সম্প্রতি বলিউডের প্রভাবশালী নির্মাতা করন জোহর পরিচালনায় ফেরার ঘোষনা দিয়েছেন। করন জোহর পরিচালিত নতুন এই সিনেমার নাম ‘রকি এবং রানী কি প্রেম কাহানী’। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রনবির সিং এবং আলিয়া ভাট। এছাড়াও সিনেমাটিতে এই দুই তারকার পাশাপাশি থাকছেন একঝাক তারকা। নতুন এই সিনেমার ঘোষনার পর গুঞ্জন উঠেছিলো যে বাতিল হয়ে গেছে করন জোহরের উচ্চাভিলাষী সিনেমা ‘তাকত’। কিন্তু সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই নির্মাতা জানিয়েছেন বাতিল হয়নি ‘তাকত’ বরং আপাতত স্থগিত রয়েছে সিনেমাটির নির্মান কাজ।
ফিল্মকম্পানিয়নের সাথে আলাপকালে ‘তাকত’ বাতিল হওয়া প্রসঙ্গে করন জোহর বলেন, ‘না, রকি এবং রানী কি প্রেম কাহানী সিনেমাটির পর আমি এই সিনেমার কাজ শুরু করবো। এটা আমার হৃদয়ের খুব কাছের একটি জিনিস। প্রায় আড়াই বছর সময়ে লেগেছে সিনেমাটির প্রস্তুতিতে। আমার এখনো মনে আছে মহামারীর আঘাত আনার আগে আমাদের পরিকল্পনা ছিলো এপ্রিলের ২৪ তারিখ থেকে দৃশ্যধারন শুরুর। সিনেমাটি এতো বিশাল, এবং বৃহৎ আকারে নির্মিত হবে যে প্রতিদিন সিনেমাটির সেটে কয়েক হাজার মানুষের উপস্থিতি দরকার। এটা এমনই একটি সিনেমা।‘
‘তাকত’ সিনেমাটি তিনি আরো বলেন, ‘মুগলদের শাসনামলের উপর ভিত্তি করে সিনেমাটি একটি পিরিওডিক সিনেমা হতে যাচ্ছে। এটাই একটি পারিবারিক গল্পের সিনেমা, তবে সেই সময়ের প্রেক্ষাপটে। সেই আমলে মানুষের মধ্যকার সম্পর্কের চিত্র উঠে আসবে সিনেমাটিতে। আমি সবসময়ই বলবো রকি এবং রানী কি প্রেম কাহানী আমার জন্য খুবই আনন্দের প্রোজেক্ট কিন্তু তাকত আমার স্বপ্ন। আর আপনার স্বপ্ন থেকে আপনি এত সহজে দূরে সরে যেতে পারেন না। আমার আনন্দ শেষ করেই আমি আমার স্বপ্নের কাজ শুরু করবো।‘
এদিকে মোঘল সাম্রাজ্যের গল্প নিয়ে সিনেমাটির বিষয়বস্তু বিতর্ক তৈরির সম্ভাবনা রয়েছে বলে যে গুঞ্জন শোনা যাচ্ছিলো সেটাও উড়িয়ে দিয়েছেন এই নির্মাতা। ‘তাকত’ সিনেমাটিতে অভিনয় করছেন – রনবীর সিং, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, অনিল কাপুর, জানভি কাপুর, ভিকি কৌশল এবং ভূমিকা পেডনেকার। করণ জোহর পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘এ দিল হ্যা মুশকিল’।
আরো পড়ুনঃ
আর হচ্ছে না করণ জোহরের উচ্চাভিলাষী সিনেমা ‘তাকত’!
যে কারনে বাতিল হলো করন জোহরের উচ্চাভিলাষী সিনেমা ‘তাকত’
বাতিল হলো ‘দ্যা ইম্মর্টাল অশ্বত্থামা’: প্রযোজকের ক্ষতি ৩০ কোটি রুপি