২০০৪ সালে মুক্তি পেয়েছিলো শাহরুখ খানের অ্যাকশন সিনেমা ‘মে হু না’। এই সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ফারাহ খান। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। সম্প্রতি জানা গেছে ‘মে হু না’ দ্বিতীয় পর্ব নিয়ে আসছেন ফারাহ খান।
‘মে হু না’ সিনেমাটির সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ফারাহ খানকে। এরপর শাহরুখ খানকে নিয়ে নির্মিত ফারাহ খানের সবগুলো সিনেমাই বাণিজ্যিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। বিগত কয়েক বছর ধরে শাহরুখ খানকে নিয়ে নতুন সিনেমা নির্মানের চেষ্টা করছেন তিনি। ‘মে হু না’ দ্বিতীয় পর্ব দিয়ে সেই সম্ভাবনাই দেখা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ‘মে হু না’ দ্বিতীয় পর্বের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন ফারাহ খান। ইতিমধ্যে এই সিনেমার প্রাথমিক ধারণা শাহরুখ খানের সাথে আলোচনা করেছেন এই নির্মাতা। বলিউড বাদশা এটি নিয়ে সবুজ সংকেত দেয়ার পর এবার ‘মে হু না ২’ সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ শুরু করেছেন ফারাহ।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ‘মে হু না শাহরুখ খান এবং গৌরী খান প্রযোজিত প্রথম সিনেমা। তাই এটি রেড চিলিস এন্টারটেইনমেন্টের খুবই আবেগের জায়গা। সিনেমাটি নিয়ে ফারাহ খানের প্রাথমিক ধারণা শাহরুখ খানের পছন্দ হয়েছে। বর্তমানে রেড চিলিস এবং নিজের টিমের সাথে এর চিত্রনাট্য চূড়ান্তের কাজ করছেন ফারাহ।‘
উক্ত সূত্র থেকে আরো জানিয়েছে, ‘মে হু না ২’ নিয়ে শাহরুখ খান নিজেও খুবই আগ্রহী। তবে এর চিত্রনাট্য না দেখা পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে চান না তিনি। শুধুমাত্র সিক্যুয়েলের জন্য সিক্যুয়েল নির্মানে আগ্রহী নন বলিউড বাদশা। এছাড়া ‘মে হু না’ সিনেমা নিয়ে দর্শকদের ভালোবাসার ব্যাপারে খুব সচেতন এই তারকা।
ইতিমধ্যে চিত্রনাট্য নিয়ে কাজ করার জন্য ফারাহ খান এবং তার টিমকে নির্দেশ দিয়েছেন শাহরুখ খান। এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, ‘চলতি বছরের সিনেমাটির চূড়ান্ত চিত্রনাট্য দেখতে চেয়েছেন শাহরুখ খান। আর এর পরই এটি নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুতের কাজ চলছে।‘
‘মে হু না’ ছাড়াও শাহরুখ খান এবং ফারাহ খান একসাথে ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় কাজ করেছেন। সবকিছু ঠিক থাকলে ‘মে হু না ২’ এই অভিনেতা-নির্মাতা জুটির চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। এই দুই জনের একসাথে সর্বশেষ সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পেয়েছিলো ২০১৪ সালে। এই তিনটি সিনেমাই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিলো।
প্রসঙ্গত, শাহরুখ খান খুব শীগ্রই শুরু করতে যাচ্ছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘কিং’। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর তিনি শুরু করবেন যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমা ‘পাঠান ২’। বর্তমানে ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য লিখার কাজ চলছে।
আরো পড়ুনঃ
‘হেরা ফেরি’ ভক্তদের জন্য সুখবরঃ তৃতীয় পর্ব পরিচালনায় বড় চমক
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দঃ নিশ্চিত করলেন শাহরুখ খান
হৃতিক রোশনের ‘কৃষ ফোর’ সিনেমায় প্রত্যাবর্তন করছে এলিয়েন জাদু?