করোনা মহামারী শেষে গত নভেম্বরে দিওয়ালীতে ‘সুরিয়বংশী’ মুক্তির মাধ্যমে শুরু হয়েছিলো বলিউডের সিনেমার মুক্তির ধারাবাহিকতা। এরপর এখন পর্যন্ত মুক্তি পেয়েছে বেশ কয়েকটি আলোচিত এবং বড় তারকার সিনেমা। কিন্তু মহামারীর পর এখনো নিজস্ব ছন্দে ফিরতে পারেনি বলিউড। ‘সুরিয়বংশী’, ‘গাঙ্গুবাই কাঠিওয়ারী’ এবং ‘কাশ্মির ফাইলস’ ছাড়া কোন সিনেমাই দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। প্রায় আট মাস কেটে গেলেও ব্যর্থতার বৃত্তে বলিউড এখনো ঘরপাক খাচ্ছে। কারন এবার দর্শক টানতে ব্যর্থ হলো রনভির সিং অভিনীত ‘জয়েশভাই জর্দার’ সিনেমাটি।
সাম্প্রতিক সময়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। ‘সুরিয়াবংশী’ সিনেমার পর বক্স অফিসে ব্যর্থতার তালিকায় নাম লিখিয়েছে ‘৮৩’, বান্টি ওর বাবলী’, রানওয়ে ৩৪’, ‘হিরোপান্তি ২’, ‘জার্সি’ এর মত আলোচিত সিনেমা। অন্যদিকে ভারতীয় বক্স অফিসে সুনামি বইয়ে দিচ্ছে ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর মত সিনেমা। ব্যর্থতার বৃত্তে বলিউড থাকাটা আরো একটু দীর্ঘায়িত হলো রনভির সিং অভিনীত ‘জয়েশভাই জর্দার’ সিনেমার মাধ্যমে।
আজ (১৩ই মে) মুক্তি পেয়েছে যশ রাজ ফিল্মস প্রযোজিত রনভির সিং অভিনীত ‘জয়েশভাই জর্দার’ সিনেমাটি। রনভির সিং এর মত তারকার উপস্থিতিতেও সিনেমাটি বক্স অফিসে খুব দুর্বল সূচনা করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সিনেমাটির বক্স অফিসে শুরুটা অনেকটা বক্স অফিসে ব্যর্থ ‘রানওয়ে ৩৪’ এবং ‘জার্সি’ সিনেমার কাছাকাছি। প্রথম দিনে প্রেক্ষাগৃহগুলোতে বলার মত তেমন দর্শক দেখা যায়নি। টানা কয়েকটি ব্যবসা সফল সিনেমার পর পরপর দুটি ব্যর্থ সিনেমা উপহার দিতে চলেছেন রনভির সিং।
এর আগে ‘রানওয়ে ৩৪’ এবং ‘জার্সি’ সিনেমাগুলো বক্স অফিসে দুর্বল শুরু করেছিলো। তবে এই সিনেমাগুলো শনিবার কিছুটা দর্শক টানতে সক্ষম হয়েছিলো। কিন্তু সমস্যা হচ্ছে প্রথম দিনে এত দুর্বল শুরুর কারনে শনিবারের আয়ের বৃদ্ধিটা সিনেমাগুলোর বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। একইভাবে রনভির সিং অভিনীত সিনেমার প্রতি সংশ্লিষ্টদের যে প্রত্যাশা ছিলো তার কোন প্রতিফলন দেখা যায়নি প্রথম দিনের বক্স অফিসে রিপোর্টে।
এছাড়া প্রথম দিনে দর্শক টানতে ব্যর্থ হওয়ার পাশাপাশি রনভির সিং অভিনীত ‘জয়েশভাই জর্দার’ সিনেমাটি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বলিউডের আলোচিত সব চিত্র সমালোচক। মাইক্র ব্লগিং সাইট টুইটারে সিনেমাটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারান আদর্শ, রামেশ বালা, কামাল রশিদ খান সহ সব সমালোচকরা। দর্শকদের পাশাপাশি সমালোচকদের এই নেগেটিভ রিভিউ সিনেমাটির ব্যবসায়িক সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে।
আদিত্য চোপড়া এবং মনীশ শর্মার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন দিব্যাং ঠক্কর। এছাড়া সিনেমাটির গল্প এবং চিত্রনাট্যও রচনা করেছেন এই নির্মাতা। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে রনভির সিং-এর বিপরীতে অভিনয় করেছেন শালিনী পান্ডে। সিনেমাটির আরো কয়েকটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি, রত্না পাঠক শাহ, জিয়া বৈদ্য, সময় রাজ ঠক্কর সহ আরো অনেকে।
আরো পড়ুনঃ
চতুর্থ সপ্তাহেও বলিউডের নতুন সিনেমার চেয়ে এগিয়ে ‘কেজিএফ চ্যাপ্টার ২’
আগামী ক্রিসমাসে বক্স অফিসে মুখোমুখি রনভির সিং এবং টাইগার শ্রফ
সালমানহীন বলিউডের ঈদ: হতাশা দিয়ে শুরু হলো বক্স অফিস যাত্রা