সম্প্রতি শেষ হলো আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ সিনেমার দৃশ্যধারনের কাজ। সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সারা আলী খান এবং ধানুশ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন অক্ষয় কুমার এবং সারা আলী খান নিজেই।
দৃশ্যধারন শেষের মুহৃর্তে সারা সিনেমাটির পরিচালক আনন্দ এল রাইকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তার দুই সহঅভিনেতা অক্ষয় কুমার এবং ধানুষকেও। এদিকে অক্ষয় কুমার সিনেমাটিতে তার লুক প্ৰকাশ করেছেন অক্ষয় কুমার। সেখানে তাকে একজন জাদুকরের পোশাকে দেখা গেছে।
শেষ হলো আনন্দ এল রাই পরিচালিত #আতরঙ্গি_রে সিনেমার দৃশ্যধারনের কাজ।#SaraAliKhan #Dhanush #AkshayKumar #ARRahman #AtrangiRe #ফিল্মীমাইক #সারা_আলী_খান #অক্ষয়_কুমার #Filmymike #Bollywood #বলিউড pic.twitter.com/eXxWLnVNOv
— FilmyMike.com (@FilmyMikeBD) March 28, 2021
‘অতরঙ্গি রে’ সিনেমাটি রোম্যান্টিক গল্পে নির্মিত হচ্ছে হচ্ছে বলে জানা গেছে। সিনেমাটিতে সারা আলী খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ধানুশ।
আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন হিমাংশু শর্মা। আর সিনেমাটির সংগীত পরিচালনায় আছেন ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমান। সিনেমাটি চলতি বছরের ৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছেন।
আরো পড়ুনঃ
প্রেক্ষাগৃহে ফিরছে বলিউড: একদিনে ছয় সিনেমার মুক্তি ঘোষনা
বলিউড ২০২১: নতুন বছরে বক্স অফিস মাতাবে যে সিনেমাগুলো