‘হেরা ফেরি’ ভক্তদের জন্য সুখবরঃ তৃতীয় পর্ব পরিচালনায় বড় চমক

‘হেরা ফেরি’ ভক্তদের জন্য

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে। এরপর এর দ্বিতীয় পর্বটিও দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিলো। গত বছর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নির্মানের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। সম্প্রতি পাওয়া গেছে ‘হেরা ফেরি’ ভক্তদের জন্য দারুণ একটি সুখবর।

তৃতীয় পর্বে ফিরছেন এই ফ্র্যাঞ্চাইজির তিন তারকা অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পারেশ রাওয়াল। ঘোষণার পর থেকেই দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে দেখা গেছে ব্যাপক উত্তেজনা। জানা গেছে ‘হেরা ফেরি’ তৃতীয় পর্ব পরিচালনায় থাকছে বড় চমক। নিঃসন্দেহে এটি ‘হেরা ফেরি’ ভক্তদের জন্য দারুণ সুখবর হতে যাচ্ছে।

প্রাথমিকভাগে জানা গিয়েছিলো ‘হেরা ফেরি’ তৃতীয় পর্ব পরিচালনা করছেন ফারহাদ সামজি। অবশ্য নির্মাতা হিসেবে ফারহাদ সামজিকে মেনে নিতে পারেননি এই ফ্র্যাঞ্চাইজির ভক্তরা। তবে সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, ফারহাদ সামজি নয়, ‘হেরা ফেরি থ্রী’ পরিচালনা করছেন প্রথম পর্বের নির্মাতা প্রিয়দর্শন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কমেন্টে সেরকম ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি নির্মাতা প্রিয়দর্শন তার জন্মদিন পালন করেছেন। তার জন্মদিনে বলিউড তারকা অক্ষয় কুমার তাকে একটি শুভাচ্ছা বার্তা দিয়েছেন। প্রিয়দর্শনের একটি ছবি শেয়ার করে অক্ষয় কুমার তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এতে বর্তমানে নির্মানাধীন ‘ভুল বাংলা’ সিনেমার কিছু ইঙ্গিত রেখেছেন অক্ষয় কুমার। আর এই পোষ্টে  ‘হেরা ফেরি’ ভক্তদের জন্য দারুণ সুখবরের ইঙ্গিত দিয়েছেন প্রিয়দর্শন।

নিজের একজন পরামর্শদাতা হিসেবে প্রিয়রর্শনকে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমার। সেই পোষ্টের কমেন্টে এই নির্মাতা লিখেন, ‘বিনিময়ে আমি তোমাকে একটি উপহার দিতে চাই। আমি হেরা ফেরি থ্রী নির্মান করতে ইচ্ছুক। তুমি কি তৈরি?’ উক্ত কমেন্টে প্রিয়দর্শন অক্ষয়ের সাথে সুনীল শেঠি এবং পারেশ রাওয়ালকেও ট্যাগ করেছেন।

উত্তরে ‘হেরা ফেরি’ তৃতীয় পর্বের পরিচালক হিসেবে প্রিয়দর্শনকে স্বাগত জানাতে ভুলেননি অক্ষয় কুমার। নিজের উত্তেজনা প্রকাশ করে এই তারকা লিখেন, ‘স্যার!!! আপনার জন্মদিন এবং আপনি আমাকে জীবনের সেরা উপহার দিলেন। চলেন আরো একবার করি কিছু হেরা ফেরি।‘ অক্ষয়ের পাশাপাশি বিষয়টি নিয়ে নিজেদের উম্মাদনা প্রকাশ করেছেন সুনীল শেঠি এবং পারেশ রাওয়ালও।

এদিকে কিছুদিন আগে পিঙ্কভিলার সাথে একান্ত আলাপচারিতায় অক্ষয় কুমার জানিয়েছিলেন যে, ভক্তদের মত তিনিও ‘হেরা ফেরি থ্রী’ নিয়ে দারুণ উচ্ছ্বাসিত। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই এই সিনেমার কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন এই তারকা। প্রথম সিনেমার পর এটি এত জনপ্রিয় হবে, তিনি আশা করেননি বলেও জানিয়েছেন অক্ষয় কুমার।

বর্তমানে অক্ষয় কুমার প্রিয়দর্শন পরিচালিত ‘ভুত বাংলা’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। এর আগে ‘হেরা ফেরি’ (২০০০), ‘ভুল বুলাইয়া’ (২০০৭), ‘খাট্টা মিট্টা’ (২০১০) এবং ‘ভাগম ভাগ’ (২০০৬) সিনেমায় কাজ করেছেন এই নির্মাতা-অভিনেতা জুটি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ‘ভুত বাংলা’ সিনেমাটি আগামী বছরের ২রা এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরো পড়ুনঃ
লুভ রঞ্জনের ‘রেঞ্জার’ সিনেমায় পর্দায় মুখোমুখি অজয় এবং সঞ্জয়
আগামী ক্রিসমাসে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’
নিশ্চিত হলো ‘ভাগম ভাগ’ সিক্যুয়েল: ফিরছেন তিন কিংবদন্তী অভিনেতা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত