অবশেষে গুঞ্জনের অবসান ঘটলো! বেশ কয়েক বছর ধরে ‘রামায়ণ’ নিয়ে সিনেমা নির্মানের কথা শোনা যাচ্ছিলো। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে বলে আলোচনা ছিলো বলিউডে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘রামায়ণ’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক নমিত মালহোত্রা।
সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ। এই মহাকাব্যের রূপান্তরটি অতুলনীয় স্কেল এবং দূরদর্শী গল্প বলার মাধ্যমে ভারতের সবচেয়ে লালিত গল্পগুলির মধ্যে একটিকে বড় পর্দায় নিয়ে আসছেন নির্মাতা নীতেশ তিওয়ারি। ‘রামায়ণ’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথম কাজটি শেষ করলেন নির্মাতারা।
প্রাইম ফোকাস স্টুডিওর নমিত মালহোত্রা হলিউডের বড় কিছু প্রকল্পে জড়িত ছিলেন। এর মধ্যে রয়েছে ‘ডুন’, ‘ইনসেপশন’ এবং ‘দ্য গারফিল্ড’-এর মতো সাম্প্রতিক আলোচিত সিনেমা। এছাড়া তিনি ‘অ্যাংরি বার্ডস ৩’-এর ঘোষণাও করেছিলেন। নমিত মালহোত্রার ভিজ্যুয়াল গল্প বলার গভীর উপলব্ধি তাকে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয়দের একজন করে তুলেছে!
ব্রেকিং! অফিসিয়াল!
দুই পার্টে নির্মিত হতে যাচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। সিনেমাটির দুই পর্ব মুক্তি যথাক্রমে ২০২৬ এবং ২০২৭ সালের দিপাবলীতে। #bollywood #NamitMalhotra #Ramayana #Ramayana #RanbirKapoor #Yash #SaiPallavi #SunnyDeol #NiteshTiwari pic.twitter.com/T3nn1GCHuh
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) November 6, 2024
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে ‘রামায়ণ’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নমিত মালহোত্রা। পোষ্টার প্রকাশ করে তিনি লিখেন, ‘এক দশকেরও বেশি আগে, ৫,০০০ বছরেরও বেশী ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করা এই মহাকাব্যটিকে বড় পর্দায় নিয়ে আসার মহৎ অনুসন্ধান শুরু করেছি। আজ, আমি এটিকে সুন্দরভাবে রূপ নিতে দেখে রোমাঞ্চিত’।
‘রামায়ণ’ সিনেমাটি প্রসঙ্গে তিনি আরো লিখেন, ‘আমাদের ইতিহাস, আমাদের সত্য এবং আমাদের সংস্কৃতির সবচেয়ে খাঁটি, পবিত্র এবং দৃশ্যত অত্যাশ্চর্যের এই গল্পকে উপস্থাপন করতে আমাদের টিম নিরলস পরিশ্রম করছে। গর্ব এবং শ্রদ্ধার সাথে আমাদের সর্বশ্রেষ্ঠ মহাকাব্যকে জীবনে নিয়ে আসার স্বপ্ন পূরণ করার জন্য আমাদের সাথে যোগ দিন…’।
আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি ‘রামায়ণ’ সিনেমার মুক্তির বিস্তারিতও জানিয়েছেন নমিত মালহোত্রা। মহাকাব্যিক এই সিনেমাটি দুই পর্বে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির দুটি পর্ব মুক্তি পাবে যথাক্রমে ২০২৬ এবং ২০২৭ সালে দীপাবলিতে। দীপাবলির উৎসবে সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলবে বলে মনে করছেন সবাই।
উল্লেখ্য যে, নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন রনবীর কাপুর। আর তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। অন্যদিকে সিনেমাটির অন্য প্রধান চরিত্র রাবণ চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও থাকছেন যশ।
আরো পড়ুনঃ
তিন পর্বে নির্মিত হতে যাচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’
‘রামায়ণ’ নয় ‘কৃষ ৪’-কে প্রাধান্য দিচ্ছেন হৃতিকঃ পরিচালনায় হলিউড নির্মাতা
‘কেজিএফ’ তৃতীয় পর্ব সহ একাধিক সিনেমা নিশ্চিত করলেন যশ