অনলাইনে গল্প ফাঁসঃ সালমান খানের ‘সিকান্দার’ রিমেক সিনেমা!

সালমান খানের ‘সিকান্দার’

চলতি বছরের ঈদে বড় পর্দায় হাজির হচ্ছেন সালমান খান। এআর মুরগাদোস পরিচালিত ‘সিকান্দার’ মুক্তি পাচ্ছে আসছে ঈদে। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ। তবে এতি বিপত্তি বেঁধেছে নতুন একটি গুঞ্জনে। অনলাইনে গল্প ফাঁস হওয়ার পর সালমান খানের ‘সিকান্দার’ রিমেক সিনেমা হিসেবে মনে করছেন অনেকে।

সম্প্রতি সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার গল্প ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুঞ্জনের মূল কারণ হচ্ছে, ফাঁস হওয়া গল্পটি থালাপতি বিজয়ের ‘সরকার’ সিনেমার সাথে অনেকটাই মিলে যায়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সরকার’ সিনেমাটিও পরিচালনা করেছেন এআর মুরগাদোস। সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে ব্যার্থ হয়েছিলো।

অনলাইনে গল্প ফাঁস অনুযায়ী, একজন প্রভাবশালী ব্যবসায়ী যিনি সাধারণ মানুষের সমস্যা দেখার পর তা রোধ করতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামেন। এর আগে থালাপতি বিজয়ের ‘সরকার’ সিনেমার গল্পেও এমনটাই দেখা গেছে। এছাড়া ‘সিকান্দার’ সিনেমার খলনায়ক সত্যরাজ এতে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন।

তবে আসলেই সালমান খানের ‘সিকান্দার’ রিমেক সিনেমা না নতুন গল্পে নির্মিত সেটি এখনো অনেকটাই ধোয়াশার মধ্যে রয়েছে। গল্প এবং চরিত্রের মিলের কারনে, ‘সিকান্দার’কে অনেকেই রিমেক সিনেমা হিসেবে মনে করছেন। তবে গুঞ্জন স্বত্বেও, এটিকে নতুন গল্পের সিনেমা হিসেবে ঘোষণা দিচ্ছেন নির্মাতারা।

এদিকে জানা গেছে, ‘সরকার’ পুরোদমে রাজনৈতিক প্লটের সিনেমা হলেও, ‘সিকান্দার’ অনেকটাই সালমান খান নির্ভর হতে যাচ্ছে। রাজনৈতিক গণ্ডি পেরিয়ে এতে থাকছে এর চেয়েও বেশী কিছু। প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করেই নির্মিত হচ্ছে সিনেমাটি। কিন্তু, বিজয়ের সিনেমা থেকে কতটুকু আলাদা হবে সালমান খানের ‘সিকান্দার’, এটাই সবচেয়ে বড় প্রশ্ন।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে দক্ষিণের রিমেক সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’ এবং শাহীদ কাপুরের ‘দেবা’। ‘সিকান্দার’ যদি তামিল ‘সরকার’-এর রিমেক হয়, তাহলে এর বক্স অফিস ভাগ্য কি হয় সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত, সালমান খানের ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। চলতি বছরের মার্চে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এই সিনেমাটির মাধ্যমে বক্স অফিসে প্রিয় তারকার আবারো নিজের রাজত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন সালমান খান ভক্তরা।

আরো পড়ুনঃ
আসছে ‘মে হু না’ দ্বিতীয় পর্বঃ প্রধান চরিত্রে কি থাকছেন শাহরুখ খান?
‘হেরা ফেরি’ ভক্তদের জন্য সুখবরঃ তৃতীয় পর্ব পরিচালনায় বড় চমক
আসন্ন সিনেমার তালিকায় দুর্দান্ত আয়োজনঃ যুক্ত হলেন নির্মাতা কবির খান

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত