২০১৮ সালের ক্রিসমাসে সর্বশেষ মুক্তি পেয়েছিলো বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জিরো’। এরপর প্রায় চার বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন এই তারকা। এই সময়ে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা নিয়ে শোনা গেছে ব্যাপক গুঞ্জন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তারকা অভিনীত নতুন যে কয়েকটি সিনেমা নিয়ে সবচেয়ে বেশী আলোচনা হয়েছিলো তার মধ্যে একটি হচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত পরবর্তি সিনেমা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাওয়া গেলো বলিউডের সবচেয়ে কাংখিত এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষনা।
শাহরুখ খান এবং বলিউড সিনেমা ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (১৯শে এপ্রিল) এই তারকাকে নিয়ে নিজের নতুন সিনেমার ঘোষনা দেন বলিউডের জনপ্রিয় নির্মাতা রাজু হিরানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খানের সাথে তার একটি ভিডিও শেয়ারের মাধ্যমে সিনেমাটির কথা নিশ্চিত করেছেন এই নির্মাতা। এরপর শাহরুখ খানও একই ভাবে একটি টুইটের মাধ্যমে সিনেমাটির কথা নিশ্চিত করেছেন।
.@iamsrk, Aakhir humne ek saath movie banane ka decision le hi liya ? Extremely thrilled to announce #Dunki, coming to you next Christmas! Release in cinemas on 22.12.23https://t.co/zb8463stsi @taapsee @gaurikhan @RedChilliesEnt @RHFilmsOfficial
— Rajkumar Hirani (@RajkumarHirani) April 19, 2022
আগেই গুঞ্জন শোনা যাচ্ছিলো ইমিগ্রেশন সংক্রান্ত সামাজিক কমেডি নির্ভর গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। শাহরুখ খানকে নিয়ে রাজু হিরানিত নতুন এই সিনেমার নাম ‘ডানকি’। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষনা উপলক্ষ্যে নির্মিত ভিডিওতে সেটাই ইঙ্গিত পাওয়া গেছে। সিনেমাটিতে শাহরুখ খানের সাথে আরো অভিনয় করছেন তাপসী পান্নু। জানা গেছে চলতি সপ্তাহে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। আর সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ক্রিসমাসে মুক্তি পবে বলিউডের সবচেয়ে কাংখিত এই সিনেমাটি।
They say, good things happen to those who wait!
So here we are, bringing to you the most awaited and magical collaboration you will ever witness! #Dunki in cinemas on 22.12.23https://t.co/R8mfFZkScF@iamsrk @taapsee @RajkumarHirani @gaurikhan @VenkyMysore @RHFilmsOfficial
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) April 19, 2022
সিনেমাটি প্রসঙ্গে রাজকুমার হিরানি বলেন, ‘আমার ক্যারিয়ারের পুরোটা সময়ে শাহরুখ খানের সাথে কাজ করার চেষ্টা করছি। অতীতে বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে ডানকি এর মাধ্যে আমাদের একসাথে কজা করা হচ্ছে। একটি সিনেমায় তিনি যেভাবে শক্তি, কারিশমা এবং আনন্দ নিয়ে আসেন সেটা অতুলনীয়। আমি সেই ম্যাজিক আবারো বড় স্ক্রিনে ফিরিয়ে আনতে চাই।‘
অন্যদিকে রাজকুমার হিরানির সাথে কাজ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘রাজকুমার হিরানি আমাদের প্রজন্মের অন্যতম সেরা একজন সিনেমা নির্মাতা। আমরা সবসময়ই একসাথে কাজ করার ব্যাপারে আলোচনা করে থাকি এবং আমি খুবই খুশি যে অবশেষে আমরা ডানকি সিনেমাটি করছি। চলতি মাসেই আমরা সিনেমাটি কাজ শুরু করেছি এবং আমি প্রতিটি মুহুর্ত উপভোগ করছি।‘
Dear @RajkumarHirani sir, Aap toh Mere Santa Claus nikle. Aap shuru karo main time pe pahunch jaunga. actually main toh set par hi rehne lagunga. Feeling humbled & excited to finally work with you.Bringing to you all #Dunki in cinemas on 22nd December 2023https://t.co/KIqj8LfJEg
— Shah Rukh Khan (@iamsrk) April 19, 2022
এদিকে সিনেমাটিতে শাহরুখ খানের সাথে অভিনয় করছেন তাপসী পান্নু। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটিতে অভিনয় এবং এই জার্নির সাথে সংযুক্ত হতে পেতে আমি খুবই উচ্ছ্বাসিত। রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের সাথে এটিই আমার প্রথম কাজ। এই দুজনকেই আমি খুব সম্মনা এবং শ্রদ্ধা করি।‘
রাজকুমার হিরানি পরিচালিত বলিউডের সবচেয়ে কাংখিত এই সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে রাজকুমার হিরানি, অভিজিৎ জোসি এবং কনিকা ধিলন। জিও স্টুডিওস, রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করছেন গৌরী খান। কানাডায় অবৈধ অভিবাসনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এই অবৈধ ভারতীয় অভিবাসীর চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান।
আরো পড়ুনঃ
শুরু হলো শাহরুখ খানকে নিয়ে রাজকুমার হিরানির সিনেমার কাজ
শাহরুখ খান এবং রাজকুমার হিরানির সিনেমায় থাকছেন ভিকি কৌশল!
শাহরুখ খানকে নিয়ে রাজু হিরানির সিনেমাঃ অবশেষে শুরু হলো দৃশ্যধারন