চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি একজন পরিচালক, প্রযোজক এবং উপস্থাপক হিসাবে বিশ্বজুড়ে সুপরিচিত। ২০০৩ সালে ‘জমিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালক হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এই নির্মাতা। এখন পর্যন্ত তার পরিচালিত ১৫টি সিনেমা মুক্তি পেয়েছে এরমধ্যে সর্বশেষ সিনেমাটি হচ্ছে রনবির সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং পূজা হেগ অভিনীত তারকা বহুল সিনেমা ‘সার্কাস’। আর শীগ্রই শুরু হতে যাচ্ছে রোহিত শেঠি পরিচালিত নতুন সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। অজয় দেবগণ অভিনীত ‘সিঙ্গাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি আগামী বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলিউডের হিট মেশিন রোহিত শেঠি পরিচালিত বেশীরভাগ সিনেমাই ছিলো বক্স অফিসে ব্যবসা সফল।
সমালোচকদের কাছে তার সিনেমা খুব একটা প্রশংসিত না হলেও এই নির্মাতা দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বারবার। বলিউডে সর্বাধীক ১০০ কোটি রুপির সিনেমার নির্মাতাও রোহিত শেঠি। এছাড়া আছে একটানা সবচেয়ে বেশী ব্যবসা সফল সিনেমার রেকর্ড। দর্শকের পছন্দকে মাথায় রেখে সিনেমা নির্মান করেন বলেই বলিউডের হিট মেশিন হিসেবে পরিচিত রোহিত শেঠি। রোহিত শেঠির সিনেমার বক্স অফিস সাফল্য এবং সিনেমায় তার অবিশ্বাস্য কিছু অর্জন নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন।
১০০ কোটি রুপি আয় করা সর্বাধীক সিনেমার নির্মাতা
আজ অবধি রোহিত শেঠি পরিচালিত ১৫টি সিনেমার মধ্যে অর্ধেকেরও বেশি সিনেমা ১০০ কোটির ক্লাবে স্থান করে নিয়েছে। এই ক্লাবে প্রবেশ করা রোহিতের প্রথম চলচ্চিত্র ছিল ২০১০ সালের কমেডি সিনেমা ‘গোলমাল ৩’ (১০৬.৩০ কোটি) এবং সর্বশেষটি ছিল পুলিশ অ্যাকশন থ্রিলার ‘সুরিয়াবংশী’ (১৯৫ কোটি)। এই দুটি ছাড়া এই তালিকার বাকী ৭টি সিনেমা হচ্ছে – ‘সিংহাম’ (১০০ কোটি), ‘বোল বচ্চন’ (১০২ কোটি), ‘চেন্নাই এক্সপ্রেস’ (২২৬.৭ কোটি), ‘সিংহাম রিটার্নস’ (১৪১ কোটি), ‘দিলওয়ালে’ (১৪৮ কোটি), ‘গোলমাল এগেইন’ (২০৫.৭ কোটি) এবং ‘সিম্বা’ (২৪০ কোটি)।
২০০ কোটি রুপি আয় করা তিনটি সিনেমার নির্মাতা
যদিও রোহিত শেঠির ১০০ কোটির ক্লাবে সর্বাধিক সংখ্যক চলচ্চিত্র রয়েছে, অক্ষয় কুমার অভিনীত ‘সুরিয়াবংশী’ নন-কোভিড সময়ে মুক্তি পেলে তিনি ২০০ কোটি ক্লাবেও এই অবস্থানটি ধরে রাখতেন। এই মুহুর্তে ২০০ কোটি রুপি আয় করা সিনেমার তালিকায় রোহিত শেঠির মোট তিনটি সিনেমা হয়েছে। এই তালিকায় তার সাথে রয়েছেন রাজকুমার হিরানি এবং আলি আব্বাস জাফর। ২০০ কোটি রুপি আয় করা সিনেমায় তালিকায় বলিউডের হিট মেশিন রোহিত শেঠি পরিচালিত সিনেমাগুলো হচ্ছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলমাল এগেইন’ এবং ‘সিম্বা’।
একটানা ১২টি ব্যবসা সফল সিনেমা
২০০৮ সালে ‘গোলমাল রিটার্নস’ মুক্তির পর থেকে রোহিত শেঠি পরিচালিত কোনো সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়নি। ২০০৩ সালে ‘জমিন’ সিনেমার মাধ্যমে নির্মাতার খাতায় নাম লিখানো রোহিত শেঠির মুক্তিপ্রাপ্ত ১৪টি সিনেমার মধ্যে ১১টি পরপর হিট হয়েছে। শুধুমাত্র তার অভিষিক্ত সিনেমা ‘জমিন’ এবং ‘সানডে’ (২০০৮) প্রেক্ষাগৃহে জাদু দেখাতে করতে ব্যর্থ হয়েছে। এছাড়া সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘সার্কাস’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে। রনভীর সিংকে নিয়ে নির্মিত কমেডি গল্পের সিনেমাটি প্রত্যাশা থাকা স্বত্বেও ভালো ব্যবসা করতে ব্যর্থ হয়েছে। গত বছর ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি শেষ পর্যন্ত বক্স অফিসে মাত্র ৩৬ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।
