আদিত্য চোপড়ার উচ্চাভিলাষী স্পাই ইউনিভার্সের সর্বশেষ সিনেমা ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১০২০ কোটির বেশী আয় করতে সক্ষম হয়েছে। এর আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যাঁ’ এবং ‘ওয়ার’ সিনেমাগুলো বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। স্পাই ইউনিভার্সের পরবর্তি সিনেমা ‘টাইগার থ্রী’ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের দীপাবলিতে। আগেই নিশ্চিত হওয়া হয়েছিলো এই সিনেমায় পাঠান চরিত্রে হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি জানা গেছে ‘টাইগার থ্রী’ সিনেমায় সালমান খানকে কারাগার থেকে উদ্ধার করতে দেখা যাবে শাহরুখ খানকে।
এর আগে ‘পাঠান’ সিনেমায়ও একসাথে বড় পর্দায় হাজির হয়েছিলেন শাহরুখ খান এবং সালমান খান। পছন্দের দুই তারকাকে একসাথে পর্দায় দেখে প্রেক্ষাগৃহে উম্মাদনায় মেতেছিলেন ভক্তরা। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানকে রাশিয়ার একটি মাফিয়ার হাত থেকে বাঁচাতে লড়াই করেছিলেন সালমান খান। সেই দৃশ্যের শেষে সালমান খান শাহরুখ খানকে বলেছিলেন, ‘আমি অনেক বড় একটি মিশনে যাচ্ছি, সেখানে টাইগারের পাঠানকে দরকার পরতে পারে। বেঁচে থাকিস।‘এই ধারাবাহিকতায় এবার সালমান খানকে কারাগার থেকে উদ্ধার করতে আসছেন শাহরুখ খান।
বলিউড ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কারাগারের একটি অ্যাকশন দৃশ্যে একসাথে হাজির হতে যাচ্ছেন শাহরুখ খান এবং সালমান খান। গল্পে দেখা যাবে, মিশনের একটি পর্যায়ে কারাগারে আটকা পরেছেন টাইগার তথা সালমান খান। আর সেখান থেকে তাকে উদ্ধার করতে হাজির হবেন স্পাই ইউনিভার্সের অন্য ‘সুপার এজেন্ট’ পাঠান তথা শাহরুখ খান। এই দৃশ্যে শাহরুখ খানের উপস্থিতিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন নির্মাতারা। ‘পাঠান’ সিনেমার মত ‘টাইগার থ্রী’-এর এই দৃশ্যটি প্রেক্ষাগৃহে ঝড় তুলতে যাচ্ছে বলে মনে করছেন সবাই।
সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে ‘টাইগার থ্রী’ সিনেমায় শাহরুখ খানের অংশ আগামী গ্রীষ্মে চিত্রায়িত হবে। একটি সূত্রের উল্লেখ করে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘টাইগার থ্রী সিনেমায় পাঠানের আসার অপেক্ষা করুণ! স্পাই ইউনিভার্সের চরিত্রগুলোর ক্রসওভার নিয়ে বিশাল কিছু হতে যাচ্ছে। ইতিমধ্যে এই ইউনিভার্স ব্লকবাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে। প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য অসামান্য বিনোদন প্রধান করার জন্য দারুণ সব টুইস্ট এবং চমক নিয়ে আসছেন নির্মাতারা।‘
সম্প্রতি জানা গেছে এপ্রিলের শেষ দিকে ‘টাইগার থ্রী’ সিনেমার কাজে অংশ নিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, ‘দর্শকরা পাঠান সিনেমার শাহরুখ এবং সালমানকে একসাথে দেখেছেন এবং ভালোবাসায় ভাসিয়েছেন। আদিত্য চোপড়া এবং মানিশ শর্মা এই দুই তারকাকে একসাথে করার ব্যাপারে দারুণ কিছু পরিকল্পনা করেছেন। মুম্বাইয়ে এপ্রিলের শেষ সপ্তাহের সাতদিন শাহরুখ খান টাইগার থ্রী সিনেমার দৃশ্যধারনে অংশ নিবেন। এই দৃশ্যে সালমান খানকে কারাগার থেকে উদ্ধার করতে লড়াই করবেন শাহরুখ খান।‘
