বলিউডের সিনেমার রেকর্ড ছাড়িয়ে যাবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ হিন্দি সংস্করণ!

বলিউডের সিনেমার রেকর্ড

বলিউডের সিনেমার রেকর্ড

২০১৯ সালের অক্টোবরে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘ওয়ার’ প্রথম দিনে বক্স অফিসে ৫০ কোটি রুপির বেশী আয় করেছিলো। এরপর করোনা মহামারীর কারনে প্রায় আড়াই বছরে এর ধারে কাছে পৌঁছাতে পারেনি কোন সিনেমার বক্স অফিস আয়। গান্ধী জয়ন্তীতে মুক্তি পাওয়া সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ। এরপর গত দিওয়ালীতে মুক্তিপ্রাপ্ত ‘সুরিয়াবংশী’ সিনেমাটি প্রথম দিনে আয় করেছিলো ২৬ কোটি রুপি। ধারনা করা হচ্ছে এবার মুক্তির প্রথম দিনে বলিউডের সিনেমার রেকর্ড ছাড়িয়ে যাবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ হিন্দি সংস্করণ।

‘ওয়ার’ সিনেমাটির ৫৩.৩৫ কোটি রুপির পর আর কোন বলিউড সিনেমা মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৩০ কোটি রুপিও আয় করতে সক্ষম হয়নি। তবে দীর্ঘ অপেক্ষার পর বক্স অফিসে ঝড়ের অপেক্ষায় সংশ্লিষ্টরা। তবে কোন বলিউড সিনেমা নয়, বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে কন্নড় ভিত্তিক ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার হিন্দি সংস্করণ।

বলিউড ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটির হিন্দি সংস্করণ প্রথম দিনে বক্স অফিসে ৪০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। ২০১৮ সালে ‘কেজিএফ চ্যাপ্টার ১’ সিনেমার অস্বাভাবিক সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। প্যান-ইন্ডিয়া এই সিনেমাটি হিন্দি ভাষায় ৪,৪০০ এর বেশী স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুক্তির প্রথম দিন ভারতের অন্যতম বড় জাতীয় ছুটির দিন।

চলতি সপ্তাহের শুরুতে ভারতের বড় মাল্টিপ্লেক্সে শুরু হয়েছিলো সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি। শুরু পর থেকেই সিনেমাটির অগ্রিম টিকেট পেতে ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা। মুক্তির একদিন আগেই সিনেমাটির হিন্দি সংস্করণের অগ্রিম টিকেট বিক্রি ছাড়িয়ে গেছে বলিউডের আগের যেকোন সময়ের রেকর্ড। ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমার পর হিন্দি সিনেমার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ টিকেট বিক্রি হয়েছে এই সিনেমার।

সিনেমাটির প্রথম দিনের বক্স অফিস আয়ের প্রাথমিক ধারনা অনুযায়ী ৩০-৩৫ কোটি রুপির আয়ের কথা বলেছিলেন সিনেমার ট্রেড বিশেষজ্ঞরা। কিন্তু গত কয়েকদিনে অগ্রিম টিকেট বিক্রির ধারা অনুযায়ী প্রথম দিনে সিনেমাটির হিন্দি সংস্করণের বক্স অফিস আয় ৪০ কোটি রুপির বেশী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমনকি কোন কোন ট্রেড বিশেষজ্ঞের মতামত অনুযায়ী হিন্দি সংস্করণ থেকে আয় ৫০ কোটিকেও ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য যে, ১৪ই এপ্রিল ভারতে কন্নড়, তামিল, তেলুগু, হিন্দি এবং মালায়ালাম মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এদিকে তামিল এবং হিন্দিতে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাকে বক্স অফিসে লড়তে হবে আরো একটি বড় বাজেটের সিনেমার সাথে। ১৩ই এপ্রিল মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত ‘বিস্ট’ সিনেমাটি। তবে প্রাথমিক ধারনা অনুযায়ী তামিল নাড়ু ছাড়া অন্য সব জায়গায় এগিয়ে থাকবে ইয়াশের ‘কেজিএফ ২’।

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘কেজিএফ’ সিনেমার এই সিক্যুয়েলটি বর্তমানের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার প্রথম পর্বে দেখা গিয়েছিলো গারোরাকে হত্যার মাধ্যমে নারাচিতে নিজের অবস্থান শক্ত করেছে রকি। দ্বিতীয় পর্বে দেখা যাবে তার নতুন যাত্রা। ‘কেজিএফ ২’ সিনেমায় ইয়াশের সাথে এবার যুক্ত হয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত এবং রাবিনা ট্যন্ডন। এছাড়া দ্বিতীয় পর্বের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় তারকা প্রকাশ রাজকে।

আরো পড়ুনঃ
বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক স্ক্রিনে মুক্তি পাচ্ছে ইয়াশে ‘কেজিএফ চ্যাপ্টার ২’
অগ্রিম টিকেট বিক্রিতে দুইদিনে ‘আরআরআর’কে ছাড়িয়ে গেলো ‘কেজিএফ ২’
নতুন রেকর্ড গড়তে আসছে বক্স অফিস সুনামি ‘কেজিএফ চ্যাপ্টার ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত