অজয় দেবগণের সাথে ‘সিংঘাম ৩’ নিশ্চিত করলেন নির্মাতা রোহিত শেঠি

সিংঘাম ৩

সিংঘাম ৩

অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম আইকনিক একটি চরিত্র হচ্ছে বাজিরাও সিংঘাম। রোহিত শেঠি পরিচালিত এই ফ্র্যাঞ্ছাইজির এখন পর্যন্ত দুইটি সিনেমা মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই দুই সিনেমার সফলতার পর রোহিত শেঠি তার কপ ইউনিভার্স নির্মানের পরিকল্পনা করেন, যেখানে যুক্ত হয়েছে ‘সিম্বা’ এবং ‘সুরিয়াবংশী’। সর্বশেষ অক্ষয় কুমারের ‘সুরিয়াবংশী’ সিনেমাটি মুক্তির পর অজয় এবং রোহিত ভক্তরা ‘সিংঘাম ৩’ সিনেমাটির জন্য অপেক্ষা করছেন।

সাম্প্রতিক সময়ে ‘সিংঘাম ৩’ সিনেমাটি নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও নিশ্চিত কোন খবর পাওয়া যাচ্ছিলো না। অবশেষে অজয় দেবগণের সাথে ‘সিংঘাম ৩’ নিশ্চিত করলেন নির্মাতা রোহিত শেঠি নিজেই। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে অজয় দেবগণকে নিয়ে ‘সিংঘাম’ ফ্র্যাঞ্ছাইজির তৃতীয় পর্বের কাজ শুরুর কথা জানিয়েছেন রোহিত শেঠি। বর্তমানে অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো ‘খতরন কে খিলাড়ি’ এর দৃশ্যধারনের কাজে কেপ টাউনে রয়েছেন রোহিত শেঠি।

অজয় দেবগণের সাথে ‘সিংঘাম ৩’ নির্মান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখন সিংঘাম-এর পরবর্তি চ্যাপ্টারে মনোনিবেশ করছি। সার্কাস  মুক্তির পর আগামী এপ্রিল থেকে আমরা সিনেমাটির কাজ শুরু করতে যাচ্ছি। সিংঘাম সিনেমাটি সিম্বা এবং সুরিয়াবংশী-এর অংশ হলেও অজয়ের সাথে কাজের অনেক দিন পেরিয়ে গেছে। সিংঘাম ফ্র্যাঞ্ছাইজির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিলো ২০১৪ সালে।‘

তবে সেই আলাপচারিতায় রোহিত শেঠি আরো জানিয়েছেন যে এই ফ্র্যাঞ্ছাইজির আগের সিনেমাগুলোর তুলনায় ‘সিংঘাম ৩’ অনেক বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এখনো স্যাটেলাইটে সিংঘাম অন্যতম জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য। সময় বদলে গেছে এবং এখন সিনেমার জগতটা আরো অনেক বড় হয়েছে। আমি অজয়ের সাথে এরকমই কিছু একটা করার জন্য অপেক্ষা করছি।‘

এদিকে রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ক্রিসমাসে। এর আগে যে দর্শকরা ‘অল দ্য বেষ্ট’ এবং ‘গোলমাল’ পছন্দ করেছেন তাদের জন্য ‘সার্কাস’ সিনেমাটি নির্মান করা হয়েছে বলে জানিয়েছেন রোহিত শেঠি। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পর আপনি জানেন আপনি কি নির্মান করছেন। সার্কাস একটি মিষ্টি সিনেমা, ভালো সময়ের জন্য মানুষ এটি একবার, দুইবার বা তিনবার করে দেখবে।‘

অন্যদিকে রোহিত শেঠি তার পুলিশ ইউনিভার্সের অংশ হিসেবে নির্মান করছেন ওয়েব সিরিজ ‘দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। ওয়েব সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্ত মালহোত্রা। পুলিশ ইউনিভার্সে আর কে যুক্ত হচ্ছেন এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, ‘আমি জানি আর কে বা কারা যুক্ত হচ্ছেন, যারা যুক্ত হচ্ছেন তারাও জানেন। কিন্তু এটি আমি এখনই বলতে পারবো না। আপনাকে তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।‘

প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘সুরিয়াবংশী’ সিনেমাটির শেষ দৃশ্যে দেখা গেছে ‘সিংঘাম’ রুপে অজয় দেবগণকে। গুঞ্জন শোনা গিয়েছিলো ‘সুরিয়াবংশী’ সিনেমাটির গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে ‘সিংঘাম ৩’ সিনেমার গল্প। এছাড়া ‘সিম্বা’ এবং ‘সুরিয়াবংশী’ সিনেমাগুলোর মোট ‘সিংঘাম ৩’ সিনেমায়ও একসাথে হাজির হবেন রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের তিন প্রধান তারকা অজয় দেবগণ, অক্ষয় কুমার এবং রনভীর সিং।

আরো পড়ুনঃ
আসছে দিওয়ালীতে বক্স অফিসে মুখোমুখি অজয় দেবগণ এবং অক্ষয় কুমার
নিশ্চিত হলো আমির খান এবং অক্ষয় কুমারের বক্স অফিস লড়াই
করন জোহরের প্রযোজনায় এবার আইনজীবীর বায়োপিকে অক্ষয় কুমার

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত