সাজিদ নাদিওয়ালা প্রযোজিত ‘হিরোপানতি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন টাইগার শ্রফ। এরপর একই প্রযোজকের ‘বাঘি’ সিনেমার মাধ্যমে নিজেকে অ্যাকশন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। এবার এই ফ্র্যাঞ্চাইজিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত টাইগার। সম্প্রতি জানা গেছে শুরু হচ্ছে ‘বাঘি ফোর’ সিনেমার দৃশ্যধারন।
‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার জন্য প্রস্তুতি শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিওয়ালা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আসছে নভেম্বরে শুরু হচ্ছে ‘বাঘি ফোর’ সিনেমার দৃশ্যধারনের কাজ। আগের পর্বগুলোর মত দুর্দান্ত অ্যাকশনে ভরপুর হতে যাচ্ছে ‘বাঘি ফোর’। এতে টাইগার শ্রফ তার রনি চরিত্রে আবারো ফিরছেন বড় পর্দায়।
সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ‘ম্যাস দর্শকদের কাছে বাঘি একটি জনপ্রিয় নাম। এই ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমাও বাণিজ্যিকভাবে সফল ছিলো। আগামী নভেম্বর থেকে বাঘি চতুর্থ পর্বের কাজ শুরুর জন্য প্রস্তুত সাজিদ এবং টাইগার।‘ আরো জানা গেছে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় আয়োজন হিসেবে শুরু হচ্ছে ‘বাঘি ফোর’ সিনেমার কাজ।
উক্ত সুত্র অনুযায়ী, ‘বাঘি ফোর’ এই ফ্র্যাঞ্চাইজির জন্য একটি গেম চেঞ্জার হতে যাচ্ছে। সিনেমার শিল্পী নির্বাচন থেকে শুরু করে অ্যাকশন – সবকিছুতেই থাকছে বিশাল সব চমক। এতে টাইগারের চরিত্র রনি, তার সবচেয়ে শক্তিশালী শত্রুর মুখোমুখি হতে যাচ্ছে। মহাকাব্যিক অ্যাকশন এবং একটি রোমাঞ্চকর গল্পের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির ভক্ত-অনুরাগীদের দারুণ কিছু উপহার দিতে যাচ্ছেন নির্মাতারা।
এদিকে আরো জানা গেছে যে, এই সিনেমায় টাইগারের বিপরীতে খলচরিত্রে একজন বড় তারকাকে চিন্তা করছেন নির্মাতারা। তবে এই চরিত্রে কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি। অন্যদিকে ‘বাঘি ফোর’ সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করছেন বলিউডের নতুন ক্রাশ তৃপ্তি দিম্রি। এর মাধ্যমে নতুন একটি জুটি পেতে যাচ্ছেন বলিউড সিনেমার দর্শকরা।
অন্যদিকে ‘বাঘি ফোর’ সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন হার্সা। কন্নড় সিনেমার জনপ্রিয় এই নির্মাতা এবার হাজির হচ্ছেন বলিউডের অ্যাকশন ধামাকা নিয়ে। নতুন নির্মাতার অন্তর্ভুক্তিতে ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ের বলিউডের সবচেয়ে বড় অ্যাকশন সিনেমার হিসেবে আবির্ভুত হতে যাচ্ছে এটি।
ইতিমধ্যে সিনেমাটির জন্য প্রস্তুতি শুরু করেছেন টাইগার শ্রফ। গল্পের প্রয়োজনে টাইগারকে এবার কঠিন চ্যালঞ্জের মুখে পরতে হচ্ছে। আর এরজন্য প্রয়োজন যথেষ্ট শারীরিক প্রস্তুতি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমাটি। আপাতত টাইগার ভক্তদের অপেক্ষা করতে হবে সিনেমাটির কাজ শুরু এবং আনুষ্ঠানিক ঘোষণার।
আরো পড়ুনঃ
এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’: পাওয়া গেলো আনুষ্ঠানিক ঘোষণা
অজয় বনাম কার্তিক: মুক্তির আগের লড়াইয়ে উত্তপ্ত বলিউড!
পুলিশ ইউনিভার্সে চুলবুল পান্ডে! দীপাবলিতে দেখা হচ্ছে সিঙ্গামের সাথে