‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া থ্রি’: অগ্রিম টিকেটে দারুণ শুরু

‘সিঙ্গাম এগেইন’ বনাম

দীপাবলির ‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া থ্রি’ বক্স অফিসে লড়াই শুরু হতে যাচ্ছে নভেম্বরের ১ তারিখে। দুটি সিনেমা নিয়ে দর্শক এবং প্রদর্শকদের আগ্রহ আকাশচুম্বী। তবে সিনেমাগুলোর মধ্যে প্রদর্শনী ভাগাভাগি নিয়ে পরিবেশকদের বেগ পেতে হয়েছে ব্যাপক। জানা গেছে দুই সিনেমার মধ্যে পর্দা ভাগাভাগির বিষয়ে অবশেষে ঐক্যমতে পৌঁছেছেন সংশ্লিষ্টরা।

২০২১ সালে ‘সুরিয়াবংশী’ এবং হলিউড সিনেমা ‘ইটার্নালস’ নিয়েও তৈরি হয়েছিলো একই রকম পরিস্থিতি। দীর্ঘ দর কষাকষি এবং আলোচনার পর অবশেষে পর্দা ভাগাভাগি নিয়ে সমাধানে এসেছেন নির্মাতারা। মুক্তির মাত্র তিনদিন আগে অক্টোবরের ২৯ তারিখে সমাধানে এসেছেন তারা। এরপরই মাল্টিপ্লেক্স সহ ভারতের একক পর্দার প্রেক্ষাগৃহে শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সিনেপলিস ছাড়া অন্যসব প্রধান মাল্টিপ্লেক্স চেইনে ৬০% প্রদর্শনী পাচ্ছে অজয়ের ‘সিঙ্গাম এগেইন’। আর বাকি ৪০% প্রদর্শনী পাচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। আর সিনেপলিসে ‘সিঙ্গাম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া থ্রি’-এর প্রদর্শনীর পরিমাণ যথাক্রমে ৫৮% এবং ৪২%।

মাল্টিপ্লেক্সের পাশাপাশি একক পর্দার প্রেক্ষাগৃহেও ৬০% প্রদর্শনী পাচ্ছে ‘সিঙ্গাম এগেইন’। সাধারণত একক পর্দার প্রেক্ষাগৃহে দৈনিক ৪টি প্রদর্শনী হয়ে থাকে, তবে দীপাবলি উপলক্ষ্যে একটি বেশী প্রদর্শনীর আয়োজন করছেন প্রেক্ষাগৃহ মালিকরা। অর্থাৎ, দৈনিক ৫টি প্রদর্শনীর মধ্যে ৩টি’তে প্রদর্শীত হবে ‘সিঙ্গাম এগেইন’ এবং ২টি প্রদর্শনী বরাদ্ধ থাকছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার জন্য।

এদিকে দীপাবলির উৎসবকে কাজে লাগাতে দুটি সিনেমার টিকেটের মূল্য বৃদ্ধি করেছেন পরিবেশক এবং প্রেক্ষাগৃহ মালিকরা। প্রেক্ষাগৃহগুলো উচ্চমূল্যে সিনেমাগুলোর টিকেট বিক্রির প্রস্তুতি নিচ্ছে। আর কিছু কিছু মাল্টিপ্লেক্সে টিকেটের মূল্য রেকর্ড পরিমাণ হতে যাচ্ছে বলেও জানা গেছে। বিকেল এবং রাতের প্রদর্শনীতে সিনেমাগুলোর টিকেটের মূল্য ১,০৮০ রুপি নির্ধারন করেছেন পরিবেশকরা।

এদিকে অগ্রিম টিকেট বিক্রি শুরু পর দারুণ সাড়া পাচ্ছে দুটি সিনেমাই। অগ্রিম টিকেট বিক্রি শুরু একদিনে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকেট বিক্রি ৪ কোটি রুপি ছাড়িয়ে গেছে। অন্যদিকে ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটির প্রথম দিনের টিকেট অগ্রিম বিক্রি হয়েছে ৩ কোটি রুপি। ৩১শে অক্টোবর দুটি সিনেমার অগ্রিম টিকেট বিক্রিতে বেগ আসবে বলে মনে করছেন সবাই।

উল্লেখ্য যে, ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটিতে কার্তিক আরিয়ানের পাশাপাশি একসাথে হাজির হচ্ছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। আনিস বাজমী পরিচালিত এই সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন তৃপ্তি দিম্রি। আর ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় অজয়ের সাথে থাকছেন অক্ষয় কুমার, রনভীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাডুকোন, কারিনা কাপুর, অর্জুন কাপুর এবং সালমান খান।

আরো পড়ুনঃ
অজয় বনাম কার্তিক: মুক্তির আগের লড়াইয়ে উত্তপ্ত বলিউড!
তৃতীয় পর্ব মুক্তির আগেই চূড়ান্ত ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব!
সিঙ্গাম এগেইন বনাম ভুল ভুলাইয়া ৩: দিওয়ালী বক্স অফিস লড়াই

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত