘোষনা করলেন সিনেমাটি মুক্তির তারিখ।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান নাদিওয়ালা গ্রান্ডসন্স এন্টারটেইনমেন্টের টুইটার পোষ্ট থেকে জানা গেছে সিনেমাটি আগামী বছর ২৬শে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি তারিখ ঘোষনার সাথে নির্মাতারা সিনেমাতে অক্ষয় কুমারের লুকও প্রকাশ করেন।
Here’s our @akshaykumar in & as #BachchanPandey eyeing on you & theatres too ?#SajidNadiadwala’s Gangster in cinemas on 26th Jan, 2022
Dir by @farhad_samji @kritisanon @Asli_Jacqueline @ArshadWarsi @TripathiiPankaj @prateikbabbar @saharshshukla6 #Abhimanyu @WardaNadiadwala pic.twitter.com/HJpDTz1Btp
— Nadiadwala Grandson (@NGEMovies) January 23, 2021
ফরহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ সিনেমায় অক্ষয় কুমার একজন গ্যাংষ্টারের ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটিতে অক্ষয় ছাড়া আরো অভিনয় করেছেন কৃতি শেনন, আরশাদ ওয়ার্সি, জ্যাকলিন ফার্ন্দান্দেজ, পঙ্কজ ত্রিপাঠী, এবং প্রতীক বাব্বর প্রমুখ।