করোনা মহামারী শেষে আগামী সপ্তাহে বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের প্রযোজিত ‘অন্তিমঃ দ্যা ফাইনাল ট্রুত’ নামের এই সিনেমায় সালমান খানের সাথে অভিনয় করছেন তার ভগ্নীপতি আয়ুশ শর্মা। সিনেমাটিতে একজন পাঞ্জাবী পুলিশের চরিত্রে দেখা যাবে সালমান খানকে। একজন অভিনেতা এবং প্রযোজকের বাইরে নতুন পরিচয়ে আসছেন বলিউডের ভাইজান। ‘সালমান টকিজ’ নামে এবার প্রেক্ষাগৃহ ব্যবসায় নামছেন এই বলিউড সুপারস্টার। করোনার কারনে সব কাজ বন্ধ থাকলেও ইতিমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রেক্ষাগৃহ খোলার জন্য বিস্তারিত পর্যালোচনা শুরু করেছেন তিনি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সালমান খান বলেন, ‘আমরা প্রেক্ষগৃহ খোলার পরিকল্পনা করছি। আশা করি এটা খুব তাড়াতাড়ি এটা শুরু হবে।‘ করোনার কারনে এই সিদ্ধান্তে কোন পরিবর্তন আসছে কিনা জানতে চাইলে সালমান খান আরো বলেন, ‘এটা নিয়ে এখনো কাজ চলছে। আমরা পরিকল্পনা করছিলাম কিন্তু মহামারীর কারনে সবকিছু থমকে গিয়েছিলো। ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি কিন্তু সামনে কোন এক সময় এটা বাস্তবায়িত হবে।‘
তবে শহর কেন্দ্রিক নয়, সালমান খানের প্রেক্ষাগৃহ পৌঁছে যাচ্ছে মফস্বল এবং গ্রামের দর্শকদের কাছে। যেখানে মানুষ খুব সহজে বিনোদন পান না, সে সব জায়গায় সিনেমাকে নিয়ে যেতে চান তিনি। পরিকল্পনাকে আরও মজবুত করতে নানা প্রযোজক, ডিস্ট্রিবিউটর এবং প্রদর্শনকারীদের সঙ্গেও দেখা করেছেন সালমান খান। মহারাষ্ট্র থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যে প্রেক্ষাগৃহ খুলতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ছোট শহরগুলোতে প্রেক্ষাগৃহ খোলার পরিকল্পনা করছি, যেখানে প্রেক্ষাগৃহ পাওয়া যায়না। মুম্বাইয়ের মত শহরগুলোতে নয়।‘
এর আগে ২০১৮ সালে একটি প্রতিবেদনে মুম্বাই মিরর জানিয়েছিলো যে, প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে টিকেট ট্যাক্স-ফ্রী হতে যাচ্ছে। এছাড়া বাচ্চাদের জন্য বিনামূল্যে সিনেমা দেখার সুবিধা থাকছে। প্রেক্ষাগৃহ খোলার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রেক্ষাগৃহ চেইন নিয়ে অনেক পরিকল্পনা ছিলো, কিন্তু এটা বাস্তবায়নে স্বাভাবিকের চেয়ে বেশী সময় লাগছে কারন আমাকে সতর্কতার সাথে এগুতে হচ্ছে। এখানে অনেক ধরনের বিষয় বিবেচনা করতে হচ্ছে যাতে আমার প্রকল্পটি বন্ধ না হয়ে যায়।‘
প্রসঙ্গত, সালমান খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘অন্তিমঃ দ্যা ফাইনাল ট্রুত’ সিনেমাটি পরিচালনা করেছেন মহেশ মাঞ্জেরকার। ইতিমধ্যে সিনেমাটির জন্য প্রেক্ষাগৃহ বুকিং শুরু করেছেন নির্মাতারা। এদিকে সালমান খান বর্তমানে যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার ৩’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। নির্মানাধীন সিনেমাটি পরিচালনা করছেন মানিশ শর্মা। আর ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোর মত এই সিনেমাটিতেও সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।
আরো পড়ুনঃ
জন আব্রাহামের সিনেমায় প্রদর্শকদের আগ্রহ বেশীঃ মাঠে নামলেন সালমান
বলিউডে ১০০ কোটির সিনেমার তারকাঃ সালমান খানের পাশে অক্ষয় কুমার
জানা গেলো ‘শাহজাদা’ সিনেমায় কার্তিক আরিয়ানের পারিশ্রমিকের পরিমাণ!