রাজকুমার সন্তোষী ও সানি দেওল ভারতীয় সিনেমার আইকনিক নির্মাতা-অভিনেতা জুটিগুলোর মধ্যে অন্যতম। এই জুটির অন্যতম স্মরণীয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ঘায়েল’, ‘ঘাতক’ এবং ‘দামিনী’। ৯০ দশকে বলিউডের সফলতম নির্মাতা-অভিনেতা জুটি হিসেবে পরিচিত রাজকুমার সন্তোষী ও সানি দেওল। বড় বাজেটের অ্যাকশন সিনেমার ক্ষেত্রে প্রযোজক এবং দর্শকদের চাহিদার শীর্ষে ছিলেন এই জুটি। সম্প্রতি জানা গেছে নতুন সিনেমা দিয়ে আবারো একসাথে কাজ করতে যাচ্ছেন রাজকুমার সন্তোষী ও সানি দেওল।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সানি দেওলকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রাজকুমার সন্তোষী। নির্মিতব্য এই সিনেমাটির নাম ‘লাহোরঃ ১৯৪৭’। ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্থানের বিভক্তির গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। ‘ঘাতক’ সিনেমার পর থেকে বেশ কয়েকবার রাজকুমার সন্তোষী ও সানি দেওল একসাথে কাজ করার কথা ছিলো, কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়ে উঠেনি। এর মাধ্যমে ২৬ বছর পর একসাথে কাজ করতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় এই নির্মাতা-অভিনেতা জুটি।
সম্প্রতি, সানি দেওলকে নিয়ে নিজের নতুন সিনেমার কথা নিশ্চিত করেছেন আলোচিত নির্মাতা রাজকুমার সন্তোষী। বলিউড একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে খরবটি নিজেই জানিয়েছেন এই নির্মাতা। পিংকভ্যালীর সাথে একান্ত আলাপচারিতায় সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার ঠিক পরবর্তি সিনেমার নাম লাহোরঃ ১৯৪৭। ভারতের বিভক্তির প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমা। আর এর প্রধান চরিত্রে থাকছেন সানি দেওল।‘
এদিকে নির্মাতা রাজকুমার সন্তোষী সূত্রে জানা গেছে নতুন সিনেমাটি তাদের আগের তিনটি সিনেমার চেয়ে বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে। সানি দেওলের সাথে আবারো কাজ করার ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রাজকুমার সন্তোষী আরো বলেন, ‘সানি এবং আমি একসাথে একটি সিনেমা নির্মানের চেষ্টা অনেকদিন থেকেই করে আসছি, তবে কোন কিছু কাজে দিচ্ছিলো না। কিন্তু এখন আমি আত্মবিশ্বাসী যে, এই সিনেমাটি ঘায়েল, দামিনী এবং ঘাতক সিনেমাগুলোর চেয়ে বড় হতে যাচ্ছে।‘
‘লাহোরঃ ১৯৪৭’ সিনেমাটি বর্তমানে প্রাক-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা মত এগুলে আগামী ১লা মার্চ মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। সিনেমাটির কাজ শুরু প্রসঙ্গে রাজকুমার সন্তোষী বলেন, ‘যদি সবকিছু পরিকল্পনা মতো হয়, আমরা মুম্বাইতে ১ মার্চ থেকে সিনেমাটির দৃশ্যধারন শুরু করবো। আমরা একটি স্টুডিওতে লাহোর শহর তৈরি করব। সেটটি গল্পের একটি অংশ এবং এই সেটে ছবির একটি বড় অংশের দৃশ্যধারন হবে।‘ সিনেমাটিতে দেশ ভাগের আবেগের সাথে দুর্দান্ত অ্যাকশনের মিশ্রণ থাকছে বলে জানিয়েছেন তিনি।
সিনেমাটির একটি অত্যন্ত উচ্চাভিলাষী প্রকল্প উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এটা আমার স্বপ্ন। আমি গত ১০ বছর ধরে এটি নির্মানের পরিকল্পনা করছি এবং জিনিসগুলি অবশেষে বাস্তবায়িত হচ্ছে।‘ আগামী মে মাসে সিনেমাটির কাজ শেষ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমি মে মাসের মধ্যে লাহোরঃ ১৯৪৭ সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা করছি এবং তারপরে এটির পোস্ট প্রোডাকশনে এগিয়ে যাব।‘ এছাড়া আগামী নভেম্বর থেকে ‘আন্দাজ আপনা আপনা’-এর আদলে একটি কমেডি সিনেমার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজকুমার সন্তোষী।
উল্লেখ্য যে, সানি দেওল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘চুপ’। আর বালকি পরিচালিত সিনেমাটিতে সানি দেওলকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সানি দেওল বর্তমানে ‘গাদার’ সিনেমার দ্বিতীয় পর্বের কাজে ব্যস্ত রয়েছেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদারঃ এক প্রেম কাঁথা’ সিনেমাটি বক্স অফিসে আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলো। এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘গাদারঃ দ্য কাঁথা কনটিনিউস’ পরিচালনা এবং প্রযোজনা করছেন অনিল শর্মা। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে আসছে আগস্টে মুক্তি পাবে এই সিনেমা।
আরো পড়ুনঃ
এবার ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে বাদ পরছেন কার্তিক আরিয়ান
আসছে আগস্টে বক্স অফিসে মুখোমুখি রনবীর কাপুর এবং সানি দেওল
২০২৩ সালে ঝড় তুলতে আসছে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ১০টি সিনেমা