সূত্রটি আরো জানিয়েছে, ‘একটি দৃশ্যের জন্য সাতদিন সময় রাখা হয়েছে মানে, দর্শকদের জন্য দারুণ কিছু পরিকল্পনা করা হয়েছে। পাঠান সিনেমার পর এটি নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী এবং নির্মাতারা এ ব্যাপারে খুবই সতর্ক। তাই একটি বিষয়ে সবাই নিশ্চিত হতে পারেন যে, যশ রাজ ফিল্মস এবং মানিশ শর্মা পাঠান এবং টাইগারের এই দৃশ্যকে ভারতীয় সিনেমার সবচেয়ে আকর্ষনীয় দৃশ্য করার ব্যাপারে সব চেষ্টা করছেন।‘ ‘পাঠান’ সিনেমার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা স্পাই ইউনিভার্স ‘টাইগার থ্রী’ সিনেমার মাধ্যমে আরো ব্যপকতা অর্জন করতে যাচ্ছে।
স্পাই ইউনিভার্সের প্রতিটি সিনেমার মাধ্যমে দর্শকদের প্রেক্ষাগৃহে অভিজ্ঞতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে যশ রাজ ফিল্মস। তিনটি সুপার স্পাইয়ের ব্যক্তিত্ব এবং গল্পের ভিত্তিটা যেভাবে আলাদা সাজানো হয়েছে, তা বিবেচনা করে প্রতিটি সিনেমায় আলাদা আবেগ থাকবে। এটা নিশ্চিত করেই বলা যায় যে, যখন এই সুপার স্পাইরা একে অপরের সিনেমায় হাজির হবেন, তখন প্রতিবারই আতশবাজি হবে। এখানে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় মেগাস্টাররা তাদের অনন্য শৈলীতে এমন অ্যাকশন করছেন যা আগে কখনও দেখা যায়নি। সব মিলিয়ে স্পাই ইয়নিভার্স ভারতীয় সিনেমার একটি মহাকাব্য হতে চলেছে!
২০১২ সালে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ ব্যাপকভাবে আলোচিত হয়েছিলো। প্রথম পর্বের দারুণ সাফল্যের পর ২০১৭ সালে মুক্তি পেয়েছিলো এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব ‘টাইগার জিন্দা হ্যাঁ’। এই সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। তৃতীয় বারের মত গোয়েন্দা ভিত্তিক গল্পে টাইগার চরিত্রে হাজির হচ্ছেন সালমান খান। ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে সালমান খানের সাথে থাকছেন ক্যাটরিনা কাইফ। তাকে পাকিস্থানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্মকর্তা হিসেবে দেখা যাবে।
উল্লেখ্য যে, ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রী’ সিনেমার মাধ্যমে ইতিমধ্যে স্পাই ইউনিভার্সের পাঠান এবং টাইগার চরিত্রগুলোর ক্রসওভার নিশ্চিত করেছেন। আদিত্য চোপড়ার উচ্চাভিলাষী এই ইউনিভার্সের অন্য প্রধান চরিত্রটি হচ্ছে মেজর কবির। ‘ওয়ার’ সিনেমায় এই চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন। গুঞ্জন অনুযায়ী, ‘টাইগার থ্রী’ এরপর স্পাই ইউনিভার্সের পরবর্তি সিনেমা হতে যাচ্ছে ‘ওয়ার ২’, যেখানে একসাথে দেখা যেতে পারে তিনজনকে একসাথে। এছাড়া ‘পাঠান বনাম টাইগার’ দিয়ে স্পাই ইউনিভার্সের একটি সিভিল ওয়ার নির্মানেরও পরিকল্পনা করছেন আদিত্য চোপড়া।
আরো পড়ুনঃ
এপ্রিলে ‘টাইগার থ্রী’ সিনেমার দৃশ্যধারনে যোগ দিচ্ছেন শাহরুখ খান
স্পাই ইউনিভার্স: ‘টাইগার’ এবং ‘ওয়ার’ সিনেমার সাথে ‘পাঠান’ সংযোগ
টাইগারের মুখোমুখি পাঠান: এবার আসছে স্পাই ইউনিভার্সের ‘সিভিল ওয়ার’