শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে আলোচনাঃ কে থাকছেন পরিচালনায়?

শাহরুখ খানের নতুন সিনেমা

‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ সিনেমাগুলোর মাধ্যমে ২০২৩ সালে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বব্যাপী বক্স অফিস এই সিনেমাগুলো ২৬০০ কোটি বেশী আয় করতে সক্ষম হয়েছিলো। এরপর শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে বলিউডে চলছে ব্যাপক আলোচনা। একের পর এক সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছে নিয়মিত বিরতিতে। সম্প্রতি শোনা যাচ্ছে এই তারকার নতুন একটি সিনেমার কথা।

আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও ইতিমধ্যে শাহরুখ খান দুটি সিনেমা নিশ্চিত করেছেন বলে জানা গেছে। সিনেমাগুলো হচ্ছে সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ এবং যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমা ‘পাঠান ২’। এরমধ্যে ‘কিং’ সিনেমাটির কাজ আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে। গুঞ্জন অনুযায়ী, ২০২৬ সালের ঈদে মুক্তি পেতে পারে ‘কিং’। তবে এটা নিশ্চিত যে, চলতি বছর (২০২৪) এবং ২০২৫ সালে শাহরুখ খান অভিনীত কোন সিনেমা মুক্তি পাচ্ছে না।

বলিউড সংশ্লিষ্ট সুত্র অনুযায়ী, সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজ শেষ করে শাহরুখ খান ‘পাঠান ২’-এর দৃশ্যধারন শুরু করবেন। সে হিসেবে ২০২৬ সালের ঈদে ‘কিং’ মুক্তি পর ‘পাঠান ২’ সিনেমার জন্য ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে শাহরুখ ভক্তদের। ২০২৭ সালে ‘পাঠান ২’ মুক্তির পর শাহরুখ খানের পরবর্তি সিনেমা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে গুঞ্জন।

জানা গেছে, একটি বিশাল বাজেটের অ্যাডভেঞ্চার ধর্মী সিনেমা নিয়ে শাহরুখ খানের সাথে আলোচনা করছেন অমর কৌশিক। সবকিছু ঠিক থাকলে বলিউডে নতুন একটি ধারার সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশা। জানা গেছে বিগত কয়েক মাস ধরে বেশ কয়েকজন নির্মাতার সাথে চিত্রনাট্য নিয়ে আলোচনা করছেন বলিউড বাদশা। তবে এরমধ্যে অ্যাকশন সিনেমার সংখ্যা খুবই কম। ‘পাঠান ২’ সিনেমার পর তিনি ভিন্ন ধারার একটি কাজের ব্যাপারে বেশী আগ্রহী।

আলোচনায় থাকা নির্মাতাদের মধ্যে এগিয়ে আছেন ‘স্ত্রী’ খ্যাত নির্মাতা ওমর কৌশিক। একটি বর বাজেটের  অ্যাডভেঞ্চার ঘরনার সিনেমা নিয়ে শাহরুখ খানের সাথে আলোচনা করছেন এই নির্মাতা। ইতিমধ্যে ওমর কৌশিক এবং নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মসের সাথে একাধিক সভা করেছেন বলিউড বাদশা। তবে এখনো সিনেমাটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই তারকা। ওমর কৌশিক ছাড়াও রাজ এবং ডিক-এর সাথে একটি সিনেমা নিয়ে আলোচনা করছেন শাহরুখ খান।

‘স্ত্রী ২’ সিনেমাটির ঐতিহাসিক সাফল্যের পর ওমর কৌশিক এবং দীনেশ ভিজান তাদের পরবর্তি সিনেমা শাহরুখ খানকে নিয়ে করতে চাচ্ছেন। অন্যদিকে ‘কিং’ সিনেমায় একজন ডন এবং ‘পাঠান ২’-এর পর শাহরুখ খান অ্যাকশনের বাইরে কিছু করার ব্যাপারে আগ্রহী। ২০২৬ সালের শুরুতে ‘পাঠান ২’ সিনেমার দৃশ্যধারন শুরু করা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শাহরুখ খান, ওমর কৌশিক এবং দীনেশ ভিজানের সমন্বয়ে নতুন কিছু পেতে যাচ্ছেন বলিউড সিনেমার দর্শকরা।

আরো পড়ুনঃ
সালমান ভক্তদের জন্য দারুন খবর! কিসের ইঙ্গিত দিলেন সাজিদ নাদিওয়ালা
নিশ্চিত হলো আলিয়া ভাট অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’ মুক্তির সময়
‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সের যুক্ত হতে যাচ্ছেন কিয়ারা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত