অয়ন মুখার্জির ‘অস্ত্রভার্স’ ট্রিলজি বলিউডের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি। গত বছর মুক্তিপ্রাপ্ত এই ট্রিলজির প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছে। কিছুদিন আগে সিনেমাটির দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মুক্তি তারিখ ঘোষণা করেছেন অয়ন মুখার্জি। এরপর থেকেই বলিউডের প্রভাবশালী প্রযোজক করণ জোহরের সাথে এই নির্মাতার দূরত্বের কথা শোনা যাচ্ছে। গুঞ্জন অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ধর্ম প্রোডাকশন থেকে সরে গেছেন অয়ন মুখার্জি।
‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মুক্তি ঘোষণা পর গুঞ্জন আরো জোরাল হয়ে সামনে এসেছে। সিনেমাটির পরের দুই পর্বের মুক্তি ঘোষণায় কোথাও করণ জোহর এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের কথা উল্লেখ নেই। সিনেমাগুলোর মুক্তির ঘোষণা প্রক্রিয়ায় কোথাও করণ জোহর কিংবা ধর্ম প্রোডাকশনের কথা বলেননি এই নির্মাতা। তাই বলিউড পাড়ায় জোর আলোচনা ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ধর্ম প্রোডাকশন থেকে সরে গেছেন অয়ন মুখার্জি! এমনকি অয়ন মুখার্জি দ্বিতীয় এবং তৃতীয় পর্ব ভিন্ন কোন প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে নির্মান করছেন বলেও শোনা যাচ্ছে।
এ প্রসঙ্গে বলিউড সংশ্লিষ্ট একটি সূত্রের উল্লেখ করে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘করণ জোহরের কথা অয়ন মুখার্জি উল্লেখ না করায় বিষয়টি ঘোলাটে হয়ে উঠেছে। করণ জোহরকে ছাড়াই সিনেমাগুলোর মুক্তির তারিখ ঘোষণার অয়ন মুখার্জির পদক্ষেপে এই নির্মাতা প্রচণ্ড হতাশ হয়েছেন। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় পর্ব নিয়ে প্রযোজক করণ জোহরের সাথে কোন আলোচনাও করেননি অয়ন মুখার্জি।‘ এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির আইডিয়া থেকে শুরু করে নির্মান পর্যন্ত অয়নকে সর্বোচ্চ সহযোগিতা করণ জোহর করেছেন বলেও জানিয়েছে সূত্রটি।
সূত্রটি আরো জানিয়েছে, ‘পরিচালন যতেষ্ট সময় নিয়েছেন যার জন্য এটি নির্মান করতে ৮ বছর লেগেছে। এছাড়া ব্রহ্মাস্ত্র – পার্ট ওয়ানঃ শিবা নির্মানে নির্ধারিত বাজেটের চেয়ে বেশী খরচ হলেও, এর মুক্তিতে কোন জটিলতা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন করণ জোহর। সিনেমাটিকে সফল করতে ধর্ম প্রোডাকশন থেকে পর্যাপ্ত প্রচারণাও নিশ্চিত করেছিলেন এর প্রযোজক করণ জোহর। এখন, করণকে ছাড়াই সিনেমাগুলোর তারিখ ঘোষণার মাধ্যমে পরিস্থিতি জটিল করে তুলেছেন অয়ন মুখার্জি।‘ তবে বিষয়টি করণকে হাতাশ করলেও এ ব্যাপারে কোন কথা বলতে চান না করণ জোহর।
এদিকে ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির ইন্টেলেকচুয়াল প্রোপার্টি স্বত্ব অয়ন মুখার্জির কাছে রয়েছে। তাই ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে যেকোন সিধান্ত নেয়ার ক্ষমতা অয়ন মুখার্জির রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ধর্ম প্রোডাকশন থেকে সরে যাওয়ার পর নতুন প্রতিষ্ঠানের সাথে পরবর্তি দুই পর্ব নিয়ে কাজ করতে চান অয়ন মুখার্জি। ইতিমধ্যে অন্য কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে আলাপও করেছেন এই নির্মাতারা। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এর মধ্যে একটি প্রতিষ্ঠান দ্বিতীয় এবং তৃতীয় পর্বে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে উক্ত সূত্রটি আরো জানিয়েছে, ‘করণ ব্রহ্মাস্ত্র প্রথম পর্বটির জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। একটি আলাপচারিতায় করণ বলেছিলেন এই বিনিয়োগ ব্রহ্মাস্ত্র ফ্র্যাঞ্চাইজিতে করা হয়েছে, কোন একক সিনেমায় নয়। তাই প্রথম সিনেমার আয় ব্যায়ের হিসেবে আলাদাভাবে করা যৌক্তিক হবে না। এখন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ধর্ম প্রোডাকশন থেকে গেলে, এই বিনিয়োগ অয়ন মুখার্জি কিভাবে ফেরত দেন এখন সেটাই দেখার বিষয়। এরকম পরিস্থিতিতে ধর্ম প্রোডাকশন থেকে সরে গিয়ে অয়ন মুখার্জি করণের উদারতার সুযোগ নিচ্ছেন।‘
অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির প্রথম পর্বে অভিনয় করেছেন রনবীর কাপুর এবং আলিয়া ভাট। স্বভাবতই সিনেমাটির পরের দুই পর্বেও থাকছেন এই অভিনেত্রী। কিন্তু করণ জোহরের সাথে আলিয়ার পেশাদার সম্পর্কের আন্তরিকতা সবারই জানা। অয়ন মুখার্জির এমন সিদ্ধান্তে করণ এবং আলিয়ার সম্পর্কেও প্রভাব পরবে।‘ তবে ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মুক্তি তারিখ ছাড়া বাকী বিস্তারিত কিছু এখনো প্রকাশ করেননি এর পরিচালক অয়ন মুখার্জি। তবে প্রথম পর্বের একটি দৃশ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে, দ্বিতীয় পর্বের অন্যতম প্রধান চরিত্র পার্বতী রুপে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।
অয়ন মুখার্জির ‘অস্ত্রভার্স’ ট্রিলজির প্রথম পর্ব মুক্তির পর থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। সম্প্রতি এর নির্মাতা অয়ন মুখার্জি জানিয়েছেন একই সাথে হবে ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় এবং তৃতীয় পর্বের দৃশ্যধারনের কাজ। সেই সাথে ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মুক্তি তারিখ ঘোষণাও করেছেন নির্মাতা অয়ন মুখার্জি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র – দ্বিতীয় পর্বঃ দেব’ এবং ‘ব্রহ্মাস্ত্র – তৃতীয় পর্ব’ মুক্তি পেতে যাচ্ছে যথাক্রমে ২০২৬ এবং ২০২৭ সালের ক্রিসমাসে। প্রথম পর্বের দারুণ সাফল্যের কারনে দ্বিতীয় এবং তৃতীয় পর্বের গল্প এবং চিত্রনাট্য নিয়ে আরো বেশী মনযোগী অয়ন মুখার্জি।
উল্লেখ্য যে, ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় এবং তৃতীয় পর্ব ছাড়া সম্প্রতি অয়ন মুখার্জির নতুন আরো একটি সিনেমার কথা জানা গেছে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন অয়ন মুখার্জি। নাম উল্লেখ না করে এ প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে লিখেছেন, ‘আমি আরো একটি বিশেষ সিনেমা নির্মানের সুযোগ পেয়েছি। বিস্তারিত সঠিক সময়ে জানানো হবে। সিনেমাটি নির্মাতা হিসেবে আমাকে নতুন চ্যালেঞ্জ দিচ্ছে এবং এর জন্য আমি দারুণভাবে উচ্ছ্বসিত। ভারতীয় সিনেমায় দারুণ কিছু অবদান রাখার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ।‘
প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর পরিচালনায় ফিরছেন অয়ন মুখার্জি। এর আগে এই নির্মাতার সর্বশেষ ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৩ সালে। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন রনবির কাপুর এবং দীপিকা পাড়ুকোন। এছাড়া ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম পরিচালনা ‘ওয়েক আপ সিড’ সিনেমায় রনবির কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন কঙ্কনা সেন শর্মা। বিশ্বব্যাপী প্রায় ৮,০০০ পর্দায় মুক্তি পেয়েছিলো বলিউডের সর্বকালের অন্যতম ব্যয়বহুল এই সিনেমা।
আরো পড়ুনঃ
‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মুক্তি তারিখ ঘোষণা করলেন অয়ন মুখার্জি
পরবর্তি স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘ওয়ার ২’: পরিচালনায় অয়ন মুখার্জি
একই সাথে হবে ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় এবং তৃতীয় পর্বের দৃশ্যধারনঃ ২০২৬ সালে মুক্তি