স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান ২’

শাহরুখ খানের ‘পাঠান ২’

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ভারতের অন্যতম সফল সিনেমাটিক ইউনিভার্স। গত বছর শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসের অতীত সব রেকর্ড ভেঙ্গে দিয়েছিলো। সর্বশেষ সালমান খান অভিনীত ‘টাইগার থ্রী’ বক্স অফিসে তেমন সুবিধা করতে আন পারলেও, এই ইউনিভার্সের নির্মানাধীন সিনেমাগুলো নিয়ে কোন কমতি রাখছেন না আদিত্য চোপড়া। সম্প্রতি জানা গেছে শাহরুখ খানের ‘পাঠান ২’ আরো বড় আয়োজনে নির্মানের পরিকল্পনা নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সালমান খান (টাইগার), শাহরুখ খান (পাঠান) এবং হৃতিক রোশন (কবির)-এর পর এবার স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছে নারী গোয়েন্দা। নির্মানাধীন ‘আলফা’ সিনেমার মাধ্যমে যশ রাজের স্পাই ইউনিভার্সের যুক্ত হচ্ছেন আলিয়া ভাট। ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। এতে আলিয়া ছাড়া আরো অভিনয় করেছেন সর্ভোরি ওয়াহ, ববি দেওল এবং অনিল কাপুর।

এদিকে স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় ধামাকা মুক্তি পাচ্ছে আগামী বছর। কারন ‘ওয়ার ২’ সিনেমায় পর্দায় মুখোমুখি হতে যাচ্ছেন হৃতিক রোশন এবং তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমাটি প্যান ইন্ডিয়া বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারনা করছেন ট্রেড বিশেষজ্ঞরা। স্পাই ইউনিভার্সের এখন পর্যন্ত সবচেয়ে বড় এই সিনেমায় হৃতিকের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানী।

তবে সম্প্রতি জানা গেছে, শাহরুখ খানের ‘পাঠান ২’ সিনেমাটি স্পাই ইউনিভার্সের অতীত সব সিনেমাকে ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে এই সিনেমার চিত্রনাট্য সম্পন্ন করেছেন শ্রীধর রাঘভ। ‘পাঠান ২’ সিনেমার মাধ্যমে স্পাই ইউনিভার্সে নতুন একটি ধারা তৈরি হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রথম পর্বের চেয়ে আরো বেশী অ্যাকশন এবং গল্পের টুইস্ট নিয়ে নির্মিত হবে ‘পাঠান ২’। ‘ওয়ার ২’, ‘আলফা’ এবং ‘পাঠান ২’ সিনেমাগুলোতে গল্পের ধারাবাহিকতা থাকবে বলেও ধারনা করা হচ্ছে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ প্রথম বলিউড সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছিলো। জানা গেছে ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে ‘পাঠান ২’ সিনেমার কাজ। কিছুদিনের মধ্যে শাহরুখ খান, সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজ শুরু করবেন। এরপর তিনি যোগ দেবেন ‘পাঠান ২’ সেটে। সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, শাহরুখ খানের ‘পাঠান ২’ সিনেমার গল্পে এমন একটি প্রেক্ষাপট থাকবে যা টাইগার (সালমান খান) এবং পাঠান (শাহরুখ খান)-কে মুখোমুখি অবস্থানে নিয়ে আসবে। আর সেখান থেকেই এগিয়ে যাবে বহুল আলোচিত ‘টাইগার বনাম পাঠান’ সিনেমার গল্প। এর আগে এই দুই তারকা একে অন্যের সিনেমায় অতিথি হিসেবে হাজির হলেও, এবার পুর্ন চরিত্রে দেখা যাবে ভারতের সবচেয়ে বড় দুই তারকাকে।

স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে খলচরিত্রেও থাকছেন বড় তারকা। ‘পাঠান’ সিনেমায় জন আব্রাহাম এবং ‘টাইগার থ্রী’ সিনেমায় ইমরান হাশমীর পর এবার ‘ওয়ার ২’-তে এনটিআর জুনিয়র এবং এবং ‘আলফা’ সিনেমায় ববি দেওলকে খল চরিত্রে হাজির করছেন আদিত্য চোপড়া। আর স্পাই ইউনিভার্সের অন্যদের মধ্যে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাডুকোন। ‘পাঠান ২’ দিয়ে শাহরুখ খান নিজেকে ছাড়িয়ে যেতে পারেন কিনা এখন সেটাই দেখার অপেক্ষা।

আরো পড়ুনঃ
যশ রাজ ফিল্মসের অবিশ্বাস্য প্রস্তুতিঃ প্রেক্ষাগৃহ মাতাতে আসছে যত সিনেমা
তিন সিনেমা দিয়ে ২০২৩ বক্স অফিসে শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তন
শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে আলোচনাঃ কে থাকছেন পরিচালনায়?

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত