‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ সিনেমায় শ্রেয়াস তালপাড়ের পরিবর্তে আয়ুশ শর্মা!

শ্রেয়াস তালপাড়ের পরিবর্তে আয়ুশ

শ্রেয়াস তালপাড়ের পরিবর্তে আয়ুশ

বলিউডের প্রভাবশালী প্রযোজক সাজিদ নাদিওয়ালা সালমান খান অভিনীত ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ সিনেমাটির প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছিলেন। সিনেমাটির সাথে এই নির্মাতার সংযুক্ত না থাকার প্রেক্ষিতে সিনেমাটি সালমান খান নিজেই প্রযোজনার সিদ্ধান্ত নেন। বর্তমানে এসকে ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে সম্প্রতি সিনেমাটি নিয়ে পাওয়া গেলো নতুন খবর। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ সিনেমায় শ্রেয়াস তালপাড়ের পরিবর্তে অভিনয় করছেন আয়ুশ শর্মা!

বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী সালমান খান ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ সিনেমাটি প্রযোজনার দায়িত্ব নেয়ার পর এর অভিনেতার তালিকায় বড় পরিবর্তন আসছে। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমাটিতে প্রথমে সালমান খানের দুই ভাইয়ের এক ভাইয়ের চরিত্রে অভিনয়ের কথা ছিলো শ্রেয়াস তালপাড়ের। কিন্তু সম্প্রতি সিনেমাটিতে এই চরিত্রে অভিনয়ের জন্য সালমান খানের ভগ্নীপতি আয়ুশ শর্মাকে চূড়ান্ত করা হয়েছে।

একটি সূত্রের উল্লেখ করে উক্ত সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘শ্রেয়াস তালপাড়ে এবং আরশাদ ওয়ার্সির পরিবর্তে কাভি ঈদ কাভি দিওয়ালী সিনেমায় অভিনয়ের জন্য আয়ুশ শর্মা এবং জহির ইকবালকে চূড়ান্ত করেছেন। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমায় এই দুই তারকা সালমান খানের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগরে। আর সালমান খানের সমান্তরাল একটি চরিত্রে অভিনয় করছেন দক্ষিনি সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশ।‘

এদিকে আগে শোনা গিয়েছিলো চরিত্রের ব্যাপ্তি কম হওয়ার কারনে সিনেমাটিতে অভিনয় করছেন না আয়ুশ শর্মা। সিনেমাটিতে আয়ুশ শর্মা এবং জহির ইকবালের চরিত্র ছোট উল্লেখ করে সূত্রটি আরো জানিয়েছে, ‘আগে অন্তিম সিনেমার মত বড় চরিত্র না হওয়ার কারনে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন আয়ুশ শর্মা। এরপর আবার সিনেমাটিতে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেন এই তারকা। শেষ পর্যন্ত সালমান খানের সাথে তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।‘

জানা গেছে সিনেমাটির কিছু ক্রিয়েটিভ বিষয়ে সাজিদ নাদিওয়ালা এবং সালমান খান একমত হতে পারছেন না উল্লেখ করে সূত্রটি আরো জানিয়েছে, ‘সালমান খান মনে করছেন সাজিদ এই প্রোজেক্টের এবং তার স্টারডামের প্রতি যতেষ্ঠ বিশ্বাস রাখতে পারছেন না। অন্যদিকে সাজিদ মনে করছেন সালমান খান সবকিছু খুব হালকা ভাবে নিচ্ছেন, তাই তারা দুইজন পরবর্তিতে আরো ভালো কিছু নিয়ে একসাথে কাজ করলেই ভালো হবে। দুজনের মধ্যে আলোচনার পর সাজিদ নাদিওয়ালা সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সালমান খান পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন।‘

উল্লেখ্য যে, ইতিমধ্যে ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ সিনেমার চিত্রনাট্যের স্বত্ব সাজিদের কাছ থেকে নিয়ে নিয়েছেন সালমান খান। বর্তমানে এসকেএফ-এর ব্যানারে সিনেমাটি নির্মানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কিছুদিন আগে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সিনেমাটির একটি সেট নির্মানের কাজ শুরু করেছিলেন সাজিদ নাদিওয়ালা। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী সালমান খান তার টিমকে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, চার ভাইয়ের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমা। সিনেমাতে দেখা যাবে জহির ইকবাল এবং আসিম রিয়াজ নিজেদের সাথী পেয়ে গেছে। এরপর ছোট তিন ভাই বড় ভাই সালমান খানকে বিয়ে করাতে একসাথে হয়। বর্তমানে সিনেমাটি প্রি-প্রডাকশনে রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে সিনেমাটির কাজ। আর ঘোষনা অনুযায়ী চলতি বছরের ৩০শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের এই সিনেমাটি।

আরো পড়ুনঃ
কাভি ঈদ কাভি দিওয়ালী: সরে গেলেন সাজিদ, সালমান নিজেই প্রযোজনায়!
অজয় দেবগন এবং আমির খানের পর এবার পরিচালনায় সালমান খান!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত