দেশীয় প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে ইতিমধ্যে। বেশ কয়েকবার যুক্তি এবং পাল্টা যুক্তির পর প্রতি বছর ১০টি ভারতীয় সিনেমা মুক্তির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে শাহরুখ খানের ‘পাঠান’ আমদানি সম্পন্ন করেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্নধার অনন্য মামুন। আমদানির কাজ শেষ হলেও, বাকী ছিলো মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র। জানা গেছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘পাঠান’ সিনেমাটি।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি জন্য সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অনন্য মামুন। আমদানি সংক্রান্ত অনুমতি এবং আনুষ্ঠানিকতা আগেই শেষ করে রেখেছিলো বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। বাকী ছিলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র। সেটি নিশ্চিত হওয়ায় দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমাটি প্রদর্শনে আর কোনো বাধা নেই। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বৃহস্পতিবার প্রদর্শনের পর সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছেন সেন্সর বোর্ড সদস্যরা।
এদিকে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার পোষ্টার ঝুলতে দেখা গেছে। জানা গিয়েছিলো ৫ই মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে আজ (৪ঠা মে) সেন্সর ছাড়পত্র পাওয়ার পর নিশ্চিত হওয়া গেছে মুক্তি তারিখ চূড়ান্ত। আগামী ১২ই মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পাঠান’। মুক্তি তারিখটি নিশ্চিত করে অনন্য মামুন বলেন, ‘আজ সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।’
#Pathaan poster in Bangladeshi theaters. Releasing in May 05, 2023. Finally Bangladeshi fans of @iamsrk
have the thing to rejoice. Thank you @yrf #ফিল্মীমাইক #বলিউড #পাঠান #Filmymike #Bollywood #Pathaan #SRK𓃵 #ShahRukhKhan𓀠 #SRKians @BrijwaSRKman @SRKUniverse @iamsrkfan_brk pic.twitter.com/Q16ucjTIhy— FilmyMike.com (@FilmyMikeBD) May 1, 2023
বলিউড বাদশা শাহরুখ খানের ইন্ডাস্ট্রি হিট ‘পাঠান’ সিনেমাটি বিশ্বব্যাপী হাজার কোটির উপরে ব্যবসা করেছে। যশ রাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমাটি বাংলাদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। ইতিমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমাটি। বাংলাদেশের বেশীরভাগ দর্শকও ইতিমধ্যে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে দেখেছেন। খুব শীগ্রই সিনেমাটি চীন এবং জাপানে মুক্তির প্রস্তুতি নিচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।
এদিকে, গত ৩০ এপ্রিল (রোববার) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৫ মে’র পরিবর্তে বাংলাদেশে ‘পাঠান’ সিনেমার মুক্তি আরো দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবী জানিয়েছিলেন ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা সংশ্লিষ্টরা। উক্ত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, ‘কিল হিম’ সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল, নির্মাতা সৈকত নাসির, সোলায়মান হোসেন লেবু, তপু খান, ‘লোকাল’ সিনেমার পরিচালক সাইফ চন্দন, চিত্রনায়ক জয় চৌধুরী এবং আদর আজাদ প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৫শে জানুয়ারি মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার মাধ্যমে স্পাই ইউনিভার্সের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। সিনেমাটিতে টাইগার হিসেবে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান। একইভাবে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’ সিনেমায় পাঠান চরিত্রে হাজির হচ্ছেন শাহরুখ খান। স্পাই ইউনিভার্সের দুই সুপার এজেন্টের ক্রসওভারের মাধ্যমে এর প্রতি দর্শকদের আগ্রহ বৃদ্ধির দুর্দান্ত কৌশল অবলম্বন করেছেন আদিত্য চোপড়া।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ভারতীয় সিনেমার সবচেয়ে সফল এবং জনপ্রিয় ইউনিভার্স হিসেবে আবির্ভুত হয়েছে। ‘পাঠান’ সিনেমার আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যাঁ’ (২০১৭) এবং ‘ওয়ার’ (২০১৯) সিনেমাগুলো বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করতে সক্ষম হয়েছে। আর সর্বশেষ ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে। বক্স অফিসে প্রায় ৩০টির বেশী নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। আগামী দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’ সিনেমাটিও বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারণা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত ‘পাঠান’ সিনেমাটিতে শাহরুখ খানের সাথে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ। তবে স্পাই ইউনিভার্স সিভিল ওয়ার ‘পাঠান বনাম টাইগার’ সিনেমাটির পরিচালক বা অন্যান্য বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
আরো পড়ুনঃ
বাংলাদেশে মুক্তির অনুমতি পেলো ‘পাঠান’: সেন্সর ছাড়পত্রের অপেক্ষা
বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পেছানোর দাবিতে দেশীয় নির্মাতাদের সংবাদ সম্মেলন