প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ধারায় ফিরছে বলিউড। গত ৫/৬ দিনে বলিউডের ১৫টি সিনেমার মুক্তির তারিখ নিশ্চিত করেছেন নির্মাতারা। সেই ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে সঞ্জয় গুপ্ত পরিচালিত তারকাবহুল সিনেমা ‘মুম্বাই সাগা’। শোনা যাচ্ছিল সিনেমাটি ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী ওটিটি’তে মুক্তির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা।
বলিউড ভিত্তিক একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য বড় সিনেমাগুলোর মত ‘মুম্বাই সাগা’ সিনেমার সাথে সংশ্লিষ্ট সবাই সিনেমাটি ওটিটি’তে মুক্তির ব্যাপারে আগ্রহী ছিলেন না। কিন্তু কিছুদিন আগে সিনেমাটি আমাজন প্রাইমে মুক্তির আনুষ্ঠানিক ঘোষনার পর সবাই কিছুটা অসন্তুষ্ট ছিলেন। জন আব্রাহাম এবং নির্মাতা সঞ্জয় গুপ্ত মনে করছেন ওটিটি’তে মুক্তি দর্শকের সিনেমাটির উপভোগ থেকে বঞ্চিত করবে।
ইতিমধ্যে আমাজন প্রাইম এবং এর নির্মাতাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনার পর অবশেষে সিনেমাটি প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। সিনেমাটির প্রধান তারকা মনে করছেন এই প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত তারপর ওটিটি’তে। জানা গেছে আগামী ১৯শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জন আব্রাহামের প্রেক্ষাগৃহ দর্শকদের কাছে এখনও গ্রহণযোগ্যতা আছে বলে মনে করছেন নির্মাতারা। এছাড়া জন আব্রাহাম সিনেমাটি প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। এই মুহূর্তে ‘মুম্বাই সাগা’ সিনেমাটির পরীক্ষাগৃহে মুক্তির ব্যাপারে কোন সমঝোতা করতে প্রস্তুত নন জন আব্রাহাম।
জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে জন আব্রাহাম ছাড়া আরো অভিনয় করেছেন ইমরান হাশমি, সুনীল শেঠী, শারমান জোসি, কাজল আগারওয়াল, রোনিত রয়, মহেশ মাঞ্জেরেকার, প্রতীক বাব্বর, গুলশান গ্রোবারসহ অনেকে।
আরো পড়ুনঃ
প্রেক্ষাগৃহে ফিরছে বলিউড: একদিনে ছয় সিনেমার মুক্তি ঘোষনা
যশরাজ ফিল্মস: চলতি বছরে ৫টি সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত
জানা গেলো ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার মুক্তির তারিখ
বলিউড বক্স অফিস ২০২১: মুখোমুখি বড় তারকাদের বড় বাজেটের সিনেমা