হরর কমেডি ইউনিভার্সে যুক্ত হলো নতুন সিনেমা: এবারের গল্পে ভ্যাম্পায়ার

হরর কমেডি ইউনিভার্সে

ম্যাডক ফিল্মসের ‘হরর কমেডি ইউনিভার্স’ ইতিমধ্যে বলিউডের অন্যতম জনপ্রিয় ইউনিভার্স হিসেবে আবির্ভুত হয়েছে। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিলো হরর কমেডি ইউনিভার্সে যুক্ত হতে যাচ্ছে নতুন সিনেমা। অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দিনেস ভিজান নিশ্চিত করেছেন যে, এই ইউনিভার্সে যুক্ত হতে যাচ্ছে নতুন সিনেমা।

সম্প্রতি এই ইউনিভার্সের নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতারা। সদ্য ঘোষিত এই সিনেমাটির নাম ‘থামা’। আর জানা গেছে হরর কমেডি ইউনিভার্সে যুক্ত হওয়া নতুন এই সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে ভ্যাম্পায়ারের ভালোবাসার গল্পে। নির্মাতারা এটিকে বলেছেন “রক্তাক্ত” প্রেমের গল্প।


‘থামা’ সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য সরপোতদার, যিনি পূর্বে এই ইউনিভার্সের ‘মুঞ্জ্যা’ পরিচালনা করেছিলেন। আর এতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দান্না, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল। ‘থামা’ ভিজানের হরর-কমেডি ইউনিভার্সে নতুন মোড় নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছে।

জানা গেছে, ‘থামা’ সিনেমাটি ভবিষ্যত ক্রসওভারের জন্য পথ প্রশস্ত করে হরর কমেডি ইউনিভার্সে ভ্যাম্পায়ারদের সংযোজন অন্বেষণ করবে। পেত্নী, নেকড়ে, মাথাবিহীন আত্মা এবং ভ্যাম্পায়ার সহ বিভিন্ন অতিপ্রাকৃত প্রাণীর একটি মিলিত সিনেমাটিক অভিজ্ঞতা হতে যাচ্ছে এই ইউনিভার্স। ঘোষণা অনুযায়ী, ‘থামা’ ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে সর্বশেষ ‘স্ত্রী ২’ সিনেমায় ‘ভেড়িয়া’ চরিত্রে বরুন ধাওয়ানকে অতিথি হিসেবে দেখা গেছে। ‘স্ত্রী’, ‘স্ত্রী ২’, ‘ভেড়িয়া’ এবং ‘মুঞ্জ্যা’ সিনেমাগুলোর পর ‘থামা’ এই অতিপ্রাকৃত মাল্টিভার্সে নতুন চরিত্র যোগ করবে। আর এই সিনেমার মাধ্যমে হরর কমেডি ইনুনিভার্সে যুক্ত হতে যাচ্ছেন আয়ুষ্মান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর মত তারকা।

উল্লেখ্য যে, ‘ভেড়িয়া ২’ এবং ‘স্ত্রী ৩’ সিনেমাগুলো নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে ম্যাডক ফিল্মস। দুর্দান্ত একটি মাল্টিভার্স নির্মানের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে ‘স্ত্রী ৩’ সিনেমাটি আসতে আরো কিছু সময় লাগবে। এর মধ্যে ‘ভেড়িয়া ২’ এবং ‘থামা’ সিনেমাগুলো নিঃসন্দেহে হরর কমেডি ইউনিভার্সে নতুন মাত্রা যোগ করবে।

আরো পড়ুনঃ
‘স্ত্রী ২’ বক্স অফিস: ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বাণিজ্যিক বড়
‘স্ত্রী ২’ বক্স অফিস: বলিউডে সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড
‘ধুম ফোর’ সিনেমায় শ্রদ্ধা কাপুর! যা বললেন ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত