গত বছর মুক্তিপ্রাপ্ত ‘গাদার ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর আবারো বলিউডের বক্স অফিস দৌড়ে সানি দেওল। ‘গাদার ২’ সাফল্যের কারনে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে এই তারকার একাধিক সিনেমা। এরমধ্যে আছে ‘জাট’, ‘লাহোরঃ ১৯৪৭’, ‘রামায়ণ’ এবং ‘বর্ডার ২’। সম্প্রতি জানা গেছে আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল অভিনীত ‘জ্যাট’ সিনেমাটি।
গত কিছুদিন নিশ্চিত ছিলো যে, ‘গাদার ২’-এর পর সানি দেওলের পরবর্তি সিনেমা হতে যাচ্ছে ‘লাহোরঃ ১৯৪৭’। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিলো। তবে সম্প্রতি জানা গেছে, প্রজাতন্ত্র দিবসে মুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে ‘লাহোরঃ ১৯৪৭’। আর এই সপ্তাহান্তে মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল এবং গোপীচাঁদ মালিনেনির সিনেমা ‘জ্যাট’।
এ সম্পর্কে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে শীগ্রই সিনেমাটি মুক্তির তারিখ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তবে নির্মাতারা ‘জ্যাট’ মুক্তির জন্য আগামী বছরের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে এগুচ্ছেন। অ্যাকশন প্যাকড সিনেমার জন্য প্রজাতন্ত্র দিবসই উপযুক্ত সময় বলে মনে করছে এর নির্মাতা প্রতিষ্ঠান মিথ্রি প্রোডাকশন। সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে।
দেশাত্মবোধক গল্পের উপর ভিত্তি করে নির্মিত সানি দেওল অভিনীত ‘জ্যাট’ সিনেমাটির ভিজ্যুয়াল দর্শকে হতবাক করে দিবে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। সূত্রটি আরো জানিয়েছে ‘এটি একটি শক্তিশালী আবেদনের গল্পের সাথে বড় বাজেটের অ্যাকশন বিনোদনকারী সিনেমা। সানি দেওল তার ক্যারিয়ার জুড়ে এই ধরণের সিনেমার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন৷ নির্মাতারা দর্শকদের জন্য এই নির্মানটি প্রকাশ করতে উম্মুখ’।
এদিকে আমির খান প্রযোজিত ‘লাহোরঃ ১৯৪৭’ সিনেমাটি আগামী বছরের মার্চ থেকে জুনের মধ্যে মুক্তি পরিকল্পনা করা হচ্ছে। পরিচালক রাজকুমার সন্তোষীর তত্ত্বাবধানে এর পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে বলেও জানা গেছে। নির্মাতারা এর ভিজ্যুয়ালগুলির সাথে সাথে সেই যুগের নান্দনিকতার ব্যাপারেও আপসহীন। প্রথম সম্পাদনার খসড়া শেষ হলেও সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করবেন নির্মাতারা।
এদিকে, ‘জ্যাট’ এবং ‘লাহোরঃ ১৯৪৭’ সিনেমাগুলো ছাড়াও সানি দেওলের হাতে রয়েছে ‘রামায়ণ’ এবং ‘বর্ডার ২’-এর মত আরো দুটি বিগ বাজেটের সিনেমা। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় সানি দেওলকে হুনুমানের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে ‘বর্ডার ২’ এই তারকার ব্লকবাস্টার ‘বর্ডার’ সিনেমার সিক্যুয়েল। এতে সানি দেওলের সাথে অভিনয় করছেন একঝাক তরুন অভিনেতা।
মজার ব্যাপার হচ্ছে, ‘লাহোরঃ ১৯৪৭’ ছাড়াও আমির খানের প্রযোজনায় আরো একটি সিনেমা নির্মানাধীন রয়েছে। ‘সিতারে জমিন পার’ নামের এই সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান নিজেই। জানা গেছে দুটি সিনেমার মুক্তির তারিখ এক সাথেই ঘোষণা করবেন আমির খান। উপযুক্ত সময় বিবেচনায় যথা সময়ে সিনেমাগুলো মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আরো পড়ুনঃ
ক্যারিয়ার এবং নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা জানালেন শাহরুখ খান
প্রত্যাবর্তনের অপেক্ষায় আমির খানঃ আলোচনায় দুই বিগ বাজেট সিনেমা
সরে দাঁড়ালেন আমির খান এবং রাম চরনঃ ক্রিসমাসে আসছেন বরুন