দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ইতিমধ্যে বলিউড সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে সব রেকর্ড দখলে নিয়েছে এই সিনেমা। এছাড়া হিন্দি সিনেমা হিসেবে একাধিক রেকর্ড গড়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এই সিনেমাটি। ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের কারনে শাহরুখ খান অভিনীত পরবর্তি সিনেমা ‘জওয়ান’ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি জানা গেছে শীগ্রই শেষ হচ্ছে ‘জওয়ান’ দৃশ্যধারন, আর এতে একটি দৃশ্যে নিজেই নিজেকে ধাওয়া করতে দেখা যাবে শাহরুখ খানকে।
গত বছরের জুনে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ঘোষণার পর থেকেই ‘জওয়ান’ দর্শকদের আগ্রহের শীর্ষে অবস্থান করছে। এছাড়া সিনেমাটির পরিচালক অ্যাটলি কুমার, তামিলের অন্যতম জনপ্রিয় নির্মাতাদের একজন। তামিলের বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমার নির্মাতা এই পরিচালক। অ্যাটলি কুমার সাধারণত বাণিজ্যিক উপাদানের সিনেমা নির্মানের জন্য বিখ্যাত। শাহরুখ খানে ‘জওয়ান’ নিয়ে তাই দর্শকদের পাশাপাশি ট্রেড বিশেষজ্ঞরাও ব্যাপক আশাবাদী।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে একমাসের মধ্যে শেষ হতে যাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার দৃশ্যধারন। উক্ত প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যে সিনেমাটির ১৩০ দিনের দৃশ্যধারন শেষ হয়েছে এবং আর মাত্র ৩০ দিনের কাজ অবশিষ্ট রয়েছে। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের কাজ চলতেসে। এই দৃশ্যে নিজেই নিজেকে ধাওয়া করবেন শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। এই দৃশ্যের দুই চরিত্রেই দেখা যাবে বলিউড বাদশাকে।
শেষ হচ্ছে ‘জওয়ান’ দৃশ্যধারন প্রসঙ্গে একটি সূত্রের উল্লেখ করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘যদিওপাঠান অ্যাকশন সিনেমা ছিলো, জওয়ান সিনেমার অ্যাকশন পুরোপুরি আলাদা ধরনের হতে যাচ্ছে। সিনেমাটির বেশীরভাগ দৃশ্য আসল লোকেশনে চিত্রায়িত হয়েছে এবং ব্লকবাস্টার পরিচালক এটিতে দুর্দান্ত কিছু ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য রেখেছেন। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন সুনীল রদ্রিগেস এবং এএনএল আরাসু।‘ অ্যাটলি কুমারের নিজস্ব ধারার ম্যাস অ্যাকশন দেখা যাবে সিনেমাটিতে। ‘পাঠান’ সিনেমা থেকে ‘জওয়ান’ সিনেমাটি ভিন্ন ধারার হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।
মহামারী পরবর্তি সময়ে দর্শকদের পছন্দে বেশ পরিবর্তন এসেছে। এখন দর্শক প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ক্ষেত্রে জীবনের চেয়ে বড় গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। এই বিষয়টিকে মাথায় রেখে ‘জওয়ান’ নির্মিত হচ্ছে উল্লেখ করে সূত্রটি আরো জানিয়েছে, ‘মহামারী পরবর্তি সময়ে দর্শকদের larger-than-life সিনেমার দেখার যে চাহিদা তৈরি হয়েছে তার সাথে খুবই সমঞ্জস্যপূর্ন হতে যাচ্ছে এটি। এই মুহুর্তে জওয়ান সবচেয়ে সঠিক সিনেমা এবং দর্শকদের জন্য দারুণ কিছু বিনোদনের উপাদান নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান এবং অ্যাটলি।‘
রেড চিলিসের ব্যানারে নির্মানাধীন ‘জওয়ান’ সিনেমাটি শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা হতে যাচ্ছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি। আগামী ২রা জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের সিনেমার লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা। শাহরুখ খান অভিনীত এই সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন এই তারকা।
প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মানাধীন সিনেমাটিতে দেখা যাবে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে। শাহরুখ খান এবং নয়নতারার সাথে সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, ইয়োগি বাবু, রিধি দূর্গা এবং সুনীল গ্রোভার। গুঞ্জন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটিতে তিনজন তারকার অতিথি চরিত্রে অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, তারা হলেন দীপিকা পাডুকোন, থালাপাতি বিজয় এবং আল্লু অর্জুন।
প্রসঙ্গত, অ্যাটলি কুমারের সিনেমার স্বভাবসুলভ বাণিজ্যিক উপকরন নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের এই সিনেমার চিত্রনাট্যে দর্শকদের জন্য বড় ধরনের কিছু সারপ্রাইজও থাকছে। জানা গেছে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বিনোদনের উপদান নিয়ে হাজির হচ্ছেন অ্যাটলি কুমার এবং শাহরুখ খান। সিনেমাটির পুরো চিত্রনাট্য রচনা করেছেন অ্যাটলি কুমার নিজে। প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক শুরুর পর ‘জওয়ান’ নিয়ে সবার প্রত্যাশা এখন আকাশচুম্বী।
আরো পড়ুনঃ
বিজয়ের পর শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় আসছেন আল্লু অর্জুন
প্রেক্ষাগৃহে ‘পাঠান’ উম্মাদনা চলছেঃ ‘জওয়ান’ দৃশ্যধারনে ফিরছেন শাহরুখ
ঘোষণাতেই ঝড় তুললো শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘জওয়ান’