প্রকাশ্যে শাহরুখ খান এবং নয়নতারা জুটির প্রথম রোম্যান্টিক গানের টিজার

শাহরুখ খান এবং নয়নতারা

আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। শাহরুখ খানের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমাটি পরিচালনা করেছেন তামিলের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। এছাড়া সিনেমাটির সঙ্গীতে আছেন দক্ষিনি সিনেমার সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ঘোষণার পর থেকেই আলোচনায় থাকা সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষন হচ্ছে শাহরুখ খান এবং নয়নতারা জুটির পর্দা রসায়ন। সম্প্রতি জানা গেলো শীগ্রই আসছে সিনেমাটির প্রথম রোম্যান্টিক গান। সেই উপলক্ষ্যে প্রকাশ করা হয়েছে এই গানের টিজার।

গত মাসের ১০ তারিখে প্রিভিউ প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিলো ‘জওয়ান’ সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা। প্রিভিউটি প্রকাশের পরই এই সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা বেড়েছে কয়েকগুণ। এরপর প্রকাশ করা হয় এই সিনেমার প্রথম গান ‘জিন্দা বান্দা’। প্রায় এক হাজার নারী নৃত্যশিল্পীর সাথে গানটিতে নাচতে দেখা গেছে বলিউড বাদশাকে। প্রকাশের পরই গানটি ভিউয়ের দিকে থেকে নতুন রেকর্ড গড়েছে বিভিন্ন প্লাটফর্মে। আইটেম গানের পর এবার প্রকাশ্যে আসছে শাহরুখ খান এবং নয়নতারা জুটির প্রথম রোম্যান্টিক গান ‘ছালেয়া’। আগামী ১৪ই আগস্ট পুরো গান প্রকাশ করতে যাচ্ছেন নির্মাতারা।

আজ (১২ই আগস্ট) এই গানের একটি টিজার প্রকাশ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। রোম্যান্টিক এই গানটিতে শাহরুখ খানের সাথে দেখা যাবে দক্ষিনি সিনেমার লেডী সুপারস্টার নয়নতারাকে। ২২ সেকেন্ডের টিজারটি প্রকাশের পরই এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ ভক্তদের মাঝে দেখা গেছে উত্তেজনা। স্বপ্নের জুটিকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভারতীয় সিনেমার দর্শকরা। আর অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গীত গানটি প্রতি সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। প্রথম গানের মত দ্বিতীয় গানটিও তিন ভাষায় প্রকাশ করতে যাচ্ছেন নির্মাতারা।

রোম্যান্টিক তারকা হিসেবে শাহরুখ খানের বিকল্প এখনো তৈরি হয়নি ভারতীয় সিনেমায়। গানটি প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘নির্মাতারা এই সিনেমার একটি রোম্যান্টিক গান নিয়ে হাজির হতে পুরোপুরি প্রস্তুত। আগামী সোমবার প্রকাশিত হতে যাচ্ছে ছালেয়া শিরোনামের এই গান। অরিজিত এবং শিল্পা রাও-এর কণ্ঠে দারুণ একটি গান পেতে যাচ্ছেন দর্শকরা। এটি শাহরুখ খানের আরো একটি অসাধারণ রোম্যান্টিক গান হতে যাচ্ছে।‘ অনিরুদ্ধের সঙ্গীতে এই গানের কোরিওগ্রাফিতে আছেন ফারাহ খান।

উল্লেখ্য যে, প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মিত সিনেমাটিতে দেখা যাবে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে। শাহরুখ খান এবং নয়নতারার সাথে সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সাথে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, ইয়োগি বাবু, রিধি দূর্গা এবং সুনীল গ্রোভার। গুঞ্জন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, থালাপাতি বিজয় এবং সঞ্জয় দত্ত।

প্লট বা গল্প যাই হোক, ‘জওয়ান’ সিনেমাটি ইতিমধ্যে যে আলোচনার জন্ম দিয়েছে সেটি নিকট অতীতে দেখা যায়নি। এছাড়া অ্যাটলি কুমারের গল্প বলার ধরনে নিজস্ব একটি ধারা রয়েছে। তার সিনেমার গল্প সহজ সমীকরণে শেষ হয় না। মাসালা অ্যাকশনের সাথে গল্পে টুইস্ট এবং নায়কের একাধিক রুপ দিয়ে দর্শককে ধরে রাখতে পারদর্শী এই নির্মাতা। বলিউডের ট্রেড বিশেষজ্ঞদের মতে, আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তির পর সিনেমাটি ‘পাঠান’-এর সব বক্স অফিস রেকর্ড ভেঙ্গে দিতে যাচ্ছে। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’।

আরো পড়ুনঃ
‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’: বলিউডে প্রথম গানেই রেকর্ড গড়লেন অনিরুদ্ধ
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা নিয়ে ভক্তদের পাঁচটি অদ্ভুত ধারণা!
‘জওয়ান’ উম্মাদনা: বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙ্গবেন শাহরুখ খান

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত