‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডের ট্রেড এবং দর্শকদের আনন্দে ভাসিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমাকে পিছনে ফেলে ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা হিসেবে আবর্ভুত হয়েছে ‘পাঠান’। এই সিনেমার ঐতিহাসিক সাফল্যের কারনে শাহরুখ খান অভিনীত পরবর্তি সিনেমা নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী। সম্প্রতি নিশ্চিত হওয়া গেছে পূর্বনির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ সিনেমাটি। আর মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে এর টিজার।
গত বছর ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। আগেই ঘোষণা দেয়া হয়েছিলো ২০২৩ সালের ২রা জুন মুক্তি পাবে সিনেমাটি। তবে সাম্প্রতিক সময়ে নির্ধারিত তারিখে ‘জওয়ান’ মুক্তি নিয়ে দেখা গিয়েছিলো কিছুটা অনিশ্চয়তা। এছাড়া কিছুদিন আগে কয়েকটি সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কারনে এই গুঞ্জনে যোগ হয়েছিলো নতুন বাতাস। তবে অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে, পূর্বনির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ সিনেমাটি। আর জুনের ২ তারিখে মুক্তিকে সামনে রেখে মে মাসের প্রথম সপ্তাহে টিজার প্রকাশের মধ্যমে শুরু হচ্ছে এর প্রচারণা।
বিগত কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো ২রা জুন মুক্তি পাচ্ছে না শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির মাত্র কিছুদিন বাকী থাকলেও সিনেমাটির নতুন আপডেট দিচ্ছেন না নির্মাতারা। তবে মুক্তি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে একটি সূত্রের উল্লেখ করে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘২রা জুন সিনেমাটির মুক্তি নিশ্চিত হওয়া গেছে। রেড চিলিস এবং পরিচালিত অ্যাটলি কুমারের টিম এর জন্য একটানা কাজ করে যাচ্ছে। পূর্বনির্ধারিত তারিখেই জওয়ান সিনেমাটির মুক্তি নিশ্চিত করছে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে পুরো ইউনিট।‘
এছাড়া সিনেমাটির প্রচারণা শুরু প্রসঙ্গে সূত্রটি আরো জানিয়েছে, ‘জওয়ান সিনেমার টিম একই সাথে এর প্রচারণার প্রস্তুতি শুরু করেছে। আগামী সপ্তাহে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে প্রচারণা শুরু হওয়ার প্রত্যাশা করছেন তারা। মুক্তির আগে ৪ থেকে ৫ সপ্তাহের প্রচারণার কৌশল নিয়ে এগুচ্ছেন নির্মাতারা। ট্রেলার প্রকাশের মাধ্যমে প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে সিনেমার গানগুলো। ইতিমধ্যে জওয়ান নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। প্রচারণা শুরু হলে সিনেমাটি নিয়ে দর্শকদের উম্মাদনা আরো বৃদ্ধি পাবে।‘
এদিকে সিনেমাটির প্রচারণা প্রসঙ্গে অন্য আরেকটি সূত্র জানিয়েছে, ‘টিজার প্রকাশের পর সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে। যদিও গত বছরই টিজার প্রকাশ করা হয়েছিলো, সেটি অনেকটা সিনেমার প্রাথমিক ভিডিও হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত বছর প্রকাশিত ভিডিও-এর মাধ্যমে জওয়ান সিনেমার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেয়া হয়েছিলো। নতুন টিজার এবং ট্রেলারের মাধ্যমে সিনেমাটির প্লট এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হবে দর্শকদের।‘
প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মানাধীন সিনেমাটিতে দেখা যাবে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে। শাহরুখ খান এবং নয়নতারার সাথে সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, ইয়োগি বাবু, রিধি দূর্গা এবং সুনীল গ্রোভার। গুঞ্জন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটিতে তিনজন তারকার অতিথি চরিত্রে অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, তারা হলেন দীপিকা পাডুকোন, থালাপাতি বিজয় এবং সঞ্জয় দত্ত।
প্রসঙ্গত, অ্যাটলি কুমারের সিনেমার স্বভাবসুলভ বাণিজ্যিক উপকরন নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের এই সিনেমার চিত্রনাট্যে দর্শকদের জন্য বড় ধরনের কিছু সারপ্রাইজও থাকছে। সিনেমাটির পুরো চিত্রনাট্য রচনা করেছেন অ্যাটলি কুমার নিজে। এবার ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সাথে সঞ্জয় দত্তের পর্দায় হাজির হওয়ার খবরে নতুন করে আলোচনায় রয়েছে এটি। আগামী জুনে বলিউড বক্স অফিসে নতুন কিছু রেকর্ডের অপেক্ষা করছেন সবাই।
আরো পড়ুনঃ
শাহরুখ খানের ‘জওয়ান’ প্রদর্শন স্বত্ব নিয়ে ওটিটি প্লাটফর্মগুলোর কাড়াকাড়ি!
‘জওয়ান’ সিনেমার গানের চিত্রায়নে শাহরুখের সাথে নয়নতারা এবং দীপিকা
শেষ হলো ‘জওয়ান’ সিনেমার দৃশ্যধারনঃ নির্ধারিত তারিখেই মুক্তি নিশ্চিত