চলতি বছরে মুক্তিপ্রাপ্ত শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। শাহরুখ খানের ‘জওয়ান’-কে পিছনে ফেলে ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বেশী আয়ের হিন্দি সিনেমা হিসেবে আবর্ভুত হয়েছে ‘স্ত্রী ২’। সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয়ের গুঞ্জনে নিজের বক্তব্য তুলে ধরেছেন ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
‘স্ত্রী ২’-এর ঐতিহাসিক সাফল্যের পর শ্রদ্ধা কাপুর এই মুহুর্তে বলিউডের অন্যতম প্রত্যাশিত অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিনেমায় তার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো। সংবাদ মাধ্যমে আলোচনায় থাকা এরকম একটি সিনেমা হচ্ছে যশ রাজ ফিল্মসের ‘ধুম ফোর’। গুঞ্জন অনুযায়ী, সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও, নিশ্চিত হওয়া গেছে যে বহুল আলোচিত ‘ধুম ফোর’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন রনবীর কাপুর। আর সিনেমাটি পরিচালনা করছেন ‘ধুম থ্রি’ নির্মাতা বিজয় কৃশ্না আচার্য। বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল এই সিনেমায় রনবীর কাপুরের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
তবে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের বিষয়টি অস্বীকার করেছেন শ্রদ্ধা কাপুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আনুষ্ঠানিক ভাবে কোন সিনেমা স্বাক্ষর করিনি কিন্তু আমি জানি না এসব খবর কোথা থেকে ছড়াচ্ছে। অর্ধেক গুঞ্জন বলছে আমি সিনেমাটি স্বাক্ষর করেছি। আমি আসলে এর কোন প্রস্তাবও পাইনি।‘ এরকম গুঞ্জনে তিনি আশ্চর্য হয়েছেন বলে মন্তব্য করেছেন ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
‘ধুম ফোর’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের অভিনয়ের গুঞ্জন আপাতত বন্ধ করে দিলেন এই অভিনেত্রী। এদিকে এই সিনেমার প্রধান অভিনেত্রী নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। শোনা যাচ্ছে সিনেমাটিতে রনবীর কাপুরের বিপরীতে অভিনয়ের জন্য শার্ভারী ওয়াহ এবং কিয়ারা আদভানীকে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এই দুই অভিনেত্রী যশ রাজ ফিল্মসের যথাক্রমে ‘আলফা’ এবং ‘ওয়ার ২’ সিনেমায় অভিনয় করছেন।
উল্লেখ্য যে, ‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রডাশনে রয়েছে। যশ রাজ ফিল্মসের নির্মানাধীন এবং নির্মিতব্য বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার একটি হতে যাচ্ছে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব। সিনেমাটির সার্বিক দিক সরাসরি আদিত্য চোপড়ার তত্বাবধানে হচ্ছে। সিনেমাটিকে এই ফ্র্যাঞ্চাইজির আগের পর্বগুলোর চেয়ে বড় পড়িসরে নির্মানের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। এছাড়া আগের পর্বগুলোর অভিষেক বচ্চন এবং উদয় চোপড়ার চরিত্রে থাকছেন দুইজন নতুন অভিনেতা।
আরো পড়ুনঃ
যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতিঃ প্রেক্ষাগৃহ মাতাতে আসছে যত সিনেমা
বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘স্ত্রী ২’
‘অ্যানিম্যাল’ দিয়ে বাজিমাত: আসছে দশকে রাজত্ব করবেন রনবির কাপুর!