ঘোষনার পর থেকেই আলোচনায় তামিল সুপারহিট ‘বিক্রম ভেধা’ এর হিন্দি রিমেক। শুরুতে শোনা গিয়েছিলো সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন আমির খান। তবে শেষ পর্যন্ত আমির খান সিনেমাটি থেকে সরে দাঁড়ালে এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয় হৃত্বিক রোশনকে। আর সিনেমাতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। সম্প্রতি জানা গেছে শেষ হয়েছে হৃত্বিক এবং সাইফ আলি খানের ‘বিক্রম ভেধা’ সিনেমার দৃশ্যধারনের কাজ।
হৃত্বিক রোশন এবং সাইফ আলি খানের ‘বিক্রম ভেধা’ সিনেমার দৃশ্যধারন শেষ হওয়ার খবরটি জানিয়েছেন হৃত্বিক নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির সেটের দুইটি ছবি শেয়ার করে ভক্তদের খবরটি জানিয়েছেন এই তারকা। ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’ সিনেমার পর ‘বিক্রম ভেধা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বলিউডের গ্রিক দেবতা খ্যাত অভিনেতা হৃত্বিক রোশন।
শেষ হলো হৃতিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত #বিক্রম_ভেধা সিনেমার দৃশ্যধারনের কাজ। আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।#ফিল্মীমাইক #বলিউড #রিমেক #Filmymike #Bollywood #BollywoodMovies #HrithikRoshan #SaifAliKhan #VikramVedha pic.twitter.com/OCwwFluuQi
— FilmyMike.com (@FilmyMikeBD) June 10, 2022
হৃত্বিক রোশন এবং সাইফ আলি খানের সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক পুষ্কর এবং গায়ত্রী বলেন, ‘আমাদের দেশের শীর্ষস্থানীয় সুপারস্টার হৃত্বিক এবং সাইফের সাথে শুটিং করা একটি আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। আমাদের অতি প্রতিভাবান এবং আশ্চর্যজনক ক্রুদের সাথে, আমরা স্ক্রিপ্ট স্তরে যা কল্পনা করেছি তা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা দর্শকদেরকে আমাদের সিনেমাটি দেখানোর জন্য অধীর অপেক্ষায় আছি।‘
তিন বছর পর অ্যাকশন নির্ভর চরিত্র নিয়ে বড় পর্দায় ফেরা প্রসঙ্গে হৃত্বিক রোশন বলেন, ‘ভেধা হিসেবে পর্দায় হাজির হওয়াটা এমন কিছু যা আগে আমি কখনো করিনি। একজন নায়ক হওয়া থেকে বের হয়ে একজন অভিনেতা হিসেবে সম্পূর্ন নতুন কিছু করার কাজটা অনেকটাই স্নাতক করার মতই। আমার নিরলস পরিচালক পুষ্কর এবং গায়ত্রী আমাকে একটি ট্রেডমিলে রেখেছিলেন, নীরবে আমাকে সীমানা ঠেলে দিতে অনুপ্রাণিত করেছিলেন।‘
সিনেমাটির অন্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। হৃত্বিক এবং সাইফ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত সরফ ও যোগিতা বিহানি। সাইফ আলী খানের সাথে অভিনয় প্রসঙ্গে হৃত্বিক রোশন আরো বলেন, ‘পিছনে ফিরে তাকাই.. বিক্রম চরিত্রে সাইফ আলি খানের শক্তিশালী উপস্থিতির কারণে আমি ভেধা হিসেবে যা করেছি সেটা করতে পেরেছি। তিনি সম্ভাব্য সব উপায়ে অসাধারণ একজন অভিনেতা।‘
অন্যদিকে সিনেমাটিতে নিজের অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে সাইফ আলী খান বলেন, ‘পুষ্কর এবং গায়ত্রী দুর্দান্ত সৃজনশীল শক্তির সাথে বেশ গতিশীল জুটি এবং তাদের সাথে কাজ করা খুব পুরস্কৃত হয়েছে। কেকের উপর একটি সম্পূর্ণ আইসিং এবং আমার জন্য উন্নত অভিজ্ঞতা হল হৃতিকের সাথে কাজ করা এবং কিছু তীব্র অ্যাকশন দৃশ্য করা।‘
ভারতীয় লোককথা ‘বিক্রম অর বেতাল’ এর উপর ভিত্তি করে নির্মিত ‘বিক্রম ভেধা’ একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার যেটি একজন কঠোর পুলিশ অফিসারের গল্প বলে। বিক্রম নামের এই পুলিশ অফিসার একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে খুঁজে বের করতে বদ্ধপরিকর। সিনেমাটি নিঃসন্দেহে চলতি বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে একটি, কারণ দুই দশক পর একটি অ্যাকশন সিনেমায় যৌথভাবে দুই সুপারস্টারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে।
ফ্রাইডে ফিল্মওয়ার্কস এবং ওয়াইএনওটি স্টুডিওর সহযোগিতায় সিনেমাটি পরিবেশিত হচ্ছে গুলশান কুমার, টি-সিরিজ ফিল্মস এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সৌজন্যে। সিনেমাটি পরিচালনা করেছেন একই নামের মূল তামিল সিনেমার পরিচালক যুগল পুষ্কর ও গায়ত্রী। আর প্রযোজনা করেছেন যৌথভাবে এস. শশীকান্ত এবং ভূষণ কুমার। সিনেমাটিতে হৃত্বিক রোশন এবং সাইফ আলী খান ছাড়া আরো অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত সরফ, যোগিতা বিহানি, শরীব হাশমি এবং সত্যদীপ মিশ্র।
প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে শুরু হয়েছিলো ‘বিক্রম ভেধা’ সিনেমার দৃশ্যধারনের কাজ। আবুধাবি, লখনউ এবং মুম্বাইতে বিভিন্ন শিডিউলের মাধ্যমে সিনেমাটির প্রধান ফটোগ্রাফি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। সর্বশেষ ঘোষনা অনুযায়ী হৃত্বিক এবং সাইফ আলী খানের ‘বিক্রম ভেধা’ সিনেমাটি আগামী ৩০শে সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
আরো পড়ুনঃ
জানা গেলো ‘বিক্রম ভেধা’ মুক্তির তারিখ: সাইফের সাথে থাকছেন হৃত্বিক রোশান
যে কারনে ‘বিক্রম ভেধা’ রিমেক থেকে সরে গেলেন আমির খান (বিস্তারিত)
‘বিক্রম ভেদা’ রিমেক এবং ‘ফাইটার’ শেষে হৃতিক শুরু করছেন ‘কৃষ ৪’