ধারাবাহিক ফ্লপ আর ডিজাস্টারের রেকর্ড গড়ছেন স্বঘোষিত ‘বলিউড কুইন’

স্বঘোষিত ‘বলিউড কুইন’

বলিউডের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অভিনেত্রী হচ্ছেন কঙ্গনা রানাউত। ভালো অভিনয়ের জন্য যেমন তিনি আলোচিত, একই সাথে বেফাস এবং বিতর্কিত মন্তব্যের জন্যও সংবাদ শিরোনামে থাকেন তিনি। নিজেকে বলিউডের কুইন হিসেবে দাবী করেন প্রায়ই। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ফ্লপ আর ডিজাস্টারের রেকর্ড গড়ছেন স্বঘোষিত ‘বলিউড কুইন’ কঙ্গনা।

সিনেমায় তার অভিনয় সমালোচকদের নজর কাড়লেও, এই অভিনেত্রীর বক্স অফিস অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর। এক সময় বক্স অফিসে ব্যবসা সফল সিনেমা উপহার দিলেও, বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ফ্লপ আর ডিজাস্টারের রেকর্ড গড়ছেন কঙ্গনা রানাউত। জাতীয় পুরষ্কার জয়ী এই তারকার শেষ সবগুলো সিনেমাই ফ্লপ অথবা ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে।

এখন পর্যন্ত কঙ্গনা রানাউত অভিনীত মোট ৩১টি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলোর বেশিরভাগ সিনেমায়ই কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাকে। মুক্তিপ্রাপ্ত এই ৩১টি সিনেমার মধ্যে ২২টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমার্জেন্সি’ তার টানা ষষ্ট বক্স অফিস ফ্লপ হিসেবে আবির্ভুত হয়েছে।

গত এক দশকে কঙ্গনা রানাউতের মুক্তিপ্রাপ্ত ১১ সিনেমার মধ্যে ১০টি বক্স অফিসে ফ্লপ অথবা ডিজাস্টার হয়েছে। এরমধ্যে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মণিকর্ণিকা – দ্যা কুইন অফ ঝাঁসি’ বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করতে সক্ষম হয়েছে। বাকী সবগুলো সিনেমায় প্রযোজকদের গুনতে হয়েছে বড় অংকের লোকসান। এই সময়ে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে দেখা গেছে তাকে।

২০১৫ সালের পর এখন পর্যন্ত বক্স অফিসে হিট কোন সিনেমা উপহার দিতে পারেননি কঙ্গনা রানাউত। এই সময়ে মুক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমাই ছিলো কঙ্গনা রানাউতকে কেন্দ্র করে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয়কৃত তারকা হিসেবে তার উত্থান হলেও, এই সময়ে ধারাবাহিক ফ্লপ আর ডিজাস্টারের রেকর্ড গড়ছেন স্বঘোষিত ‘বলিউড কুইন’ কঙ্গনা।

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত কঙ্গনা রানাউত অভিনীত সিনেমাগুলোর বক্স অফিস ফলাফল নীচে দেওয়া হলো –

মুক্তির সাল সিনেমার নাম বক্স অফিস আয় বক্স অফিস ভার্ডিক্ট
২০১৫ আই লাভ এনইউ ১.৫৪ কোটি রুপি ফ্লপ
২০১৫ কাট্টি বাট্টি ২৪.৪১ কোটি রূপি ফ্লপ
২০১৭ রঙ্গুন ২০.৬৮ কোটি রুপি ফ্লপ
২০১৭ সিমরান ১৭.২৬ কোটি রুপি ফ্লপ
২০১৯ মণিকর্ণিকা ৯২.১৯ কোটি রুপি এভারেজ
২০১৯ জাজমেন্টাল হ্যাঁ কেয়া ৩৩.১১ কোটি রুপি ফ্লপ
২০২০ পাঙ্গা ২৮.৯২ কোটি রুপি ফ্লপ
২০২১ থালাইভি ১.৪৬ কোটি রুপি ডিজাস্টার
২০২২ ধাকড় ২.৫৮ কোটি রুপি ডিজাস্টার
২০২৩ তেজাস ৪.১৪ কোটি রুপি ডিজাস্টার
২০২৫ ইমার্জেন্সি ২০ কোটি রুপি ফ্লপ

সাম্প্রতিক সময়ে বক্স অফিসে কঙ্গনা রানাউতের সফলতা তলানিতে এসে পৌঁছেছে। এই সময়ে তার সিনেমাগুলোর গড় বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১১ কোটি রুপিতে। অন্যদিকে মহামারীর আগে তার সিনেমার গড় বক্স অফিস আয় ছিলো ১৫ কোটি রুপি। মহামারী পরবর্তি সময়ে মধ্য বাজেটের সিনেমাগুলোর বক্স অফিস ব্যার্থতার গল্প আরো প্রকট হয়ে উঠেছে কঙ্গনার ক্ষেত্রে।

সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কঙ্গনা রানাউতের তিনটি সিনেমা লাইফ টাইম আয় একক সংখ্যায়। সিনেমাগুলো হচ্ছে ‘তেজাস’, ‘ধাকাড়’ এবং ‘থালাইভি’। এই সিনেমাগুলোর সবকটিই বড় বাজেটে নির্মিত হয়েছিলো। বিগত ১৫ বছরে ধারাবাহিক ফ্লপ আর ডিজাস্টারের নতুন রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন এই স্বঘোষিত ‘বলিউড কুইন’ কঙ্গনা।

আরো পড়ুনঃ
চলতি বছরের ক্রিসমাস বক্স অফিসে ত্রিমুখী লড়াইয়ে বলিউড
হৃতিক রোশনের ‘কৃষ ফোর’ সিনেমায় প্রত্যাবর্তন করছে জাদু?
আগামী ক্রিসমাসে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত