আগামী বছরই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’

শাহরুখ খানের নতুন সিনেমা

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ আকাশচুম্বী। আগেই জানা গিয়েছিলো এই তারকার নতুন সিনেমার নাম ‘কিং’। সুজয় ঘোষ পরিচালিত এই সিনেমায় এবার আততায়ীর চরিত্রে হাজির হচ্ছেন বাদশা শাহরুখ খান। সম্প্রতি জানা গেছে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটি আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে।

আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও, শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে জল্পনাকল্পনা অনেক দিনের। কিছুদিন আগে গুঞ্জন ছিলো ২০২৬ সালের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে, খবরটি শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে যাচ্ছে। কারণ সর্বশেষ খবর অনুসারে, ২০২৬ নয় আগামী বছরই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’।

২রা নভেম্বর শাহরুখ খান নিজের ৫৯তম জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে সরাসরি ভক্তদের সাথে কথা বলেন এই তারকা। উক্ত অনুষ্ঠানে পরবর্তি সিনেমা সম্পর্কে এক ভক্তের প্রশ্নের উত্তরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরুখ খান নিজেই। জানিয়েছেন আগামী বছরই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘কিং’।

এছাড়া সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাসও ব্যাক্ত করেছেন বলিউড বাদশা। ‘কিং’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন সিনেমায় কাজ করতে চাই, যা আমার ভক্তদের গৌরব করার সুযোগ করে দিবে। দুই থেকে আড়াই ঘন্টার সিনেমা দেখে বাসায় ফেরার পর যেনো মনে হয়, আপনার পছন্দের তারকা, আপনার জন্য দারুণ কিছু উপহার দিয়েছেন।‘

পরে তার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভক্তদের ধন্যবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ খান। নিজের আইকনিক সেই স্টাইলে ছবিটি শেয়ার করে তিনি লিখেন, ‘এখানে আসার জন্য এবং আমার সন্ধ্যাকে বিশেষ করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ… আমার জন্মদিনের জন্য যারা এটি করেছেন তাদের প্রত্যেককে আমার ভালবাসা।‘

উল্লেখ্য যে, ‘কিং’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ। রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্সের ব্যানারে এই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের নির্দেশনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। আর এই সিনেমার প্রধান খলচরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। এছাড়া এতে আরো অভিনয় করছেন অভয় ভার্মা।

আরো পড়ুনঃ
জন্মদিনে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান
ক্যারিয়ার এবং নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা জানালেন শাহরুখ খান
নতুন সিনেমায় এবার আততায়ীর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খান

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত