শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন বলিউডের ভাইজান সালমান খান। আগেই জানা গিয়েছিলো এই দৃশ্যের জন্য মোট দশ দিনের শুটিং করেছেন সালমান খান। আর এই দৃশ্যে অভিনয়ের জন্য সিনেমাটির প্রযোজক আদিত্য চোপড়া সালমান খানকে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। কিন্তু ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শাহরুখ খানের সিনেমার জন্য কোন পারিশ্রমিক নিতে রাজি হননি সালমান খান।
গত ফেব্রুয়ারিতে যশরাজ স্টুডিওতে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু করেছিলেন সালমান খান। দশ দিনের শুটিং শেষে সম্প্রতি নিজের অংশের শুটিং শেষ করেছেন এই তারকা। এরপর আদিত্য চোপড়া সালমান খানকে তার অংশের জন্য পারিশ্রমিক দিতে চাইলে সালমান খান তা নিতে অস্বীকৃতি জানান। পারিশ্রমিকের প্রশ্নে সালমান খান আদিত্য চোপড়া বলেন, ‘শাহরুখ খান আমার ভাইয়ের মত। আমি তার জন্য যেকোন কিছু করতে পারি।’
তারপরও আদিত্য চোপড়া সালমান খানে পারিশ্রমিকের ব্যাপারে চাপ দিলে সালমান খান তার পারিশ্রমিককে ‘পাঠান’ এবং ‘টাইগার’ সিনেমা দুটির বাজেটের সাথে যোগ করতে বলেন। তবে সর্বশেষ জানা গেছে, আদিত্য চোপড়া এখন সালমান খানকে একটি দামী উপহার কিনে দেয়ার চিন্তা করছে। আর এ ব্যাপারে জানার পর শাহরুখ খান সালমান খান সম্পর্কে বলেন, ‘ভাই তো ভাই ই।’
অন্যদিকে, করোনার নতুন প্রাদুর্ভাবের কারনে বর্তমানে বন্ধ রয়েছে ‘পাঠান’ এবং ‘টাইগার’ সিনেমা দুটির শুটিং। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ছাড়াও আরো দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। অন্যদিকে আগের দুই পর্বের মত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায়ও জুটি হচ্ছেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ।
আরো পড়ুনঃ
‘পাঠান’ সিনেমার সেটে করোনার আঘাত: কোয়ারেন্টাইনে শাহরুখ খান
বলিউডে করোনার নতুন হামলা: বিশাল অংকের ক্ষতির মুখে নির্মাতারা