দীর্ঘ চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত ২৫শে জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে সুনামি হিসেবে হাজির হয়েছে। চীনের বাজার ছাড়া প্রথম বলিউড সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির বেশী আয় করেছে সিনেমাটি। সর্বশেষ ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমার রেকর্ড ভেঙ্গে ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমার রেকর্ড গড়েছেন এটি। এই উপলক্ষ্যে শাহরুখ খান এবং ‘পাঠান’ নির্মাতাদের শুভেচ্ছা জানিয়েছেন ‘বাহুবলী’ সিরিজের প্রযোজক।
মুক্তির পঞ্চম সপ্তাহে শাহরুখ খানের প্রত্যাবর্তনের সিনেমা ‘পাঠান’ ভারতীয় বক্স অফিসে ‘বাহুবলী ২’ সিনেমার হিন্দি সংস্করণের আয়কে ছাড়িয়ে গেছে। এর আগে ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছিলো ৫১১ কোটি রুপি। মুক্তির ৩৮তম দিনে সেই রেকর্ডটি ভেঙ্গে দিয়েছে শাহরুখ খানের প্রত্যাবর্তনের সিনেমা ‘পাঠান’। ষষ্ট শুক্রবার শেষে ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫১১.৬ কোটি রুপি। আনুষ্ঠানিকভাবে তাই ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘পাঠান’।
‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমার এই রেকর্ড ভাঙ্গার পর শাহরুখ খান এবং ‘পাঠান’ নির্মাতাদের শুভেচ্ছা জানিয়েছে ‘বাহুবলী’ সিরিজের প্রযোজক শোবু ইয়ারলাগড্ডা। রেকর্ড ভাঙ্গার এই উপলক্ষ্যকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘শাহরুখ স্যার, সিদ্ধার্থ আনন্দ, ওয়াইআরএফ এবং পাঠান-এর পুরো টিমকে বাহুবলী ২ সিনেমার হিন্দি আয়কে অতিক্রম করার জন্য অভিনন্দন। রেকর্ড তৈরি হয় ভাঙ্গার উদ্দেশ্যে এবং আমি খুশি যে এটি শাহরুখ খান করেছেন।‘
Congratulations to @iamsrk sir, #SiddharthAnand @yrf and the entire team of #Pathaan on crossing @BaahubaliMovie 2 Hindi NBOC. Records are meant to be broken and I am happy it was none other than @iamsrk who did it! ? https://t.co/cUighGJmhu
— Shobu Yarlagadda (@Shobu_) March 4, 2023
এদিকে শাহরুখ খান এবং ‘পাঠান’ নির্মাতাদের ‘বাহুবলী’ প্রযোজকের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। শোবু ইয়ারলাগড্ডার টুইটটি শেয়ার করে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘ভারতীয় সিনেমা কীভাবে উন্নতি করছে তা দেখার চেয়ে রোমাঞ্চকর আর কিছুই নেই! বাহুবলী-এর মত একটি ল্যান্ডমার্ক সিনেমা আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। স্বপ্নবাজ নির্মাতা রাজামৌলী পরিচালিত সিনেমাটি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে।‘ উক্ত পোষ্টে শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ সহ সংশ্লিষ্টদের ট্যাগও করেছে প্রতিষ্ঠানটি।
Nothing more thrilling than seeing how Indian cinema is thriving!!… Thank you @Shobu_ for giving us a landmark film like @BaahubaliMovie directed by the visionary @ssrajamouli – it has inspired us to work harder ♥️ @iamsrk @deepikapadukone @TheJohnAbraham #SiddharthAnand https://t.co/Y88pG33l9P
— Yash Raj Films (@yrf) March 4, 2023
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মুক্তির পঞ্চম সপ্তাহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর চেয়ে ‘পাঠান’ নিয়ে দর্শকদের আগ্রহ বেশী দেখা গেছে। ১৭ই ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত কার্তিক আরিয়ান অভিনীত ‘শাহজাদা’ এবং ২৫শে ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘সেলফি’ সিনেমাগুলো বক্স অফিসে ডিজাস্টার হিসেবে আবর্ভুত হয়েছে। এই দুটি সিনেমার ব্যার্থতায় ৩রা মার্চ থেকে ভারতীয় প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমাটির প্রদর্শনী বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন প্রদর্শকরা। তাই ষষ্ট সপ্তাহে বাড়ছে ‘পাঠান’ সিনেমার প্রদর্শনীর সংখ্যা।
‘পাঠান’ সিনেমার বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে, মুক্তির ষষ্ট সপ্তাহে আবারো আয়ে ঊর্ধ্বগামী প্রবণতা দেখা গেছে। মুক্তির ষষ্ট শুক্রবারের আয় পঞ্চম শুক্রবারের আয়ের চেয়ে বেশী ছিলো। ‘শাহজাদা’ এবং ‘সেলফি’ সিনেমাগুলোর ব্যর্থতার কারনে সিনেমাটির ষষ্ট সপ্তাহান্তের আয় পঞ্চম সপ্তাহান্তের আয়কে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। সামনে হোলিতে বক্স অফিসে আবারো প্রতিযোগিতার মুখে পরতে যাচ্ছে সিনেমাটি। তবে অনুমান অনুযায়ী, শেষ পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আয় দাঁড়াবে ৫১৫ থেকে ৫২০ কোটি রুপি।
এদিকে ভারতীয় বক্স অফিসে পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও নতুন মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে সিনেমাটি। চীনের বাজার ছাড়াই বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে শাহরুখ খানের ‘পাঠান’। পঞ্চম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয়ের হিসেব নিম্নরূপ –
ভারতীয় বক্স অফিসে নেট – ৫২৮.৮৯ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস – ৬৪০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস – ৩৮৬ (৪৬.৯৭ মিলিয়ন মার্কিন ডলার)
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস – ১০২৬ কোটি রুপি
প্রসঙ্গত, শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত ছিলেন ভক্তরা। তাই এর নির্মাতা যশ রাজ ফিল্মস সিনেমাটির মুক্তি দিয়েছে বিশাল আয়োজনে। প্রথমে ভারতে ৫,২০০ স্ক্রিনে মুক্তির পর দর্শকদের চাহিদার কারনে প্রথম দিনে আরো ৩০০ স্ক্রিন বাড়াতে বাধ্য হয়েছিলেন প্রদর্শকরা। এছাড়া ভারত ছাড়া বিশ্বের ১০০ দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে ২,৫০০ স্ক্রিনে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট ৮,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।
আরো পড়ুনঃ
‘শাহজাদা’ এবং সেলফি’ ডিজাস্টারঃ ষষ্ট সপ্তাহে বাড়ল ‘পাঠান’ প্রদর্শনী
‘বাহুবলী’র রেকর্ড ভেঙ্গে ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা ‘পাঠান’
অল টাইম ব্লকবাস্টার ‘পাঠান’: হিন্দি ইন্ডাস্ট্রির ২৫তম এবং শাহরুখের তৃতীয়