‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর বড় পর্দায় অনুপস্থিত বলিউড বাদশা শাহরুখ খান। ইতিমধ্যে এই তারকার সিনেমা নিয়ে চলছে আলোচনা। এর মধ্যে সিদ্ধার্ত আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরা অনেকটাই নিশ্চিত। এছাড়া শোনা যাচ্ছিলো রাজকুমার হিরানি পরিচালিত নতুন সিনেমায় অভিনয় করছেন এই তারকা। সিনেমাটি নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষনা না পাওয়া গেলেও বলিউড পাড়ায় চলছে গুঞ্জন। কিছুদিন আগে জানা গিয়েছিলো রাজকুমার হিরানির সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন কাজল। এছাড়া সিনেমাটিতে তাপসী পান্নুর অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
শাহরুখ খানের বিপরীতে রাজকুমার হিরানির সিনেমায় অভিনয়ের খবরটি উড়িয়ে দিলেন কাজল। এ প্রসঙ্গে হিন্দুস্থান টাইমসের সাথে আলাপকালে কাজল বলেন, ‘তারা (রাজকুমার হিরানি অথবা সিনেমার সাথে সংশ্লিষ্ট কেউ) সিনেমাটিতে অভিনয়ের জন্য এখনো আমাকে প্রস্তাব দেননি।‘ এছাড়া এখনো নতুন কোন সিনেমা নিয়ে তিনি সিদ্ধান্ত নেননি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি এই মুহুর্তে চিত্রনাট্য পড়া এবং শোনার পাশাপাশি অনলাইনে অনেকের সাথে আলোচনা করছি। কিন্তু এখন পর্যন্ত কোনকিছু আমি নিশ্চিত করিনি।‘
প্রসঙ্গত, ‘পাঠান’ এবং রাজকুমার হিরানি ছাড়াও এটলি কুমারের সিনেমায় শাহরুখ খানের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। এরমধ্যে এটলি কুমারের সিনেমায় শাহরুখ খানকে দ্বিত্ব চরিত্রে দেখা যাবে। অন্যদিকে রাজকুমার হিরানির সিনেমাটি ইমিগ্রেশনের প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটিতে পাঞ্জাব থেকে কানাডা’তে একজন ভারতীয় নাগরিকের ইমিগ্রেশনের সাথে সম্পৃক্ত বিষয় দেখানো হবে বলে জানা গেছে। গুঞ্জন অনুযায়ী সিনেমাটিতে শাহরুখ খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কাজল। আর শাহরুখ খানেক ইমিগ্রেশনে সাহায্য করা একজন উকিলের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু।
এদিকে প্রায় আড়াই বছর বিরতির পর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘ত্রিবাংগা’ সিনেমাটিতে দেখা গেছে কাজলকে। আর শাহরুখ খানের সাথে কাজলকে সর্বশেষ দেখা গেছে ২০১৫ সালের ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’ সিনেমায়। সিনেমা থেকে এই লম্বা বিরতি প্রসঙ্গে কাজল আরো বলেন, ‘আমি কাজ ছাড়া অনেক লম্বা সময় পার করেছি এবং এটাতে আমার কোন সমস্যা নেই। কিন্তু প্রথমবারের মত আড়াই বছর কাজের বাইরে, আমি আমার কাজকে খুব মিস করছি।‘
আরো পড়ুনঃ
‘টাইগার ৩’ সিনেমায় শাহরুখ খানঃ যশরাজ স্টুডিওতে শুরু হচ্ছে দৃশ্যধারন
শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ৪ জন আন্তর্জাতিক একশন ডিরেক্টর!
প্রথমবারের মত বড় পর্দায় একসাথে আসছেন শাহরুখ খান এবং সঞ্জয় দত্ত!