চলতি বছরে ইতিমধ্যে দুটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমাগুলো ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির বেশী করতে সক্ষম হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী বক্স অফিসে দুটি সিনেমাই ১০০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে দুটি ১০০০ কোটি রুপির আয়ের সিনেমা উপহার দিলেন শাহরুখ খান। আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এই তারকার নতুন সিনেমা ‘ডানকি’। জানা গেছে ক্রিসমাসে শাহরুখ খান এবং প্রভাস বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন।
‘ডানকি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মত একসাথে আসছেন রাজকুমার হিরানি এবং বলিউড বাদশা শাহরুখ খান। ঘোষণার পর থেকেই আলোচনায় থাকা এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। ২০২৩ সালের ক্রিসমাসে ‘ডানকি’ মুক্তির কথা শাহরুখ খান নিশ্চিত করেছেন কিছুদিন আগেও। ইতিমধ্যে দৃশ্যধারন শেষে এর পোষ্ট প্রোডাকশনের কাজ করছেন নির্মাতা রাজকুমার হিরানি। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমাগুলোর পর বিশ্বব্যাপী বক্স অফিসে শাহরুখ খান আবারো ঝর তুলতে যাচ্ছেন বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
এদিকে ‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ২৮শে সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ মুহুর্তে পিছিয়ে যায় ‘সালার’। এরপর থেকেই সিনেমাটির নতুন মুক্তির তারিখ নিয়ে শোনা যাচ্ছিলো ব্যাপক আলোচনা। আগামী দীপাবলি ছাড়াও ২০২৪ সালের জানুয়ারিতে ‘সালার’ মুক্তির কথা শোনা যাচ্ছিলো। তবে অনেকটা চমক হিসেবেই আগামী ক্রিসমাসে ‘সালার’ মুক্তির কথা সামনে এসেছে। যদিও নির্মাতাদের পক্ষ্য থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা এখনো পাওয়া যায়নি আসছে ক্রিসমাসে শাহরুখ খান এবং প্রভাস-এর মুখোমুখি হওয়া অনেকটাই নিশ্চিত।
একই দিনে বছরের সবচেয়ে প্রতীক্ষিত দুই সিনেমা মুক্তির কারনে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বক্স অফিস সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রদর্শক এবং পরিবেশকদের কাছে ক্রিসমাসে মুক্তির বিষয়ে একটি ইমেইল করেছেন ‘সালার’ নির্মাতারা। উক্ত ইমেইল বার্তায় আগামী ২২শে ডিসেম্বর বিশ্বব্যাপী ‘সালার’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান হোম্বলে ফিল্মস। একই দিনে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমাটিও বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত এর মধ্যে কোন সিনেমা পিছিয়ে কিনা সেটা সময়ই বলে দিবে।
এর আগে ২০১৮ সালের ক্রিসমাসে বক্স অফিসে মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান এবং প্রশান্ত নীল। ২০১৮ সালের ক্রিসমাসে মুক্তি পেয়েছিলো শাহরুখ খান অভিনীত ‘জিরো’ এবং প্রশান্ত নীল পরিচালিত সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ১’। ‘কেজিএফ চ্যাপ্টার ১’ সিনেমাটিও প্রযোজনা করেছিলো হোম্বলে ফিল্মস এবং ‘জিরো’ ছিলো রেড চিলিস প্রযোজিত। মজার ব্যাপার হচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমাটিও প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। পাঁচ বছর আবারো বক্স অফিসে লড়াইয়ে নামছে এই প্রতিষ্ঠানগুলো।
বলিউডের অন্যতম সফল নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবারের মত অভিনয় করছেন বলিউড বাদশা শাহরুখ খান। জানা গেছে অবৈধ অভিবাসনের পটভূমি নিয়ে নির্মিত হচ্ছে আলোচিত এই সিনেমা। সিনেমাটির গল্পে ভারত ও কানাডা দুই দেশ মিলিয়ে এক সাধারণ ব্যক্তির জীবনের ঘটনা উঠে আসবে। সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু। এতে একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল! এছাড়া আরো থাকছেন রাজকুমার হিরানির সিনেমার নিয়মিত তারকা বোনান ইরানি।
উল্লেখ্য যে, ‘সালার’ সিনেমাটি মোট দুই পর্বে নির্মিত হয়েছে। প্রথম পর্বটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তামিল অভিনেত্রী শ্রুতি হাসান। এর মাধ্যমে কন্নড় সিনেমায় অভিষিক্ত হতে যাচ্ছে শ্রুতি। প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, মধু গুরুস্বামী, ঈশ্বরী রাও এবং শ্রীয়া রেড্ডির মত তারকাদের নিয়ে নির্মিত এই সিনেমাটির নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। ‘কেজিএফ’ সিরিজের পর আরো একটি বক্স সুনামি আসছে বলে ধারনা করছেন সবাই।
আরো পড়ুনঃ
রেকর্ড দামে বিক্রি হলো শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার ওটিটি প্রদর্শন স্বত্ব
নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘সালার’: বক্স অফিসে মুখোমুখি সালমান খান এবং প্রভাস!
পিছিয়ে গেলো প্রভাসের অ্যাকশন সিনেমা ‘সালার’: নতুন তারিখের অপেক্ষায় ভক্তরা