মহেশ মাঞ্জরেকর পরিচালিত ‘বাস্তব’ মুক্তি পেয়েছিলো ১৯৯৯ সালে। বক্স অফিস সাফল্যের পাশাপাশি সিনেমাটিতে সঞ্জয় দত্তের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিলো। জানা গেছে রঘু চরিত্রে ফিরছেন সঞ্জয় দত্ত। দীর্ঘ ২৬ বছর পর ‘বাস্তব’ দ্বিতীয় পর্ব নিয়ে মহেশ মাঞ্জরেকরের সাথে আলোচনা চলছে এই তারকার। গ্যাংস্টার গল্পে নির্মিত ভারতের সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘বাস্তব’।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে সম্প্রতি এমনটাই জানা গেছে। ইতিমধ্যে ‘বাস্তব’ দ্বিতীয় পর্বের একটি প্লট তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে এটি ‘বাস্তব’ ফ্র্যাঞ্চাইজি হিসেবে নির্মিত হবে। যেহেতু প্রথম পর্বের ক্লাইম্যাক্সে প্রধান চরিত্র রঘুর মৃত্যু দেখানো হয়েছে, তাই আগের গল্পের ধারাবাহিকতা ‘বাস্তব ২’ সিনেমায় থাকছে না।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট একটু সূত্র জানিয়েছে, ‘বাস্তব সিনেমার সাথে সামঞ্জস্য রেখে দ্বিতীয় পর্বের প্লট পরিকল্পনা করেছেন মহেশ। ইতিমধ্যে সঞ্জয় দত্তের সাথে এটি নিয়ে আলোচনাও করেছেন এই নির্মাতা। সঞ্জয় দত্তও আবার রঘু চরিত্রে অভিনয়ের ব্যাপারে খুবই উত্তেজিত। এই মুহুর্তে মহেশ মাঞ্জরেকর প্লটটিকে চিত্রনাট্যে রূপান্তরের কাজ করছেন।‘
সূত্রটি আরো জানিয়েছে সিনেমাটি প্রযোজনা করবেন সুভাষ কালে। আর ২০২৫ সালের শেষ ভাগে এর দৃশ্যধারন শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা। চিত্রনাট্যের কাজ শেষ হলে, সিনেমাটি নিয়ে সঞ্জয় দত্তের সাথে চূড়ান্ত আলোচনা করবেন মহেশ। প্লটটি সঞ্জয় দত্তের পছন্দ হয়েছে এবং বর্তমানে তিনি ‘বাস্তব ২’-এর চূড়ান্ত চিত্রনাট্যের অপেক্ষায় আছেন।
সিনেমাটি নিয়ে সূত্রটি আরো জানিয়েছে, ‘দুই নায়কের সিনেমা হতে যাচ্ছে বাস্তব ২। চিত্রনাট্য চূড়ান্ত হলেই মহেশ এবং তার টিম নতুন প্রজন্মের একজন অভিনেতা নির্বাচনের কাজ শুরু করবেন। সঞ্জয় দত্তের পাশাপাশি নতুন প্রজন্মের একজন তারকা এতে সমান্তরাল চরিত্রে অভিনয় করবেন। এখন প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে বাস্তব ২ নিয়ে আলোচনা জোরেশোরেই চলছে।‘
রঘু চরিত্রে ফিরছেন সঞ্জয় দত্ত, আর তাই ‘বাস্তব ২’ নিয়ে কোন কমতি রাখবেন না নির্মাতারা। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় গ্যাংস্টার সিনেমা হতে যাচ্ছে এটি। চিত্রনাট্য ঠিকঠাক মতো প্রস্তুত হলে, নতুন প্রজন্ম থেকে প্রথম সারির একজন তারকা চিন্তা করছেন মহেশ মাঞ্জরেকর। নতুন সময়ের দর্শকদের চাহিদাকে মাথায় রেখেই নির্মিত হবে এই অ্যাকশন সিনেমাটি।
‘বাস্তব’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসাথে কাজ করেছিলেন সঞ্জয় দত্ত এবং মহেশ মাঞ্জরেকর। এরপর মহেশ পরিচালিত ‘কুরুক্ষেত্র’, ‘হাতিয়ার’, ‘পিতা’, ‘বিরুদ্ধ’ এবং ‘ওয়াহ লাইফ হো তো এসা’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন। সবকিছু ঠিক থাকলে ‘বাস্তব ২’ সিনেমার মাধ্যমে আবারো বক্স অফিসে ঝড় তুলতে আসছেন এই জুটি।
আরো পড়ুনঃ
হরর কমেডি ইউনিভার্সের সিনেমা ফিরিয়ে দিলেন শাহরুখ খান!
আগামী ক্রিসমাসে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’
দীনেশ ভিজানে হরর-কমেডি ইউনিভার্সে যুক্ত হচ্ছেন কিয়ারা আদভানি!