লুভ রঞ্জনের ‘রেঞ্জার’ সিনেমায় পর্দায় মুখোমুখি অজয় এবং সঞ্জয়

লুভ রঞ্জনের ‘রেঞ্জার’

২০২৪ সালের শুরুর দিকে জানা গিয়েছিলো জগন শক্তির একটি সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগণ। আর সিনেমাটি প্রযোজনা করছেন লুভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। জঙ্গল অ্যাডভেঞ্চার ভিত্তিক এই সিনেমাটির নাম ‘রেঞ্জার’। সম্প্রতি জানা গেছে লুভ রঞ্জনের ‘রেঞ্জার’ সিনেমায় পর্দায় মুখোমুখি অজয় দেবগণ এবং সঞ্জয় দত্ত।

অজয় দেবগণ বর্তমানে ‘দে দে প্যার দে ২’-এর কাজে ব্যস্ত সময় পার করছেন। এর শেষে করেই লুভ রঞ্জনের ‘রেঞ্জার’ সিনেমার দৃশ্যধারনে অংশ নিতে যাচ্ছেন এই তারকা। ইতিমধ্যে লুভ রঞ্জন, জগন শক্তি এবং তার দল সিনেমাটির প্রস্তুতি শুরু করেছেন। সম্প্রতি জানা গেছে জগন শক্তি সঞ্জয় দত্তকে ‘রেঞ্জার’-এর নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন।

সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র নিশ্চিত করেছে যে, অজয় দেবগণ এবং সঞ্জ্য দত্তকে ‘রেঞ্জার’-এ লার্জার দ্যান লাইফ চরিত্রে উপস্থাপন করা হবে। এতে নেতিবাচক চরিত্রের জন্য সঞ্জয় দত্তকে সবচেয়ে উপযোগী হিসেবে মনে করছেন নির্মাতারা। সঞ্জয় দত্তকে মাথায় রেখেই এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন জগন শক্তি।

এ প্রসঙ্গে সূত্রটি বলেছে, ‘রেঞ্জার-এর খলনায়ক এমন একটি চরিত্র যা সঞ্জয় দত্ত তার জীবনে উপভোগ করেছেন। জঙ্গলের উপর ভিত্তি করে নির্মানাধীন এই সিনেমার জন্য অজয় এবং সঞ্জয়ের বিশেষ লুক বিবেচনা করছেন নির্মাতারা। এর মধ্যে অজয় দেবগণ জঙ্গলের রেঞ্জার চরিত্রে অভিনয় করছেন।‘ এর মাধ্যমে পর্দায় এই দুই তারকার জমজমাট লড়াই দেখতে পাবেন দর্শকরা।

সূত্রটি আরো জানিয়েছে যে, ২০২৫ সালের গ্রীষ্মে লুভ রঞ্জনের ‘রেঞ্জার’ সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ পুরদমে চলছে। এর আগে এই দুই তারকাকে একসাথে কমেডি চরিত্রে দেখা গেছে। অবশেষে এই দুই তারকাকে পর্দায় পরস্পর পরস্পরের বিরুদ্ধে শক্তির প্রতিযোগিতায় নামছেন।

লুভ রঞ্জন ‘রেঞ্জার’ সিনেমাটিকে বড় আয়োজনে নির্মানের পরিকল্পনা করছেন। অ্যাকশন আবতারে অজয় দেবগণ এবং সঞ্জয় দত্তকে পর্দায় হাজির করতে কোন কমতি রাখছেন না নির্মাতারা। জগন শক্তি বর্তমানে সিনেমাটি ভিএফএক্সের কাজের জায়গাগুলো নিয়ে কাজ করছেন। জঙ্গলের বিষয়টি ভালোভাবে উপস্থাপন করতে বড় কয়েকটি কোম্পানির সাথে আলোচনা করছেন তিনি।

বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন অজয় দেবগণ। ‘রেঞ্জার’-এর কাজ শুরুর আগে তিনি ‘দে দে পেয়ার দে ২’ এবং ‘ধামাল ফোর’ সিনেমাগুলোর কাজ শেষ করবেন। এছাড়া এর আগেই মুক্তি মুক্তি পাচ্ছে অজয়ের ‘রেইড ২’।  লুভ রঞ্জনের ‘রেঞ্জার’ সিনেমার অন্য শিল্পী কুশলী নির্বাচনের জন্য কাজ করছেন লুভ রঞ্জন।

আরো পড়ুনঃ
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দঃ নিশ্চিত করলেন শাহরুখ খান
হৃতিক রোশনের ‘কৃষ ফোর’ সিনেমায় প্রত্যাবর্তন করছে এলিয়েন জাদু?
রঘু চরিত্রে ফিরছেন সঞ্জয় দত্তঃ আসছে মহেশ মাঞ্জরেকরের ‘বাস্তব ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত