২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন বলিউডের গ্রীক দেবতা খ্যাত হৃতিক রোশন। সিনেমাটিতে হৃতিকের সাথে অভিনয় করেছিলেন নতুন প্রজন্মের অ্যাকশন তারকা টাইগার শ্রফ। কিছুদিন আগে জানা গিয়েছিলো সিনেমাটির দ্বিতীয় পর্বে একসাথে হাজির হতে যাচ্ছেন হৃতিক রোশন এবং তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র। নির্মাতাদের পক্ষ্য থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও, জন্মদিনের শুভেচ্ছায় এনটিআর জুনিয়রের সাথে ‘ওয়ার ২’ সিনেমার ইঙ্গিত দিয়েছেন হৃতিক রোশন। এর জবাবে এবার হৃতিক রোশনকে দিন গোনা শুরু করতে বললেন এই তেলুগু তারকা।
২০শে মে তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়রের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটি পোষ্ট করেন বলিউড তারকা হৃতিক রোশন। সেই পোষ্টে পরোক্ষভাবে এনটিআর জুনিয়রের সাথে ‘ওয়ার ২’ সিনেমা নিশ্চিত করেছেন হৃতিক রোশন। যুদ্ধক্ষেত্রে দেখা হবে উল্লেখ করে হৃতিক লিখেন, ‘শুভ জন্মদিন তারাক। অনন্দপূর্ন এবং কর্ম সমৃদ্ধ একটি আগামীর শুভেচ্ছা জানাই। যুদ্ধভূমিতে তোমার অপেক্ষায় আমার বন্ধু। আপনার দিনগুলি সুখ এবং শান্তিতে পরিপূর্ণ হোক… আমরা দুইজন মুখোমুখি না হওয়ার আগে পর্যন্ত।‘ এর মাধ্যমে অনানুষ্ঠানিক ভাবে ‘ওয়ার ২’ সিনেমায় দুজনের উপস্থিতি নিশ্চিত করলেন এই তারকা।
Happy Birthday @tarak9999! Wishing you a joyous day and an action packed year ahead. Awaiting you on the yuddhabhumi my friend. May your days be full of happiness and peace
…until we meet ?
Puttina Roju Subhakankshalu Mitrama ??
— Hrithik Roshan (@iHrithik) May 20, 2023
জন্মদিনের এই শুভেচ্ছার জবাবে এবার হৃতিক রোশনকে দিন গোনা শুরু করতে বললেন এনটিআর জুনিয়র। জন্মদিনের শুভেচ্ছার জন্য হৃতিক রোশনকে ধন্যবাদ জানিয়ে এনটিআর জুনিয়র তার জবাবে লিখেন, ‘আপনার সুন্দর শুভেচ্ছার জন্য ধন্যবাদ স্যার। আপনারও দিন গণনা শুরু করা উচিত… আশা করি আপনার জন্য কী অপেক্ষা করছে তা ভেবে ভালো ঘুমিয়েছেন কারণ যুদ্ধভূমিতে আমি আপনাকে ভালোভাবে বিশ্রাম নেয়া অবস্থায় চাই। শীঘ্রই দেখা হবে!’ নির্মাতাদের পক্ষ্য থেকে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও দুই তারকার কথোপকথনে সিনেমাটি ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
Thank you sir for your lovely wish!
I’m going to soak in the day today…You should start counting down the days too… Hope you sleep well thinking about what awaits because I want you well rested at the yuddhabhoomi ??✊ see you soon!
— Jr NTR (@tarak9999) May 20, 2023
চলতি বছরে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘টাইগার থ্রী’ সিনেমাটিও হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে এবার স্পাই ইউনিভার্সকে সত্যিকার অর্থে প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে নির্মানের সিদ্ধান্ত দিয়েছেন আদিত্য চোপড়া। তাই এই নির্মাতা ‘ওয়ার ২’ সিনেমায় হৃতিকের মুখোমুখি হাজির করতে যাচ্ছেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরকে। তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরের সংযুক্তির মাধ্যমে দক্ষিণের বাজারকে বলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস দখলে নিতে যাচ্ছে বলে জানিয়েছিলো সংবাদ মাধ্যমগুলো।
রোশনের ‘ওয়ার ২’ সিনেমাটি প্রসঙ্গে বেশ কিছু প্রতিবেদন জানিয়েছে চলতি বছরের নভেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে এর দৃশ্যধারনের কাজ। আগেই জানা গিয়েছিলো ‘ওয়ার ২’ পরিচালনা করছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত নির্মাতা অয়ন মুখার্জি। নভেম্বরে কাজ শুরুর জন্য ইতিমধ্যে তিনি প্রস্তুতি শুরু করেছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তবে নভেম্বরে কাজ শুরু হলেও, সিনেমাটির দৃশ্যধারনে হৃতিক অংশ নিবেন তার পরের মাস অর্থাৎ ডিসেম্বর থেকে। এটি হৃতিক রোশনের ‘ওয়ার ২’ সিনেমার প্রথম শিডিউলের কাজ বলেও জানা গেছে।
এছাড়া অন্য একটি প্রতিবেদন অনুসারে, হৃতিক রোশনের ‘ওয়ার ২’ সিনেমায় প্রধান নারী চরিত্রের জন্য তিনজন অভিনেত্রীকে বিবেচনা করা হচ্ছে। বিবেচনায় থেকে এই তিন বলিউড অভিনেত্রী হচ্ছেন দীপিকা পাডুকোন, আলিয়া ভাট এবং শর্বরী ওয়াহ। তবে এই চরিত্রে অভিনেত্রী নির্বাচন নিয়ে চূড়ান্ত সিধান্ত এখনো নেয়া হয়নি। তবে এখন পর্যন্ত হৃতিকের নায়িকা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ‘বান্টি অর বাবলী ২’ খ্যাত অভিনেত্রী শর্বরী ওয়াহ। নায়িকা নির্বাচন এখনো চূড়ান্ত না হলেও, ইতিমধ্যে সিনেমাটির জন্য হৃতিক রোশন নিজের শিডিউল বন্ঠন করেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য যে, ‘ওয়ার ২’ সিনেমাটি ২০২৪ সালের শেষে অথবা ২০২৫ সালের শুরুতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্পাই ইউনিভার্সের আগের পাঁচটি সিনেমা হচ্ছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যাঁ’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং আগামী দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’। জানা গেছে ‘টাইগার থ্রী’ সিনেমার গল্প থেকেই এগিয়ে যাবে ‘ওয়ার ২’-এর মূল প্লট। আর ‘ওয়ার ২’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকেই শুরু স্পাই ইউনিভার্সের সিভিল ওয়ার ‘টাইগার বনাম পাঠান’। বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় এই অ্যাকশন সিনেমাতে একসাথে হাজির হতে যাচ্ছেন শাহরুখ খান এবং সালমান খান।
আরো পড়ুনঃ
এনটিআর জুনিয়রের সাথে ‘ওয়ার ২’ সিনেমা নিশ্চিত করলেন হৃতিক
‘ওয়ার ২’ সিনেমায় হৃতিকের মুখোমুখি তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর
আগামী নভেম্বরে শুরু হচ্ছে হৃতিক রোশনের ‘ওয়ার ২’ সিনেমার কাজ