ভারতের ইতিহাসের অন্যতম বীর যোদ্ধা স্যাম মানেকশের জীবন ও সময়ের উপর ভিত্তি করে নির্মিতব্য ‘স্যাম বাহাদুর’ সিনেমার নাম নাম ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল। সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। বেশ কিছুদিন থেকেই আলোচনায় ছিলো এই সিনেমাটি। সম্প্রতি জানা গেছে সিনেমাটির আরো দুই শিল্পীর নাম। নতুন ঘোষনা অনুযায়ী মেঘনা গুলজারের সিনেমায় ভিকি কৌশলের সঙ্গী হলে দুই দাঙ্গাল কন্যা ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা।
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ভিকি কৌশলকে পর্দার স্যাম মানেকশের ভূমিকায় দেখা যাবে। আর তার স্ত্রী সিল্লুর ভূমিকায় অভিনয় করছেন সানিয়া মালহোত্রা। ব্যাক্তি জীবনে সিল্লু স্যাম মানেকশের জন্য শক্তির উৎস ছিলেন। অন্যদিকে ফাতিমা সানা শেখ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন।
‘স্যাম বাহাদুর’ সিনেমার নতুন এই দুই শিল্পীর অন্তর্ভূক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক মেঘনা গুলজার বলেন, ‘আমার উদযাপন করার মতো অনেক কিছু আছে… ১৯৭১ সালের যুদ্ধে আমাদের বাহিনীর ঐতিহাসিক বিজয়ের ৫০ বছর উদযাপনে গর্বিত। এবং স্যাম বাহাদুরের দলে সানিয়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখের যোগদান করা খুবই উত্তেজনাপূর্ণ। সিনেমাটিতে তাদের উভয়ের ভূমিকার জন্য প্রচুর সংবেদনশীলতা, মর্যাদা এবং সংযম প্রয়োজন এবং আমি এই চরিত্রগুলিকে জীবন্ত করে তোলার জন্য তাদের জন্য অপেক্ষা করছি।‘
অন্যদিকে সিনেমাটির প্রধান তারকা ভিকি কৌশল বলেন, ‘সানিয়া এবং ফাতিমা তাদের চরিত্রগুলির সাথে সিনেমাটির গল্পে আরও উপাদান নিয়ে এসেছে এবং প্রথমবারের মতো তাদের সাথে একসাথে কাজ করতে পেরে আমি খুব উত্তেজিত। তাদের চরিত্রগুলি আমরা শুনেছি যা সিনেমাটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে একটি এবং আশা করি দর্শকরা তাদের বীরত্ব, প্রতিশ্রুতি এবং স্থিতিস্থাপকতার গল্পের সাক্ষী হবে। আমি তাদের দুজনকেই আমাদের মানেকশ পরিবারে স্বাগত জানাই এবং আমাদের প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান এবং পরিশ্রমী দুই অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য উন্মুখ হয়ে আছি।‘
সিনেমাটি প্রসঙ্গে সানিয়া মালহোত্রা বলেন, ‘প্রত্যেক মহান পুরুষের পিছনে একজন মহিলা থাকেন এবং সিল্লু মানেকশ ছিলেন স্যাম বাহাদুরের সমর্থন এবং শক্তি। আমি এই ভূমিকায় অভিনয়ের মাধ্যমে এই যুদ্ধ নায়কের জীবনে তার অবিচ্ছেদ্য অংশ এবং প্রভাবকে আলোকিত করতে পেরে সম্মানিত। আমি মেঘনা গুলজারের কাছেও অত্যন্ত কৃতজ্ঞ এবং সত্যিই তার সাথে এই উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য অপেক্ষা করছি।‘
এছাড়া ফাতিমা সানা শেখ বলেন, ‘আমি স্যাম বাহাদুর পরিবারে যোগ দিতে পেরে এবং ভারতীয় ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারীদের সম্পর্কে কথা বলার চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরে খুব খুশি। যা আমাকে সবচেয়ে আগ্রহী এবং উত্তেজিত করেছিল তা হল এই সিনেমাটির মাধ্যমে নির্মাতারা তার স্মৃতি এবং উত্তরাধিকারকে সম্মান করার আশা করেন।‘
স্যাম মানেকশের সামরিক ক্যারিয়ার চার দশকের এবং এই সময়ে তিনি পাঁচটি যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় সেনা অফিসার যাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর নিষ্পত্তিমূলক বিজয় সেনাপ্রধান হিসাবে তাঁর কমান্ডের অধীনে ছিল। মজার ব্যাপার হল, চলতি বছর ১৯৭১ সালের সেই যুদ্ধের ৫০ বছর পূর্তি হল। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা।
আরো পড়ুনঃ
প্রথমবারের মতো বায়োপিকে অভিনয় করছেন সুপারস্টার সালমান খান
এবার বড় পর্দায় একসাথে আসছেন আমির খান এবং রনবির কাপুর
‘নো এন্ট্রি’ সিক্যুয়েল: ট্রিপল রোল নিয়ে ফিরছেন সালমান, অনিল এবং ফারদিন!