দেশীয় বাজারে ১৫০০ কোটি রুপির ব্যবসা
২০০৩ সালে একজন পরিচালক হিসাবে বলিউডে তার প্রবেশের পর থেকে রোহিত শেঠি ১৫টি সিনেমা নির্মান করেছেন। বছরের পর বছর ধরে, তার সিনেমাগুলি ভারতীয় বক্স অফিসে ১৫০০ কোটি রুপির বেশি আয় করেছে। বলিউডের যেকোনো পরিচালকের জন্য যা এখন পর্যন্ত সর্বোচ্চ। রনবীর সিং পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘সিম্বা’ ভারতে তার সর্বোচ্চ ২৪০ কোটি রুপি আয়কারী সিনেমা। অন্যদিকে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত রোহিতের ‘চেন্নাই এক্সপ্রেস’ বিশ্বব্যাপী প্রায় ৪উ কোটি রুপি আয় করেছে যা এখন পর্যন্ত তার বৃহত্তম আন্তর্জাতিক হিট।
সিনেমা প্রতি গড় দর্শক ১.৩৭ কোটির বেশি
পিঙ্কভিলার অতীতের প্রতিবেদন অনুসারে, ২০০৩ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত রোহিত শেঠি পরিচালিত সিনেমার মোট বিক্রিত টিকেটের সংখ্যা ১৯.২০ কোটিরও বেশি। এই সংখ্যাটি বিবেচনা করা হলে রোহিত শেঠির প্রতি সিনেমায় গড় দর্শক প্রায় ১.৩৭ কোটি, যা একজন নির্মাতার জন্য একটি অসাধারণ অর্জন। এই পরিসংখ্যানটি আরো বেশী অর্থবহ হয় এমন একজন নির্মাতার জন্য ২০০৮ সালের পর থেকে ২০২২ পর্যন্ত প্রতিবছর যার নূন্যতম একটি সিনেমা মুক্তি পেয়েছে (২০১৯ এবং ২০২০ সালে মহামারীর কারনে রোহিত শেঠির কোন সিনেমা মুক্তি পায়নি)।
এদিকে ২০২১ সালের পর আবারো দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেঠি পরিচালিত সিনেমা। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের দীপাবলিতে মুক্তি পাবে অজয় দেবগণ অভিনীত রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগণ। আর এতে অজয়ের বিপরীতে প্রথমবারের মত জুটি হয়ে আসছেন দীপিকা পাডুকোন। সিনেমাটিতে লেডি সিঙ্গাম হিসেবে হাজির হবেন এই অভিনেত্রী। জানা গেছে ‘সুরিয়াবংশী’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিলো, সেখান থেকেই শুরু হবে ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার গল্প। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন অক্ষয় কুমার (সুরিয়াবংশী) এবং রনভীর সিং (সিম্বা)।
সার্বিক দিন বিবেচনায় সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম ব্যস্ত নির্মাতা রোহিত শেঠি। বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে বলিউডের যে কয়জন নির্মাতার উপর প্রযোজকরা ভরসা করতে পারেন তার মধ্যে রোহিত শেঠি উল্লেখযোগ্য। এই মুহুর্তে রোহিত শেঠি পরিচালিত রনবীর সিং অভিনীত ‘সার্কাস’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরপর তিনি শুরু করবেন তার ব্লকবাস্টার ফ্র্যাঞ্ছাইজি ‘সিংহাম’ সিনেমার নতুন পর্ব। এই সিনেমাগুলো রোহির শেঠির অর্জনের তালিকা আরো দির্ঘায়িত করবে তাতে কোন সন্দেহ নেই।
আরো পড়ুনঃ
ভারতের প্রথম সুপার সোলজারের ভূমিকায় জন আব্রাহামের বাজিমাত
সালমান খানের ‘টাইগার ৩’ প্রসঙ্গে যা বললেন সিনেমাটির পরিচালক মানিশ শর্মা
ঘোষনাতেই ঝড় তুললো শাহরুখ খানের ‘পাঠান’: ভক্তরা বলছেন ‘কিং ইস ব্যাক’!