যশ রাজের স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাটের সাথে যুক্ত হচ্ছেন শর্বরী

যশ রাজের স্পাই ইউনিভার্সে

কিছুদিন আগেই জানা গিয়েছিলো যশ রাজের স্পাই ইউনিভার্সের একটি নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আলিয়া ভাট। সিনেমাটির মাধ্যমে আলিয়া ভাটের সাথে প্রথমবারের মত কাজ করতে যাচ্ছে বলিউডের প্রভাবশালী নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। সিনেমাটি একজন নারী গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। ক্যাটরিনা কাইফ এবং দীপিকার পর, আলিয়া হতে যাচ্ছেন এই ইউনিভার্সের অন্যতম প্রধান নারী চরিত্র। সম্প্রতি জানা গেছে যশ রাজের স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাটের সাথে যুক্ত হচ্ছেন ‘বান্টি অর বাবলী ২’ খ্যাত অভিনেত্রী শর্বরী ওয়াহ।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে স্পাই ইউনিভার্সের অধীনে একটি নারী কেন্দ্রিক গোয়েন্দা থ্রিলার নির্মান করতে যাচ্ছে যশ রাজ ফিল্মস। এতে আলিয়া ভাটের সাথে অভিনয় করতে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের সিনেমার মাধ্যমে অভিষিক্ত অভিনেত্রী শর্বরী ওয়াহ। আগামী বছরের মাঝামাঝি সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। শাহরুখ খান, সালমান খান এবং হৃতিক রোশনের পর আলিয়া হতে যাচ্ছেন অন্যতম প্রধান স্পাই। এতে আলিয়ার পাশাপাশি শর্বরীকেও দেখা যাবে অ্যাকশন আবতারে। যশ রাজ ফিল্মসের সাথে আলিয়ার প্রথম সিনেমা স্মরণীয় একটি কিছু হতে যাচ্ছে।

যশ রাজের স্পাই ইউনিভার্সে শর্বরীর সংযুক্তি প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘বান্টি অর বাবলী ২ বক্স অফিসে সাফল্য অর্জন না করলেও, শর্বরী তার অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। তবে শর্বরীর মধ্যে লুকায়িত মেধা আদিত্য চোপড়া দেখতে পেরেছেন এবং তাকে হিন্দি সিনেমার পরবর্তি তারকা হিসেবে উপস্থাপনের বাজি ধরেছেন। স্পাই ইউনিভার্সে শর্বরীকে একজন গোয়েন্দা হিসেবে পুরোপুরি অ্যাকশন তারকা রুপে হাজির করতে যাচ্ছেন তিনি। যশ রাজ ফিল্মসের নারী প্রধান স্পাই অ্যাকশন থ্রিলারে তিনি আলিয়ার সাথে যুক্ত হতে যাচ্ছেন।‘

নাম ঠিক না হওয়া এই সিনেমাটি যশ রাজের স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা হতে যাচ্ছে। আগের সাতটি সিনেমার মধ্যে ইতিমধ্যে মুক্তি পেয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’। আর মুক্তি অপেক্ষায় থাকা ‘টাইগার থ্রী’ ছাড়াও নির্মিতব্য অন্য দুটি সিনেমা হচ্ছে ‘ওয়ার ২’ এবং ‘টাইগার বনাম পাঠান’। অষ্টম হলেও, আলিয়া ভাট অভিনীত সিনেমাটি স্পাই ইউনিভার্সের প্রথম নারী প্রধান স্পাই থ্রিলার হতে যাচ্ছে। এছাড়া এর আগে ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাডুকোন আইএসআই এজেন্ট চরিত্রে অভিনয় করলেও, আলিয়া এবং শর্বরীকে ভারতীয় গোয়েন্দা হিসেবে দেখা যাবে।

সবকিছু ঠিক থাকলে, আলিয়া ভাট অভিনীত নারী প্রধান এই সিনেমাটির কাজ আগামী বছর শুরু হতে যাচ্ছে। এই মুহুর্তে সিনেমাটির পরিচালকের নাম গোপন রাখা হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, ‘যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আলিয়ার অন্তর্ভুক্তি এটা প্রমাণ করে যে, আদিত্য চোপড়া এই ফ্র্যাঞ্চাইজির আওতার বাইরে কোনো দর্শক-শ্রোতা অবশিষ্ট রাখছেন না। আলিয়া নতুন প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার এবং বর্তমান প্রজন্মের দর্শকদের সবচেয়ে প্রিয় অভিনেত্রীদের একজন। তিনি একটি অ্যাড্রেনালাইন-পাম্পিং অ্যাকশন সিনেমায় গুপ্তচরের চরিত্রে সকল দর্শকদের একটি বড় অভিনবত্ব নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন।‘

যশ রাজের স্পাই ইউনিভার্সের এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত একসাথে বড় পর্দায় হাজির হচ্ছেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াহ। খুব শীগ্রই এই দুই অভিনেত্রী সিনেমাটির জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। তবে এতে শর্বরীর চরিত্রের বিস্তারিত কিছু এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ প্রসঙ্গে একটি সূত্রের উল্লেখ করে বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘শর্বরী সিনেমাটিতে একটি খুবই গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন। আলিয়ার পাশাপাশি তিনিও এই মিশনের অন্যতম প্রধান চরিত্র হিসেবে হাজির হতে যাচ্ছেন।‘

উল্লেখ্য যে, আগামী বছর শুরু হতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘ওয়ার ২’। আর স্পাই ইউনিভার্সের আগের পাঁচটি সিনেমা হচ্ছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যাঁ’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং আগামী দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’। জানা গেছে ‘টাইগার থ্রী’ সিনেমার গল্প থেকেই এগিয়ে যাবে ‘ওয়ার ২’-এর মূল প্লট। আর ‘ওয়ার ২’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকেই শুরু স্পাই ইউনিভার্সের সিভিল ওয়ার ‘টাইগার বনাম পাঠান’। বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় এই অ্যাকশন সিনেমাতে একসাথে হাজির হতে যাচ্ছেন শাহরুখ খান এবং সালমান খান।

আরো পড়ুনঃ
আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের প্রধান নারী গোয়েন্দা চরিত্রে আলিয়া
এবার নারী কেন্দ্রিক স্পাই ইউনিভার্স নিয়ে আসছে যশ রাজ ফিল্মস
‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সের যুক্ত হতে যাচ্ছেন কিয়ারা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত