মহামারী পরবর্তি বক্স অফিসে গত বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিলো অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র – পার্ট ওয়ানঃ শিবা’। এই নির্মাতার উচ্চাভিলাষী অস্ত্রভার্স ট্রিলজির প্রথম পর্বে দেখা গেছে শিবা এবং ঈশার গল্প। ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তির পর থেকেই সিনেমাটির দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। সম্প্রতি এর নির্মাতা অয়ন মুখার্জি জানিয়েছেন একই সাথে হবে ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় এবং তৃতীয় পর্বের দৃশ্যধারনের কাজ। আর ২০২৬ সালে সিনেমাটির দ্বিতীয় পর্বের মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির প্রথম পর্বের প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন রনবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন এবং মৌনি রায়। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখ খান এবং নাগার্জুনাকে। প্রথম পর্বের গল্পটি যেখানে ছিলো শিবাকে নিয়ে, সিনেমাটির দ্বিতীয় পর্বের গল্প আবর্তিত হবে দেব এবং পার্বতীকে ঘিরে। ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজিতে দেব এবং পার্বতী প্রকৃতপক্ষে শিবার বাবা এবং মা। দ্বিতীয় পর্বের অন্যতম প্রধান চরিত্র পার্বতী রুপে দীপিকা পাডুকোনের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, দেব চরিত্রের অভিনেতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
তবে সম্প্রতি সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৬ সালে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন অয়ন মুখার্জি। এছাড়া এই ট্রিলজির দ্বিতীয় এবং তৃতীয় পর্বের দৃশ্যধারন একসাথে হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা। দ্বিতীয় পর্বে দেবের চরিত্রের অভিনেতা নিয়ে ইতিমধ্যে শোনা গেছে একাধিক গুঞ্জন। প্রথমে এই চরিত্রে হৃতিক রোশনের অভিনয়ের কথা শোনা গিয়েছিলো। কিন্তু হৃতিক প্রস্তাবটি ফিরিয়ে দিলে এই চরিত্রে রনভীর সিং এবং ‘কেজিএফ’ খ্যাত যশের অভিনয়ের কথাও শোনা গিয়েছিলো। তবে এর মধ্যে কোনটার ব্যাপারেই নিশ্চিত কিছু জানা যায়নি।
কিছুদিন আগে নিউজ ১৮-এর একটি সামিটে সিনেমাটি প্রসঙ্গে অয়ন মুখার্জি বলেন, ‘আমরা ব্রহ্মাস্ত্র দ্বিতীয় এবং তৃতীয় পর্ব একই সাথে নির্মান করবো। সত্য কথা হচ্ছে সিনেমাটির লিখায় আমরা একটু সময় নিচ্ছি। আমি জানি যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ কাজ করছে।‘ তিনি আরো বলেন, ‘আমরা জানি মানুষ চাচ্ছে দ্বিতীয় পর্বটি মুক্তি পাক। কিন্তু কোন ছাড় না দিয়েই আমরা প্রথম গল্প এবং চিত্রনাট্য লিখার কাজটি ভালোভাবে শেষ করতে চাই। আমার মনে হয় ব্রহ্মাস্ত্র ২ বড় পর্দায় মুক্তি পেতে এখনো তিন বছর সময় লাগবে।‘
‘ব্রহ্মাস্ত্র – পার্ট ওয়ানঃ শিবা’ সিনেমাটি বক্স অফিসে ভালো আয় করতে সক্ষম হলেও, এর সংলাপ নিয়ে ব্যাপক সমালোচনা হতে দেখা গেছে। হোসেন দালাল রচিত সংলাপ নিয়ে সমালোচনার বিষয়টি স্বীকার করেছেন অয়ন মুখার্জি নিজেও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। এরপরও সিনেমাটি ভালো আয় করতে সক্ষম হয়েছে। অনেক মানুষই আমাদের সিনেমা গ্রহণ করেছে। এছাড়া ওটিটি প্লাটফর্মে মুক্তির পরও সিনেমাটি গ্রহণযোগ্যতা পেয়েছে। সম্ভবত ২০২২ সালের সর্বোচ্চ আয়ের সিনেমাটি ছিলো এটি, কিন্তু আমি এখনো এটি সমালোচনা পরিষ্কার ভাবে শুনতে পাই।‘
প্রথম পর্বের সংলাপ এবং লেখনী নিয়ে সমালোচনার বিষয়টি বিবেচনা করেই পরের পর্বগুলোর পিছনে আরো বেশী সময় দিতে চান অয়ন মুখার্জি। দ্বিতীয় এবং তৃতীয় পর্বের গল্প এবং চিত্রনাট্য নিয়ে আরো বেশী মনযোগী উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বিষয় হচ্ছে এই সমালোচনার কিছু জিনিস আমি গ্রহণ করেছি এবং এর সাথে একমত। সমালোচনার একটি অংশ ব্রহ্মাস্ত্র সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে ছিলো। আমি এই জিনিসগুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা করছি এবং পরের দুটি পর্ব আরো ভালোভাবে লিখতে চাই।‘
২০২২ সালের বলিউডের সবচেয়ে বেশী আয়ের সিনেমা অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। প্যান ইন্ডিয়া মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ২৫৭ কোটি রুপির বেশী। আর বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয়ের হিসেবে সিনেমাটির ৪০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে ভারতে সিনেমাটি মাল্টিপ্লেক্সে দুর্দান্ত ব্যবসা করলেও ছোট শহরের একক প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছিলো। জানা গেছে ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় পর্বের দৃশ্যগুলোকে আরো আকর্ষনীয় এবং জীবন্ত করতে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে কাজ করতে যাচ্ছেন অয়ন মুখার্জি।
প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর পরিচালনায় ফিরছেন অয়ন মুখার্জি। এর আগে এই নির্মাতার সর্বশেষ ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৩ সালে। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন রনবির কাপুর এবং দীপিকা পাড়ুকোন। এছাড়া ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম পরিচালনা ‘ওয়েক আপ সিড’ সিনেমায় রনবির কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন কঙ্কনা সেন শর্মা। বিশ্বব্যাপী প্রায় ৮,০০০ পর্দায় মুক্তি পেয়েছিলো বলিউডের সর্বকালের অন্যতম ব্যয়বহুল এই সিনেমা।
উল্লেখ্য যে, পৌরনিক গল্পের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটিতে অভিনয় করেছেন রনবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রয় এবং নাগার্জুনা সহ আরো অনেকে। এছাড়া সিনেমাটির একটি বিশেষ চরিত্রে আছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটিতে একজন বৈজ্ঞানিক চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশা। শাহরুখ খানের কাছ থেকে ব্রহ্মাস্ত্রের একটি অংশ ছিনিয়ে নেয়ার মাধ্যমে দেবের জন্য এই অস্ত্রটি সংগ্রহে দেখা গেছে সিনেমাটির প্রধান খলচরিত্রে অভিনয়কৃত মৌনি রায়কে।
আরো পড়ুনঃ
হৃতিক এবং রনভীরের পর এবার ‘ব্রহ্মাস্ত্র ২’ ফিরিয়ে দিলেন যশ
‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় পর্বের ব্যাপারে নির্মাতাদের সবুজ সংকেত দিয়েছে ডিজনি
ঐতিহাসিক শুক্রবারের পর তৃতীয় সপ্তাহেও ভালো আয়ের পথে ‘ব্রহ্মাস্ত্র’