বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘স্ত্রী ২’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে

বলিউড সহ ভারতের বিভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমাটিক ইউনিভার্স প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে অমর কৌশিকের হরর ইউনিভার্স অন্যতম। এই ইউনিভার্সের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’ ইতিমধ্যে বক্স অফিসে সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে। সম্প্রতি জানা গেছে এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের এই সিনেমাটি।

সিনেমা আমদানি চুক্তির আওতায় গত বছর থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিলো। এই অনুমতির প্রেক্ষিতে ২০২৩ সালে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’, ‘ডানকি’ এবং ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাগুলো। বেশ কিছুদিন ভারতীয় সিনেমা এখানে মুক্তি বন্ধ থাকলেও, শীগ্রই বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের ‘স্ত্রী ২’।

শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় এখন পর্যন্ত প্রায় এক হাজার কোটি রুপি। সংশ্লিষ্ট একটি সুত্র থেকে জানা গেছে, ‘স্ত্রী ২’ বাংলাদেশে ২ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৪০ হাজার টাকা প্রায়) আমদানি করছে দি অভি কথাচিত্র। ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতি পেয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আমদানি চুক্তির শর্ত হচ্ছে ভারতীয় একটি সিনেমা বাংলাদেশে প্রদর্শনের বিপরীতে ভারতেও বাংলাদেশের একটি সিনেমার বিনিময় করতে হবে। ‘স্ত্রী ২’ সিনেমার বিপরীতে ভারতে যাচ্ছে মাহফুজ আহমেদ এবং বুবলী অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। আমদানিকারক প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র সূত্রে জানা গেছে, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘স্ত্রী ২’ সিনেমাটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে।

অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমায় অতিথি চরিত্রে বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমারকেও দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমাটির সিক্যুয়েল ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। তবে মুক্তির পর বক্স অফিস আয়ে সেই প্রত্যাশা ছাপিয়ে গেছে। শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা।

উল্লেখ্য যে, অমর কৌশিক পরিচালিত এবং দিনেশ ভিজান প্রযোজিত এই সিনেমাটি ব্লকবাস্টার ‘স্ত্রী’-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মত সিনেমাটির দ্বিতীয় পর্বও বক্স অফিসে ঝড় তুলতে সক্ষম হয়েছে। ম্যাডডক ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি অমর কৌশিকের ‘হরর কমেডি’ ইউনিভার্সের সবচেয়ে জনপ্রিয় সিনেমা। এই ইউনিভার্সে আরো রয়েছে ‘রুহি’ এবং ‘ভেরিয়া’।

আরো পড়ুনঃ
সিঙ্গাম এগেইন বনাম ভুল ভুলাইয়া ৩: দিওয়ালী বক্স অফিস লড়াই
‘স্ত্রী ২’ বক্স অফিস: বলিউডে সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড
দেভারা – পার্ট ১: বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো শুরু করলেন এনটিআর

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত