অনেক জল ঘোলা করে অবশেষে ১২ই মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’। সিনেমাটির মাধ্যমে স্বাধীনতার পর প্রথমবারের মত দেশীয় প্রেক্ষাগৃহে সরাসরি মুক্তি পাচ্ছে কোন হিন্দি সিনেমা। দর্শকদের হলমুখী করতে মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমাটি। প্রথম প্রদর্শনী থেকেই সিনেমাটি দেখতে দেশের প্রেক্ষাগৃহ দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শাহরুখ ভক্তদের বিশেষ উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ ঝড়।
বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তোলা ‘পাঠান’ সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশেও। সকালের প্রদর্শনী থেকেই ঢাকার স্টার সিনেপ্লেক্স সহ সবগুলো মাল্টিপ্লেক্সে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দেখতে দর্শকদের ঢল নেমেছে। শুক্রবার মুক্তির পর থেকেই প্রথম দিনের সবগুলো প্রদর্শনী হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে। স্টার সিনেপ্লেক্সের সাতটি ব্রাঞ্চে প্রতিদিন মোট ৩৪টি প্রদর্শনী হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি উপলক্ষ্যে বিশেষ উদযাপনের আয়োজন করেছেন শাহরুখ ভক্তরা।
#SRKians of Bangladesh celebrating #Pathaan release in local theaters. The charismatic phenomenon is called @iamsrk is borderless. #Pathaan is creating havoc in all theaters, be it Multiplex or Single Screen! We think we an expect a tweet from @iamsrk! pic.twitter.com/9ics8R8itb
— FilmyMike.com (@FilmyMikeBD) May 12, 2023
বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ ঝড় প্রসঙ্গে সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘প্রথম দুইদিনের টিকেট শেষ। রবিবারের টিকেটও অর্ধেক শেষ। শুক্রবার সকাল থেকে পাঠান দেখতে সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চে দর্শকের ঢল নেমেছে। ঈদে বাংলাদেশের ছবিগুলো ভালো চলার পর পাঠান আবার দর্শকদের হলমুখী করেছে।‘ বাংলাদেশের শাহরুখ খানের ভক্তরাও সিনেপ্লেক্সে জড়ো হয়েছেন সাদা টি-শার্টে ‘পাঠান’ পোস্টার লাগিয়ে। এছাড়া ‘ঝুমে পাঠান’ গানের তালে তালে শাহরুখ খান ভক্তদের নাচনাচির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
@iamsrk takes over Bangladesh through #Pathaan… Fans are celebrating the release in local theaters like anything. Watching #SRK in big screen is once in a lifetime experience, fans says. #Filmymike #Bollywood #ShahRukhKhan? #PathaanInBangladesh pic.twitter.com/UrSfORQtT1
— FilmyMike.com (@FilmyMikeBD) May 12, 2023
উল্লেখ্য যে, গত ২৫শে জানুয়ারি মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার মাধ্যমে স্পাই ইউনিভার্সের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। সিনেমাটিতে টাইগার হিসেবে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান। একইভাবে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’ সিনেমায় পাঠান চরিত্রে হাজির হচ্ছেন শাহরুখ খান। স্পাই ইউনিভার্সের দুই সুপার এজেন্টের ক্রসওভারের মাধ্যমে এর প্রতি দর্শকদের আগ্রহ বৃদ্ধির দুর্দান্ত কৌশল অবলম্বন করেছেন আদিত্য চোপড়া।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ভারতীয় সিনেমার সবচেয়ে সফল এবং জনপ্রিয় ইউনিভার্স হিসেবে আবির্ভুত হয়েছে। ‘পাঠান’ সিনেমার আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যাঁ’ (২০১৭) এবং ‘ওয়ার’ (২০১৯) সিনেমাগুলো বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করতে সক্ষম হয়েছে। আর সর্বশেষ ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে। বক্স অফিসে প্রায় ৩০টির বেশী নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। আগামী দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’ সিনেমাটিও বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারণা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত ‘পাঠান’ সিনেমাটিতে শাহরুখ খানের সাথে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ। তবে স্পাই ইউনিভার্স সিভিল ওয়ার ‘পাঠান বনাম টাইগার’ সিনেমাটির পরিচালক বা অন্যান্য বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
আরো পড়ুনঃ
বলিউডের সব সিনেমার মুক্তির শিডিউল ওলটপালট করে দিলো ‘জওয়ান’
ডিপজলকে ভুল প্রমাণ করে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ উম্মাদনা শুরু
সেন্সর ছাড়পত্র পেলো ‘পাঠান’: বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি তারিখ চূড়ান্ত